ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সনদ জালিয়াতি করার প্রতিবাদ করায় বৃদ্ধ পিতাকে নির্যাতন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩-৬-২০২৩ দুপুর ১:৪

বৃদ্ধ বাবাকে শারীরিক নির্যাতন করেছে নিজ কন্য। অবৈধভাবে চাকুরী গ্রহনের প্রতিবাদ করায় এ নির্যাতনের শিকার হয়েছেন পিতা। এরপর জমি আত্মসাৎ করে নেয় অভিযুক্ত কন্যা। খুলনার বটিয়াঘাটা উপজেলায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত কন্যা সনদ জালিয়াতি করে মহল্লাদার পদে চাকুরী করছেন। দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে শনিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কন্যার দ্বারা নির্মম নির্যাতিনের শিকার এই হতভাগ্য পিতা। পিতার পক্ষে তার ছেলে নিতাই বিশ্বাস লিখিত বক্তব্য পাঠ করে শোনান। 

নির্যাতিত পিতার নাম মধুসুধন বিশ্বাস (১০০), পিতা- মৃত পুটিরাম বিশ্বাস। গ্রাম-হোগলাডাঙ্গা, ডাকঘর-ছয়ঘরিয়া, ইউনিয়ন- ১নং জলমা, উপজেলা-বটিয়াঘাটা, জেলা-খুলনা। তিনি তার কন্যার বিরুদ্ধে জমিজমা জোড়পূর্বক লিখে নিয়ে ভিটেবাড়ি ছাড়া করা, সরলতার সুযোগ নিয়ে জমি রেজিষ্ট্রি করে এবং ভুয়া সনদে চাকুরী নেওয়ার অভিযোগ করেছেন।
বিবরনে নিতাই বলেন,  মধুসুধন বিশ্বাস তার মেয়ের বাড়িতে বসবাসকালীন সময়ে টুকু রানী টিকাদারের ছেলে সৌরভ তাকে চাকু ধরে জোর পূর্বক ১ বিঘা জমি লিখে নেয়। সই করতে না চাইলে জোর পূর্বক অস্ত্রের মুখে দলিলে তার টিপ সই নেয়। এরপর গোপনে এ জমি রেজিষ্ট্রি করে নেয়। বিষয়টি জানার পর একদিন টুকু রানি টিকাদার লোকজন নিয়ে রাম দা, লোহার রড, ছুরি, লাঠিসহ ভিটা আঙ্গীনায় এসে আমাকে গালিগালাজ করে এবং তাকে ভিটে বাড়ির ৫কাঠা জমি লিখে দেওয়ার জন্য বলে। এ সময় তার ছেলে সেীরভ টিকাদার হাতে থাকা লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে সজোড়ে আঘাত করে। মধুসূদন হাত দিয়ে ঠেকালে তখন টুকু রানী তার শার্টের কলার ধরে এলোপাতাড়ী কিল-ঘুষি মারে। সে লুটিয়ে পড়লে কয়েকজন মিলে তাকে মারধর করতে থাকে। একজন দেীড়ে যেয়ে তার ঘরে থাকা ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা নিয়ে নেয়। অনেকক্ষন ধরে এরকম চিল্লা পাল্লার আওয়াজ শুনে মেম্বারসহ অন্যান্য স্থানীয় লোকজন আসা শুরু করলে টুকু রানী টিকাদার লোকজন নিয়ে ভিটার বাইরে চলে যায়। আর  মামলা মোকদ্দমা করলে প্রান নাশ করবে বলে হুমকি দেয়। এরপর স্থানীয় লোকজন আহত মধুসূদনকে নিয়ে স্থানীয় ডাক্তার দ্বারা চিকিৎসা করানোর পর সুস্থ্য না হওয়ায় বটিয়াঘাটা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে মধুসূদন বাদী হয়ে বিজ্ঞ আদালতে হাজির হয়ে মামলা দায়ের করেন। আর জমি ফিরে পেতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 
টুকু রানী টিকাদারের ভুয়া সনদে চাকুরী গ্রহণের বিরুদ্ধে অভিযোগ উল্লেখ করে নিতাই বলেন, ২০১৭ সালের ২৭শে জুলাই বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত দফাদার ও মহল্লাদার পদে লোক নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ পদে টুকু রানী টিকাদার নিয়োগ লাভের জন্য আবেদন করেন এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে এস.এস.সি পাশের সনদ দাখিল করেন। পরবর্তীতে প্রচুর টাকা ঘুষ দিয়ে এ চাকুরী পান। তথ্য প্রমানসূত্রে,  কিন্তু তিনি ১৯৯১ সালে প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ (রাজবাধ) বিদ্যালয় হতে সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতকার্য হয়ে অষ্টম শ্রেণিতে উন্নীত হন। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রার্থীর বয়স ২৮/০২/২০১৭ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। কিন্তু তার জন্ম তারিখ ২১-০৩-১৯৭৫ অর্থাৎ ২৮-০২-২০১৭ তারিখে তার বয়স ৪১ বছর ১১ মাস ৭ দিন। তার বিদ্যালয়ের জন্ম তারিখ অনুযায়ী ২৮-০২-২০১৭ খ্রি. তারিখে বয়স ৩৯ বছর ৮ মাস ১১ দিন। আসামীর বয়স জাতীয় পরিচয় পত্র ও বিদ্যালয়ের প্রত্যয়ন পত্রে উল্লিখিত জন্ম তারিখে বয়সের গড়মিল রয়েছে। এছাড়া দফাদার পদে চাকুরির ক্ষেত্রে মহল্লাদার পদে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতার প্রয়োজনীয়তার উল্লেখ থাকলেও প্রার্থীর কোনো অভিজ্ঞতা ছিল না। এখানে যারা নিয়োগ দিয়েছেন তারাও জড়িত। এ বিষয়ে তার বিরুদ্ধে আদালত সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ উত্থাপিত হলে সাময়িক ভাবে সে বরখাস্ত হয়। কিন্তু চূড়ান্ত বিচার এখনও হয়নি। সে উৎকোচ এর মাধ্যমে পুনরায় চাকরী ফিরে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তার মত অসৎ ও লোভি মহিলার শাস্তি হওয়া দরকার। আমার মেয়ে হওয়া স্বত্তেও তার মত এমন অসৎ মহিলার শাস্তি দাবি করছি। 
মধুসুধন বিশ্বাস বলেন, আমার বয়স হয়েছে। আমার একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে রয়েছে। আমার মেয়ের কাছে থাকাকলীন সময়ে আমার মেয়ে টুকু রানী টিকাদার মিথ্যার আশ্রয় নিয়ে জমি জায়গা লিখে নেয়। আমি এ বিষয় জানতে পারায় আমাকে শারীরিকভাবে অত্যাচার করেছে। বর্তমানে আমি আমার ছেলের সাথে বসবাস করছি। টুকু রানী টিকাদার তার ছেলে সেীরভকে দিয়ে বাশ দিয়ে আমাকে মারিয়েছে। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়লে এলাকার লোকজন আমাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি দু:খ প্রকাশ করে বলেন, আমি আমার মেয়ের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি। এর ন্যায় বিচার চাই। 

 

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ