ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

খাগড়াছড়িতে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বিএনপির সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২১-৬-২০২৩ দুপুর ৩:৫২

খাগড়াছড়িতে পুলিশের তিন দফা ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসময় পুলিশে সাথে দফায় দফায় হাতাহাতি, ধস্তাধস্তি ও ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

বুধবার (২১ জুন) দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শহরের মিল্লাত চত্বর থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ভাঙ্গাব্রিজ এলাকায় পৌছলে প্রথম পুলিশের বাঁধার মুখে পড়ে। পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেডে ভেঙ্গে নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে অগ্রসর হলে আরো দুই দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা মিছিলে বাঁধার দেওয়া ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজকের মতো সামনের কোন কর্মসূচিতে পুলিশের বাধা মানা হবে না।

প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, দপ্তর সম্পাদক মারিয়ম আক্তার মনি, সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, গত ১৯ জুন একটি বেসরকারি টেলিভিশনে টক-শো অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ আওয়ামী লীগের মনিরুজ্জামান মনি’র মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ নিয়ে খাগড়াছড়িতে বিএনপির নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিযয়া দেখা দেয়।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত