ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

গুইমারায় অবৈধভাবে জায়গা দখলের উদ্দেশ্যে গাছ কাটা ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-৬-২০২৩ দুপুর ৪:৫৪

 খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার নতুনপাড়া নামক এলাকায় ১৯৮৮ সনে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতীর কারণে জালিয়াপাড়া গুচ্ছগ্রামে পূর্নবাসনকৃত মৃত সামছুন নাহার এর ২১৩ নং লুব্রেমরম মৌজার বন্দবোস্তি মূলে রেকর্ড ভূক্ত জায়গা উপজাতীয় কর্তৃক জবর দখলের চেষ্টায় গাছ ও ঘর বাড়ি কেটে ফেলার অভিযোগ উঠেছে। এই বিষয় নিয়ে থানা অভিযোগ দায়ের করেছে আনোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৫ জুন ২০২৩ রাতের আধাঁরে গুইমারার নতুনপাড়া এলাকার আপ্রু মারমা, আথুই মারমা, অংসা  মারমা ও সাচিং মারমা কায়দায় আনোয়ার হোসেন এর রেকর্ডীয় জায়গা দখল করার উদ্দেশ্যে বেশ কিছু গাছ ও নির্মাণকৃত বাড়ির বেড়া ও টিন কেটে ফেলে। 

জায়গার মালিক মো: আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, আমার মাতার নামে ২১৩ নং লুব্রেমরম মৌজার ১৪২-ক নং হোল্ডিং এর ৪ একর টিলা ভূমি বন্দবোস্তি মূলে রেকর্ড ভূক্ত জায়গা উপজাতীয় কর্তৃক রাতের আধারে সু-পরিকল্পিত ভাবে জবর দখল করার উদ্দেশ্যে গাছ ও ঘর-বাড়ি বেড়া কেটে ফেলা হয়েছে। তখন আমার জমির পার্শে অবস্থিত প্রতিবেশী নুরুল আলম গাছ কাটা ও ঘর ভাংচুর এর আওয়াজ পেয়ে মৌখিক ভাবে হামলাকারিদের বাধাঁ দেয়। কিন্তু হামলাকারীরা বাঁধা উপেক্ষা করেই অবৈধ ভাবে জায়গা দখলের উদ্দেশ্যে আমার সৃজিত বেশ কিছু সেগুন গাছে ও কেয়ার টেকার এর থাকার ঘর ভেঙ্গে ফেলে। এক পর্যায়ে প্রতিবেশি নুরুল আলম আমাকে ফোন কলের মাধ্যমে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সন্ত্রাসী কায়দায় আমার জায়গা থেকে গাছ ও ঘরে বেড়া কেটেছে। এর আগেও দখলকারীদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও তারা গন্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করেই বার বার অবৈধভাবে জায়গা দখলে মরিয়া হয়ে উঠে।

অভিযোগে আরো জানান, অভিযুক্ত ব্যক্তিরা ১৯৯৯ সালে মৌজা হেডম্যানকে ভূল বুজিয়ে ৬০ (ষাঠ শতক) শতক জায়গার খাস রির্পোট দেখিয়ে বন্দববোস্তির জন্য আবেদন করে। বর্তমানে সেই আবেদন মুলে অবৈধভাবে জায়গা দখল করার পায়তারা করছে। এর সুস্থ্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানান।

এই বিষয়ে অভিযুক্তদের মাতা পাইংশ্যে মারমা সাথে মুঠোফোনে যোগাযোগ করলে কোনো সৎ উত্তর না দিয়ে ফোনটি কেটে দেয়।

উপজাতী কর্তৃক বাঙ্গালীদের জায়গা অবৈধ ভাবে দখলের চেষ্টা ও গাছ কাটার বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গুইমারা উপজেলা শাখার সভাপতি আইয়ুব আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পূর্বেও জায়গাটি নিয়ে হাফছড়ি ইউনিয়ন পরিষদে শালিসী বৈঠক হয়েছিল এবং ঘর ও বাগান কর্তনকারীরা যে কাগজ দেখিয়েছিল তা ভূয়া বলে প্রমাণিত হয়েছিল। বর্তমানে পূর্নরায় সংগঠিত এমন নেক্কজনক কাজের তীব্র নিন্দা জানাই এবং যারা এই কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানাই।

এই বিষয়ে হাফছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। পাইংশ্যে মারমার ছেলেরা মৌজা হেডম্যানের নিকট জায়গা বন্দোবস্তি পাওয়ার জন্য আবেদন করেছিল। তবে আনোয়ার এর রেকর্ডীয় কাগজ আছে।

জায়গা দখলের বিষয় গুইমারা থানার ওসি তদন্ত মনির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অবৈধ ভাবে জায়গা দখল ও গাছ কাটা সংক্রান্ত বিষয় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে কিছু গাছের চারা এবং ঘর ভাংচুরের চিত্র পাওয়া গেলেও কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিত জানা যায়নি।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

শান্তিগঞ্জে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

নেত্রকোনার মদনে দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার