ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৬-২০২৩ বিকাল ৬:১
চুয়াডাঙ্গায় দামুড়হুদার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে মোটা অংকের টাকার বিনিময়ে চারটি পদে নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু চারটি পদে মোটা অংকের টাকা উৎকোচ করেছেন মর্মে এলাকার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চক্রটি ৪৪ লাখ টাকার বিনিময়ে সাজানো পরীক্ষা দেখিয়ে পুনরায় চারটি পদে তাদের পছন্দ মত লোক নিয়োগের পাঁয়তারা করছে। আজ ২৪ শে জুন শনিবার দপুর  ১২:০০ টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি ( ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষার নামে সাজানো নাটক অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিয়োগ বাণিজ্য বন্ধ করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন!  ভুক্তভোগী মহলের এমনটাই প্রত্যাশা। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু যোগসাজশ করে সম্প্রতি চারটি প্রার্থীর সাথে গোপনে ৪৪ লাখ টাকার সমঝোতা করেন। টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ পেতে চারজনের নাম ইতিমধ্যেই এলাকার সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে এবং জাতীয় ও স্থানীয়( আঞ্চলিক) একাধিক পত্রিকায় এই চার জনের নামে এর আগে সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় পত্রিকাদের মোটা অংকের টাকায় ম্যানেজ করে পুনরায় আবার নিয়োগের পায়তারা চলছে।  এ ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ভুক্ত ভোগীরা যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জোর দাবি তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যক্তি বলেছেন প্রধান শিক্ষক পদে বিষ্ণুপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মনসুর আলীর কাছে ৫ লক্ষ টাকা, সহকারি প্রধান শিক্ষক পদে গোবিন্দহুদা গ্রামের মৃত খোকা মল্লিকের ছেলে অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইকবাল হোসেন(৪২) কাছে ১০ লক্ষ টাকা, অফিস সহকারী কাম- হিসাব সহকারী পদে নাপিতখালী গ্রামের আনসার আলীর ছেলে ফিরোজ আহমেদ(২৩) কাছে ১৬ লক্ষ টাকা, পরিছন্নতা কর্মী পদে গোবিন্দহুদা গ্রামের মৃত মনোহর বিশ্বাসের ছেলে সোহেল(২৮) কাছে ১৩ লক্ষ টাকা গ্রহণ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর চারটি পদে অন্তত ১৮ জনের আবেদনপত্র জমা পড়ে। যার মধ্যে প্রধান শিক্ষক পদে ১ জন, সহকারী প্রধান শিক্ষক পদে ৩ জন, অফিস সহকারী কাম- হিসাব সহকারী পদে ৭ জন, পরিছন্নতা কর্মী পদে ৭ জনের দরখাস্ত জমা পড়ে। এ ব্যাপারে গত ১২-ই এপ্রিল চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকা ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক সকালের সময় ও অনলাইন ভার্সনে এ মর্মে রিপোর্ট প্রকাশিত হলে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক  মহসিন আলী স্বপ্রণাদিত বাদী হয়ে জজ কোর্টের অ্যাডভোকেট  আবু তালেবের মাধ্যমে জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর নিয়োগ পরীক্ষা বন্ধ ও সচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দানের জন্য লিগাল নোটিশ প্রেরণ করেন। এ ব্যাপারে জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু বলেন দুর্নীতির মাধ্যমে নিয়োগ দানের ব্যাপারে  কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলা  শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন,  এ ব্যাপারে শিক্ষা আইসিটি ও ডিজি প্রতিনিধি ব্যবস্থা গ্রহণ করবে এবং উনারা যদি ইচ্ছা করেন ঐ চার জনকে বাদ দিয়ে পরীক্ষা নিতে পারে। এ ব্যাপারে ডিজি প্রতিনিধি ভি. জে. সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ বিলাল হোসেন বলেন আমার কর্তব্য হলো উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নিয়োগ বোর্ড বসানো ও পরিচালনা করা এবং এ ব্যাপারে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে নিয়োগ পরীক্ষা বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় সে হিসাবে  আমি বন্ধ করতে পারি । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন এর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন আমার কোন মন্তব্য নেই । চিৎলা গোবিন্দহুদা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান বলেন এসব প্রশ্নবিদ্ধ নিয়োগ বন্ধ করতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম আবেদনকারী ১৮ জনকে তার অফিস সহায়ক রনির মাধ্যমে নিয়োগ পরীক্ষার মাত্র একদিন আগে পরীক্ষার প্রবেশপত্র প্রেরণ করেন  । এবং এ ব্যাপারে গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী