ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

জো বাইডেনের কাছে প্রতিবাদলিপি দিলো আমেরিকায় বসবাসরত ১৯২ জন বিশিষ্ট বাংলাদেশি


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ২:২

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্হা নিতে ছয় মার্কিন কংগ্রেসম্যানের  চিঠির তথ্য মিথ্যা এবং বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করে তা প্রত্যাখ্যান এবং ওই চিঠি প্রত্যাহারের দাবী জানিয়ে  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাল্টা আবেদন করেছে দেশটিতে বসবাসরত ১৯২ জন বাংলাদেশি আমেরিকান নাগরিক।তাদের দাবী  ছয় মার্কিন কংগ্রেসম্যানের চিঠিতে জামায়াত-বিএনপি জোট সরকারের সময়কালীন সংখ্যালঘু নির্যাতন,জঙ্গিবাদ  ও অপরাধমূলক কোন তথ্য না থাকায় তা পক্ষপাতদুস্ট ও গ্রহনযোগ্য নয়।তাই ওই আবেদন প্রত্যাহার চেয়ে ওই ছয় মার্কিন কংগ্রেসম্যানের কাছেও চিঠি দেন বিশিস্ট নাগরিকরা।

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠির সংখ্যা অর্ধেক হয়ে গেছে- এমন বক্তব্য অসত্য ভিত্তিহীন এবং প্রকৃত সত্য আড়াল করার চেষ্টা বলে মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করে এক বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ১৯২ বাংলাদেশি। এমনকি শেখ হাসিনা সরকারের মেয়াদে বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা কমে যাওয়ার দাবিকেও অসত্য বরে দাবি করেন প্রবাসী বাংলাদেশিরা।

গেলো ১৭  মে ছয় মার্কিন কনগ্রেসম্যান প্রেসিডেন্টে জো বাইডেনের কাছে লেখা চিঠিতে এসব দাবি করেন। প্রবাসী মার্কিন প্রবাসী বাংলাদেশিরা কনগ্রেসম্যানদের প্রতি আহ্বান জানান- তাদের অসত্য বক্তব্য প্রত্যাহের জন্য। এই ধরণের অসত্য বক্তব্য প্রত্যাহার করা হলে কনগ্রেসম্যানদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে বলেও মনে করেন তারা। এছাড়া তারা মনে করেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের হেয় করার চেষ্টা।

এই চিঠিতে বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা কমে আসার তথ্যকে সম্পূর্ন মিথ্যা, অতিরঞ্জন  ও একপেষে উল্লেখ করে তা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে লিখত দাবী জানিয়েছেন দেশটির বাংলাদেশী আমেরিকান নাগরিকরা।তারা বলছেন লবিস্ট দ্বারা প্রবাভিত হয়ে ইতিহাস বিকৃত করে পরিসংখ্যান বিহীন, বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন ওই কংগ্রেসম্যানরা। 

যুক্তরাষ্ট্রে বসবাসরত ১৯২ বাংলাদেশি তাদের দেয়া বিবৃতিতে বলের- ২০০১ সালের অক্টোবরে জাতীয় নির্বাচনে জেতা পর বিএনপি জামায়াতের লোকজন বাংলাদেশি সংখ্যারঘুদের ওপর যে নির্যাতন চালায়, দেশান্তরে বাধ্য করে সেই তথ্য গোপন করেছেন কনগ্রেসম্যানরা।বাংলাদেশের হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় নেতারাও কনগ্রেসম্যানদের বক্তব্য প্রত্যাখ্যান করেছে জানিয়ে বিবৃতিদাতারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রানা দাশগুপ্তকে উদ্ধৃত করে বলছেন- একটি সুবিধাবিদী গোষ্ঠি ২০২৪ সালের নির্বাচন জেতার জন্য মার্কিন আইন প্রণেতাদের ভুল বুঝিয়েছে। খ্রিস্টান ধর্মগুরু প্যাট্রিক ডি রোজারিও কনগ্রেসম্যানদের বক্তব্যের সঙ্গে একমত নন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।  জো বাইডেনের দৃষ্টি আকর্ষণ করে পাঠানো বিবৃতিতে তারা বাংলাদেশের জন শুমারির তথ্য অনুযায়ী সংখ্যালঘু ধর্মাবলম্বীদের তালিকা তুলে ধরেন। সে অনুযায়ী- ২০২১ -২২ জন শুমারি অনুযায়ী হিন্দু জনগোষ্ঠি ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে, যেটা ১৯৯১ সালের পর এখন পর্যন্ত সবোর্চ্চ।

এছাড়া ১৯৬১ সালের পর থেকে সব জনশুমারিতেই হিন্দু জনগোষ্ঠির সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা বলা হয় বিবৃতিতে। ফলে শেখ হাসিনা সরকারের সময় হিন্দু জনগোষ্ঠির সংখ্যা কমে যাওয়া মোটেই ঠিক নয় বলে দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরা। তবে তারা বলেন, ভারত ভাগের পর থেকেই হিন্দু জনগোষ্ঠির সংখ্যা কিছুটা কমেছে। এটির কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থার উদ্যোগ না নিয়ে এ ধরণের ঢালাও মন্তব্য সংখ্যালঘু মানুোষর দুর্দশা বাড়াবে বলে মনে করেন তারা।

২০০১ সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অবর্ননীয় নির্যাতন হয়। তাদের বাড়িঘরে আগুন দেয়া, বাস্তুচ্যুত করার মতো ঘটনা ঘটে।২০১৩ সালে হেফাজতে ইসলামের কর্মীরা গণমাধ্যমকর্মীকে নির্যাতন করে। ২০১৬ সালের তাদের মদদে হলিআর্টিসান রেস্তোঁরায় হামলার ঘটনা ঘটে। হেফাতজসহ অন্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠি হিন্দুদের ওপর নানা নির্যাতন করার চেষ্টা করে। বিবৃতিদাতারা বলেন এসব থেকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার জন্য বাংলাদেশের মানুষ কাজ করে আসছে।কাজেই কনগ্রেসম্যানরা যেন তাদের একপেশে এবং পক্ষপাতমূলক অসত্য বিবৃতি প্রত্যাহার করেন সে ব্যাপারে অনুরোধ করেন তারা। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যই এই বক্তব্য প্রত্যাহার করা একান্ত প্রয়োজন বলে মনে করেন তারা।

এমএসএম / এমএসএম

জেদ্দায় উদ্বোধন হলো ৩য় সৌদি ফ্যাশন এন্ড টেক্স এক্সপো

কাতার মাইজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কাতারে লক্ষ্মীপুর জেলা সমিতি উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে

সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রথমবারের মতো সৌদিতে একক "মেইড ইন বাংলাদেশ " এক্সপো মেলা ডিসেম্বরে

বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত স্মারকলিপি প্রদান

মরহুম হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

কাতার যুবদলের সাথে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মতবিনিময়

কাতারে ইসলামী আন্দোলনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন

পূর্বের কমিটি নিয়ে অসন্তোষ, শরিয়তপুর সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত