ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মেসি যেমন ভেবেছিলেন তেমন ছিল না প্যারিস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:৪

পিএসজির সঙ্গে লিওনেল মেসির শুরুটা আর শেষটা একেবারে মেলেনি। এই দুই অংশ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ, যেটা মেসিও টের পেয়েছেন ভালোভাবে। সে জন্য আর প্যারিসে থাকার ইচ্ছা জাগেনি তাঁর। তবে শেষদিকে মেসিকে যেভাবে দুয়ো শুনতে হয়েছিল, তাতে অনেকেই এর বিরুদ্ধে আঙুল তোলেন। খেলাধুলাবিষয়ক ফরাসি চ্যানেল আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির সামনেও ছুড়ে দেওয়া হয় সেই প্রশ্ন। উত্তরে মেসি অনেকটা এভাবে জানিয়ে দেন, সেটা তাদের ব্যাপার।
মেসির কাছে ইতিবাচক দিকগুলো স্পেশাল, মনে রাখার মতো। আর নেতিবাচক দিকগুলো ভুলে যাওয়ার। তাঁর কথায় যেন তেমনটাই ফুটে উঠেছে, ‘দেখুন প্রথম দিকের সময়গুলো দারুণ ছিল। তারা আমাকে অনেক বেশি উৎসাহ জুগিয়েছিল, কিন্তু একটা সময় এসে অনেকেই এই আচরণটা (দুয়োধ্বনি) শুরু করে। তবে আমি বলব, তখনও সিংহভাগ দর্শক ছিল ভিন্ন পথে। তারা আমার থেকে ভালো কিছুর আশা করত। আসলে এটা আমার মনে রাখার কিছু নয়। একই কাজটা কিন্তু কিলিয়ান ও নেইমারের সঙ্গেও হয়েছে। এটা তাদের পদ্ধতি, তারা যা করে খুশি থাকে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমার কাছে সেই স্মৃতিগুলো বেশ মনে পড়ছে, যারা আমার পাশে সর্বদা ছিল।’
মূলত বার্সা ছেড়ে মেসির প্যারিসে যাওয়ার কারণ সেখানে তাঁর অনেক চেনাজানা খেলোয়াড় ছিল। স্বদেশি সতীর্থদেরও পেয়েছিলেন। কোচ ছিলেন তখন আর্জেন্টিনার পচেত্তিনো। এর পর নেইমারের সঙ্গে বন্ধুত্বটাও ছিল চমৎকার। যেমনটা বলেছেন মেসিও, ‘এই ক্লাবটিকে পছন্দ করি বলেই তো প্যারিসে গিয়েছিলাম। তা ছাড়া সেখানে আমার অনেক বন্ধু ছিল, যাদের ড্রেসিংরুমে একসঙ্গে পাওয়া যেত।’
তবে এটাও ঠিক, বার্সায় যেমন মনমতো বছরের পর বছর কাটিয়ে দিতে পেরেছেন মেসি, প্যারিসে সেটা হয়নি। যদিও তিনি ভেবেছিলেন এতটা চ্যালেঞ্জিং হবে না। সহজেই সেই পরিবেশটা মানিয়ে নিতে পারবেন। কিন্তু যা ভেবেছিলেন, তার চেয়েও কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল মেসিকে, ‘এটা সত্য, সেখানে মানিয়ে নিতে আমার অনেক কষ্ট হয়েছে। যেটা আমি ভেবেছিলাম, তার থেকেও কঠিন। আমাকে অনেক নতুনের সঙ্গে পরিচিত হতে হয়। নতুন শহর, যেখানে আমার পরিবারের জন্য মানিয়ে নেওয়া কঠিন হয়ে যায় ... এককথায় খুবই জটিল সময় পার করতে হয়েছে আমাদের।’
গত জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর বার্সাতেই ফিরতে চেয়েছিলেন মেসি। কিন্তু কাতালানরা তাঁকে নিবন্ধন করানোর নিশ্চয়তা দিতে পারেনি। এমনকি লিখিত কোনো প্রস্তাবও পাঠায়নি। শেষ পর্যন্ত বেছে নেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে। নতুন মৌসুমে মেসিকে দেখা যাবে সেই ক্লাবের জার্সি গায়ে। সেখানেই হয়তো ক্যারিয়ারের শেষ অংশটা পার করতে চাইছেন এই আর্জেন্টাইন।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা