পার্বত্য ৩ জেলার ইটভাটা বন্ধে এইচআরপিবি’র পক্ষে লিগ্যাল নোটিশ

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির জেলার ৩ জেলা প্রসাশকগণকে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এইচআরপিবি এর পক্ষে সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ কর্তৃক লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন ইটভাটা মালিকরা রীট পিটিশন দায়ের করলে শুনানী শেষে মহামান্য হাইকোর্ট বিভাগ ১৬ ফেব্রুয়ারী ২০২৩ রীট পিটিশন খারিজ করে দেন। পরবর্তীতে ইটভাটা মালিকগণ আপিল বিভাগে ২টি আপিল দায়ের করলে মাহামান্য আদালত আপিল নিস্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে স্থিতিবস্থা ভ্যাকেট করেন।
উপরোক্ত আপিলদ্বয়ের স্থিতিবস্থা ভ্যাকেট হওয়া স্বত্ত্বেও ইটভাটা মালিকেরা প্রশাসনের সামনে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু অবৈধ ইটভাটা বন্ধে মহামান্য আদালতের নিদের্শনা থাকার পরও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে কারনে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ধ্বংশ হচ্ছে। অন্যদিকে এইচআরপিবি এর করা জনস্বার্থের মামলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ রয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি এক নির্দেশনায় সকল জেলা প্রশাসকদের অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিদের্শ দিয়েছেন।
সে বিবেচনায় পার্বত্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটির অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে জেলা প্রসাশক (১) মোহাম্মদ মিজানুর রহমান (রাঙ্গামাটি), (২) মো: শহিদুজ্জামান (খাগড়াছড়ি) এবং (৩) মিসেস ইয়াসমিন পারভিন তিবরীজী (বান্দরবান) কে ৭২ ঘণ্টার মধ্যে নিজ নিজ জেলায় ইট ভাটার কার্যক্রম বন্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য এইচআরপিবি এর প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন। ১৯ জুন ২০২৩ ডাকযোগে এ নোটিশ প্রেরন করা হয়।
লিগ্যাল নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। নতুন সরকারি চাকুরি আইন ২০১৮ অনুসারে অসাদাচারন এর দায়ে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে আদালতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
পরিবেশবাদীরা অভিযোগ করে বলেন, পার্বত্যাঞ্চলের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে ফসলী জমি উর্বর মাটি কেটে নিয়ে এবং কচিকাচা গাছ কেটে অবৈধ ইটভাটা নিয়ে যাচ্ছে ইট তৈরি ও ইটপোড়ানোর কাজে জ¦ালানি হিসাবে ব্যবহার করার জন্য। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই প্রকাশ্যে দিনের বেলা একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ কাজ করে যাচ্ছে একটি দুষ্টচক্র মহল।
এতে করে সড়কের ক্ষতিসাধন হচ্ছে অন্যদিকে পরিবেশ বিপর্যয়ের দিকে ধাপিত হচ্ছে। দেশের সব জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রীপরিষদ সচিব ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বৈধ কিংবা অবৈধ ইটভাটার জ্বালানি হিসাবে কাঠের ব্যবহারও বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
স্থানীদের মতে, আইন অনুসারে লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যায় না। অথচ দেশের বিভিন্ন জেলায় অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে। অবৈধ এসব ইটভাটা বন্ধসহ এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করা হলে আদালত রুলসহ ঐ আদেশ দেন।
আদেশ অমান্য করে অনেকে ইটভাটায় অবৈধ ভাবে কাঠ কেটে ইটের ভাটায় মজুদ করছে এছাড়াও ফসলী জমি থেকে মাটি কেটে এনে ইট তৈরি করছে। এই বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে কচি কাচা গাছ নিধন হবে এবং ফসলী জমি উর্বর মাটি নিয়ে যাওয়া ফসল উৎপাদনে ব্যঘাত ঘটবে।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
