ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিএনপির সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ৩:৫২

খাগড়াছড়িতে পুলিশের তিন দফা ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসময় পুলিশে সাথে দফায় দফায় হাতাহাতি, ধস্তাধস্তি ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

বুধবার (২১ জুন) দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শহরের মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ভাঙ্গাব্রিজ এলাকায় পৌছলে প্রথম পুলিশের বাঁধার মুখে পড়ে। পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে ভেঙ্গে নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে অগ্রসর হলে আরো দুই দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা মিছিলে বাঁধার দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকের মতো সামনের কোন কর্মসূচিতে পুলিশের বাধা মানা হবে না।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, দপ্তর সম্পাদক মারিয়ম আক্তার মনি, সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ১৯ জুন একটি বেসরকারি টেলিভিশনে টক-শো অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ আওয়ামী লীগের মনিরুজ্জামান মনি’র মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ নিয়ে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিযয়া দেখা দেয়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন