খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিএনপির সমাবেশ
খাগড়াছড়িতে পুলিশের তিন দফা ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসময় পুলিশে সাথে দফায় দফায় হাতাহাতি, ধস্তাধস্তি ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।
বুধবার (২১ জুন) দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
শহরের মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ভাঙ্গাব্রিজ এলাকায় পৌছলে প্রথম পুলিশের বাঁধার মুখে পড়ে। পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে ভেঙ্গে নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে অগ্রসর হলে আরো দুই দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা মিছিলে বাঁধার দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকের মতো সামনের কোন কর্মসূচিতে পুলিশের বাধা মানা হবে না।
প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, দপ্তর সম্পাদক মারিয়ম আক্তার মনি, সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, গত ১৯ জুন একটি বেসরকারি টেলিভিশনে টক-শো অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ আওয়ামী লীগের মনিরুজ্জামান মনি’র মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ নিয়ে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিযয়া দেখা দেয়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে