ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

১ টি ব্রিজের অভাবে ৪ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৪:২৩

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ১ টি বিজ্রের অভাবে বিচ্ছিন্ন হয়ে আছে ৪ গ্রামের মানুষ। খাল পার হতে গিয়ে এ পর্যন্ত ডুবে মারা যায় ৪ জন শিশু, ব্যাহত হচ্ছে কোমল মতি শিশুদের  শিক্ষা কার্যক্রম, রপ্তানি করতে না পারায় কৃষকরা পাচ্ছেনা ফসলের নায্য দাম ভোগান্তিতে ৪ গ্রামের মানুষ।

২০ জুন (মঙ্গলবার)  দুপুর ২ টায় চর পানা উল্যাহ গ্রামের গোপাল খালের মধ্যে দাঁড়িয়ে  ব্রিজের দাবীতে মানববন্ধন করে করেছে শতশত  ভুক্তোভোগী নারী পুরুষ এলাকাবাসী ও জনসাধরণ। বক্তারা বলেন, ৭ নং ওয়ার্ড চর পানাউল্যাহ গ্রামে অবস্থিত বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল সড়কের ও দিয়ে গোপাল খাল প্রকাশ ভুলুয়া  খালের দুপাশে  উত্তর বাগ্যা, দক্ষিন বাগ্যা, চর কলাকপা, চর রমিজ গ্রাম রয়েছে দীর্ঘ ৫০ বছর ধরে কোন ব্রিজ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ৪ গ্রামের মানুষদের,  জীবনের ঝুকি নিয়ে খাল পার হতে হয় তাদের, একাধিকবার বাঁশের সাঁকো করা হলেও তা কিছুদিন পর আবার ভেঙ্গে যায়, খাল পারাপার হতে গিয়ে এ পর্যন্ত মারা গেছে ৪ জনের অধিক শিশু কিশোর।

ব্রিজ না থাকায় কৃষকরা পড়ছেন বিপাকে রবি শষ্য অন্যত্র নিতে না পেরে বাধ্য হয়েও অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হয় কম মূল্যে।  এছাড়া দুপারে ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ব্রিজ না থাকায় শিশু কিশোররা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হন, আতংকে থাকে পরিবারের সদস্যরা।বক্তারা অতি দ্রুত চর পানা উল্যাহ গ্রামের গোপাল খালে একটি ব্রিজের জন্য সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার,  নোয়াখালী এলজিডি অফিসসহ এমপি,  মন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।

মনববন্ধনে বক্তব্য রাখেন, ডাক্তার আলতাপ, স্থানীয় ব্যবসায়ী শেখ ফরিদ, ছাত্রলীগ নেতা তানভির হোসেন সোহেল, জেসমিন আক্তার, শিল্পী আক্তার প্রমূখ।এসময় মানববন্ধকারি গোপাল খালে একটি  ব্রিজ চাই ব্রিজ, চাই বলে স্লোগান দিতে থাকে।

১ নং চর জব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়ত করে, ব্রিজের অভাবে এলাকাটি অবহেলিত হয়ে আছে তিনি ব্রিজটি নির্মাণের দাবী জানিয়ে সুবর্ণচর উপজেলার সংশ্লিষ্ঠ কর্মকর্তা এবং নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর,  নোয়াখালী ৪ সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের হস্তক্ষেপ কামনা করে দ্রুত ব্রিজটি নির্মাণ করা জন্য জোর দাবী জানান।

সুবর্ণচর উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহজালাল বলেন, ব্রিজের জন্য আমরা জায়গাটি পরিদর্শন করেছি, ব্রিজটি ৬০ মিটার,  এমপি সাহেবের ডিও লেটার দিয়ে আমরা আবেদন করে রেখেছি একটু সময় লাগলেও ব্রিজটি নির্মাণ হবে। 

এমএসএম / এমএসএম

পটুয়াখালীতে বিজয় দশমীর শেষ মুহূর্তে চলছে প্রতিমা বিসর্জনের আয়োজন

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ

ঘোড়াঘাটে দিন দিন বেড়েই চলছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

আত্রাইয়ে বিএনপি'র বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

বাল্যবিয়ে করতে এসে কারাগারে গেলেন বর

কোনাবাড়ীতে ২ মাদককারবারী গ্রেফতার

তালায় ক্যান্সারযোদ্ধা মেধাবী কলেজ ছাত্র মেহেদী হাসান বাঁচতে চাই

চার দিন পর পুনরায় চালু হলো সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ি

মোহনগঞ্জে দুর্গাপূজায় বখাটেদের হামলায় আহত ৮

চৌগাছার ভারত সীমান্ত কুলিয়া বাওড় থেকে কঙ্কাল উদ্ধার

বিজয়া দশমীতে রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের তিলক প্রদান

গহীন পাহাড় থেকে ২১ জনকে উদ্ধার

পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে আলহাজ্ব আবু সুফিয়ান