আধিপত্য দেখাতে নারীর উপর হামলা

স্থানীয় আধিপত্য দেখাতে নারীর উপর হামলা করেছে ইউপি মেম্বার। ঘটনাটি খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে ঘটেছে। আদালতে মামলা করলেও হয়রানির শিকার হচ্ছেন ভূক্তোভূগি নারী।
মামলাসূত্রে, ৯ এপ্রিল’২৩ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে মেম্বার আইরিন আক্তার তার বাহিনী নিয়ে বাদী সুরোত শিকদারের বাড়িতে হামলা চালায়। সুরোত শিকদারের নাম ধরে গালিগালাজ করে। সুরোত শিকদার বাড়িতে না থাকায় আসামী আইরিন আক্তার তার সঙ্গীদের সুরোত শিকদারের স্ত্রী রিমা সুলতানাকে হত্যার নির্দেশ দেয়। এসময় আইরিন আক্তারের অনুসারী কুদ্দুস শিকদার (২৫) হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে রিমা সুলতানাকে কোপ মারে। এ সময় রিমা সুলতানা সরে গেলেও তার মুখের বাম পাশে আঘাত লাগে। রিমা সুলতানা মাটিতে পড়ে গেলে আইরিন আক্তার বাঁশ দিয়ে পিঠে আঘাত করে। এসময় আলামিন(২৮) নামে এক যুবক লোহার রড দিয়ে রিমা সুলতানার মাথায় আঘাত করে। এসময় বাদীর স্ত্রী লুটিয়ে পড়লে তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য-৭০,০০০ টাকা) এবং কানে থাকা দুল খুলে নেয়। এসময় বাদীর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা আসতে শুরু করলে এলোপাথাড়ি লাথি দিয়ে পিঠে ও তলপেটে আঘাত করে আসামীরা পালিয়ে যায়। প্রতিবেশীদের মধ্যে উপস্থিত একজন ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পেীছায়ে পুলিশ ভিকটিম রিমা সুলতানাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ভিক্টিমের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসা করে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রিমা সুলতানার মা ও চাচাতো ভাই রিমা সুলতানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বাদীর স্ত্রী রিমা সুলতানা বলেন, আইরিন আক্তার এলাকার মেম্বার। একই এলাকায় থাকি। কিন্তু জনপ্রতিনিধি হয়ে জমিজমা নিয়ে এরকম হামলা চালাবে বুঝতে পারি নাই। তার বিরুদ্ধে এলাকায় আরো একাধিক অভিযোগ রয়েছে। আমার স্বামী কর্মের তাগিদে ঢাকায় থাকেন। তিনি আইরিন আক্তারের অত্যাচারে ভিটে বাড়িতে থাকতে পারেন না। আমি একা ভিটে বাড়িতে থাকি। ঘটনার দিন বিকালে বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। তখন মেম্বার লোকজন নিয়ে এসে গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করলে আমার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে তার সাথে থাকা লোকজন দিয়ে আমার উপর হামলা চালায়। আমি দুদিন চিকিৎসাধীন ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। জমিজমার কারনে প্রান গেলে জমি দিয়ে করার কিছুই থাকবে না। আদালতে মামলা করেছি। আদালত এর সঠিক বিচার করবেন বলে আশা করেন রিমা সুলতানা। সুরুত শিকদার জানান, আমি এলাকার কতিপয় লোকদের জন্য ঢাকায় যেয়ে কর্ম করে খাচ্ছি। ভিটেবাড়িতে থাকলে নানান ধরনের হয়রানি করে মিথ্যে মামলায় ফাসিয়ে সর্বস্বান্ত করে দিবে এরা। মেম্বার আইরিন আক্তার জানান, এ হামলার সাথে আমি জড়িত না। ঘটনার দিন আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। অন্যদিকে সুরুত শিকদার আত্মীয় হয়। তার স্ত্রী রিমা সুলতানা তার ক্লাসমেট। একই স্কুলে লেখাপড়া করেছি। আমি চাই না তাদের সাথে আমার বিরোধ থাকুক। অনেকবার মিমাংসার জন্য চেষ্টা করলেও বিষয়টি মিমাংসা হয়নি বলে ইউপি মেম্বার আইরিন জানান।
এমএসএম / এমএসএম

খালিয়াজুরীতে মিথ্যা মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা, দাবী পরিবারের

টেকনাফ সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড উদ্ভোদন

মহেশখালীতে ডাকাত সর্দার মঞ্জুর পুলিশের হাতে আটক

হাইব্রিডদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান শুরু হবে: শেখ সাদী

শ্রীপুরে মাদকমুক্ত যুব সমাজ গড়তে সপ্তাহব্যাপী ফুটবল উৎসব

পুকুর ও খালে ভেঙ্গে পড়েছে সড়ক, ১ লাখ মানুষের দুর্ভোগ

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত
