পার্বত্য চট্টগ্রামে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী মোতায়নের দাবি

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) নামে পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধেক ভূমি নিয়ে পূর্ণ স্বায়ত্ত্বশাসন ক্ষমতাসহ বাংলাদেশের অভ্যন্তরে কুকি-চিন রাজ্য প্রতিষ্ঠার করার পায়তারা করছে। তারই ধারাবাহিকতায় বান্দরবানে একের পর এক নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষের লাশ ঝরতে দেখা গিয়েছে। মূলত পার্বত্যাঞ্চলকে দ্বীখন্ডিত করার নীল নকশা আঁকছে এই সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশেনাল ফ্রন্ট (কেএনএফ)। একে প্রতিহত করতে অধিক নিরাপত্তা বাহিনী ও প্রশাসন মোতায়ন করার জন্য সরকারের প্রতি দাবি জানান সচেতন নাগরিক ও পার্বত্যবাসী।
সম্প্রতি, ভারতের মিজোরামে অবৈধ সরঞ্জামসহ এই সংগঠনের ৬ বিচ্ছিন্নতাবাদী উপজাতিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৯৯নং পারভা ব্যাটালিয়নের সদস্যরা। এরপরই আলোচনায় আসে সংগঠনটি।
আটকৃতরা হলো, রামডিন্ডলিয়ান (২০), পিতা: লালথান কুং, সাংখুং বম (৩২), লিয়ান বাভিসাং, লালসাংরেম বম (৩৪), লালরাম মাউই (৪৫), নুনসাং বাওম (৩৯)। তারা সকলেই নিজেদের বাংলাদেশের বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার বাসিন্দা বলে বিএএসফের কাছে পরিচয় দেয়। আটকের পর আসামিদের কাছে থাকা একটি চিঠিতে কুকি-চীন ন্যাশনাল আর্মির সভাপতি এবং চীফ অফ স্টাফের সীলমোহরসহ অন্যান্য উদ্ধারকৃত সরঞ্জামাদি দ্বারা সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফের ১৯৯নং পারভা ব্যাটালিয়ন কমান্ডার।
উল্লেখ্য, কেএনএফের মতে, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলা নিয়ে তাদের কল্পিত কুকি-চীন রাজ্য গঠিত। ২০০৮ সালে এই সংগঠনের জন্ম। শুরুতে এ সংগঠনের নাম ছিলো কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও)। বম, পাঙ্খুয়া, লুসাই, খুমী, ম্রো, খিয়াং নামের ছয় জাতি গোষ্ঠী মিলে কেএনএফ গঠিত। তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আদিবাসি মনে করে। একই সাথে চাকমা, মারমা, ত্রিপুরা প্রভৃতি জনগোষ্ঠীকে বার্মিজ ও ভারতীয় জাতিভূক্ত এবং বহিরাগত মনে করে। এ কারণে জেএসএস ও ইউপিডিএফের মতো সশস্ত্র গোষ্ঠীর প্রতি তাদের বৈরী মনোভাব রয়েছে।
অন্যএকটি সূত্রে জানা যায়, বর্তমানে কিছু উপজাতীয় নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই সশস্ত্র সংগঠনের সাথে এক হয়ে কাজ করছে। তারা বিভিন্ন সময় নিরাপত্তাবাহিনীর টহল দলের উপর নজরদারি করে সন্ত্রাসী সংগঠনটির কাছে খবর পৌছাচ্ছে। এছাড়াও বিভিন্ন সংবাদ পত্রের পরিচয় দিয়ে বিভিন্ন সময় সরকারি বে-সরকারি অফিস আদালত থেকে তথ্যাদি সংগ্রহ করে এসব সন্ত্রাসী সংগঠনের নিকট খবর পৌছায়। এছাড়া কিছু স্বার্থনীসি উপজতীয়দের মাধ্যমেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বাজার থেকে ক্রয় করে নিজেদের আস্তানায় নিয়ে জীবনযাপন করে থাকে। এ সংগঠনের সভাপতি নাথান বম একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্রাজুয়েট, চিত্রশিল্পী ও লেখক।
সূত্র আরো জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বতের কাছাকাছি এলাকায় তাদের গোপন আস্তানা থাকলেও এর অধিকাংশ সদস্য বর্তমানে সিভিল লাইফে ছদ্মবেশে রয়েছে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায়। মাঝে মাঝে বিভিন্ন প্রয়োজনে তারা খুবই স্বল্প সময়ের জন্য লোকালয়ে আসলেও দ্রুতই আস্তানায় ফিরে যায়।
এতদিন ইউপিডিএফ ও জেএসএস এর চাঁদাবাজি, গুম, খুন, অপহরণসহ বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়ে আসছিল পার্বত্যবাসী। এর ভিতর বর্তমানে কেএনএফ (কুকি-চিন ন্যাশেনাল ফ্রন্ট) এর অভয়ারণ্য সৃষ্টি হয়েছে পার্বত্যাঞ্চলে। এই নিয়ে জনমতে অস্তিরতা বিরজমান এবং আতঙ্কে রয়েছে পুরো পার্বত্য অঞ্চল।
কেএনএফ বর্তমানে স্যোশাল মিডিয়ায় নিয়মিত তাদের সশস্ত্র প্রশিক্ষণের নানা ছবি ও ভিডিও আপলোড করে অস্তিত্ব জানান দিচ্ছে। পার্বত্য চট্টগ্রামে জেএসএস, ইউপিডিএফ এর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্রগোষ্ঠী থাকলেও কেএনএ’র মতো এভাবে সশস্ত্র গ্রুপের ঘোষণা দিতে দেখা যায় না। এতো দিন স্যোশাল মিডিয়াতে বার্মিজ বিদ্রোহীদের প্রশিক্ষণ ও যুদ্ধের যেসব ভিডিও দেখা যেত, এই গ্রুপের ভিডিও’র সাথে তার মিল রয়েছে। কাজেই এখন থেকেই সরকারকে এ ব্যাপারে সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে একদিন দেশকে কঠিন মূল্য দিতে হবে বলে সচেতন পার্বত্যবাসী মনে করে।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
