ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আধিপত্য দেখাতে নারীর উপর হামলা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ১২:১১

স্থানীয় আধিপত্য দেখাতে নারীর উপর হামলা করেছে ইউপি মেম্বার। ঘটনাটি খুলনার রুপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে ঘটেছে। আদালতে মামলা করলেও হয়রানির শিকার হচ্ছেন ভূক্তোভূগি নারী।
মামলাসূত্রে, ৯ এপ্রিল’২৩ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে মেম্বার আইরিন আক্তার তার বাহিনী নিয়ে বাদী সুরোত শিকদারের বাড়িতে হামলা চালায়। সুরোত শিকদারের নাম ধরে গালিগালাজ করে। সুরোত শিকদার বাড়িতে না থাকায় আসামী আইরিন আক্তার তার সঙ্গীদের সুরোত শিকদারের স্ত্রী রিমা সুলতানাকে হত্যার নির্দেশ দেয়। এসময় আইরিন আক্তারের অনুসারী কুদ্দুস শিকদার (২৫) হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে রিমা সুলতানাকে কোপ মারে। এ সময় রিমা সুলতানা সরে গেলেও তার মুখের বাম পাশে আঘাত লাগে। রিমা সুলতানা মাটিতে পড়ে গেলে আইরিন আক্তার বাঁশ দিয়ে পিঠে আঘাত করে। এসময় আলামিন(২৮) নামে এক যুবক লোহার রড দিয়ে রিমা সুলতানার মাথায় আঘাত করে। এসময় বাদীর স্ত্রী লুটিয়ে পড়লে তার গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য-৭০,০০০ টাকা) এবং কানে থাকা দুল খুলে নেয়। এসময় বাদীর স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা আসতে শুরু করলে এলোপাথাড়ি লাথি দিয়ে পিঠে ও তলপেটে আঘাত করে আসামীরা পালিয়ে যায়। প্রতিবেশীদের মধ্যে উপস্থিত একজন ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পেীছায়ে পুলিশ ভিকটিম রিমা সুলতানাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ভিক্টিমের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসা করে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রিমা সুলতানার মা ও চাচাতো ভাই রিমা সুলতানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বাদীর স্ত্রী রিমা সুলতানা বলেন, আইরিন আক্তার এলাকার মেম্বার। একই এলাকায় থাকি। কিন্তু জনপ্রতিনিধি হয়ে জমিজমা নিয়ে এরকম হামলা চালাবে বুঝতে পারি নাই। তার বিরুদ্ধে এলাকায় আরো একাধিক অভিযোগ রয়েছে। আমার স্বামী কর্মের তাগিদে ঢাকায় থাকেন। তিনি আইরিন আক্তারের অত্যাচারে ভিটে বাড়িতে থাকতে পারেন না। আমি একা ভিটে বাড়িতে থাকি। ঘটনার দিন বিকালে বাসায় বিশ্রাম নিচ্ছিলাম। তখন মেম্বার লোকজন নিয়ে এসে গালিগালাজ করেন। গালিগালাজ করতে নিষেধ করলে আমার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে তার সাথে থাকা লোকজন দিয়ে আমার উপর হামলা চালায়। আমি দুদিন চিকিৎসাধীন ছিলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। জমিজমার কারনে প্রান গেলে জমি দিয়ে করার কিছুই থাকবে না। আদালতে মামলা করেছি। আদালত এর সঠিক বিচার করবেন বলে আশা করেন রিমা সুলতানা। সুরুত শিকদার জানান, আমি এলাকার কতিপয় লোকদের জন্য ঢাকায় যেয়ে কর্ম করে খাচ্ছি। ভিটেবাড়িতে থাকলে নানান ধরনের হয়রানি করে মিথ্যে মামলায় ফাসিয়ে সর্বস্বান্ত করে দিবে এরা। মেম্বার আইরিন আক্তার জানান, এ হামলার সাথে আমি জড়িত না। ঘটনার দিন আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। অন্যদিকে সুরুত শিকদার আত্মীয় হয়। তার স্ত্রী রিমা সুলতানা তার ক্লাসমেট। একই স্কুলে লেখাপড়া করেছি। আমি চাই না তাদের সাথে আমার বিরোধ থাকুক। অনেকবার মিমাংসার জন্য চেষ্টা করলেও বিষয়টি মিমাংসা হয়নি বলে ইউপি মেম্বার আইরিন জানান।  

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ