ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ডিআরএস ছাড়া আইসিসি টুর্নামেন্ট!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:৬

৮৭ রানের জুটি গড়ে খেলা জমিয়ে তুলেছিলেন সিকান্দার রাজা ও রায়ান বার্ল। কিন্তু আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তে ভেঙে যায় দারুণ ছন্দে থাকা জিম্বাবুয়ের পঞ্চম উইকেট জুটি। গ্রুপ পর্বের না হয়ে যদি এটি সুপার সিক্সের ম্যাচ হতো, তাহলে এই এক সিদ্ধান্তে জিম্বাবুয়ের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যেতে পারত। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিম্বাবুয়ে জিতেছে। আম্পায়ারের এ ভুল সংশোধনের জন্য প্রয়োজন ছিল ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম)। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে ডিআরএস থাকে। সেখানে আইসিসির একটি টুর্নামেন্ট, যেখানে বিশ্বকাপের টিকিট পাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তাতে নেই ডিআরএস!

মাঠের বাইরেও চরম অব্যবস্থাপনার নজির রেখেছে এই আসর। জিম্বাবুয়ে গিয়েই এ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট লঙ্কান ক্রিকেটারদের হোটেলে রুম পেতে ঝামেলা পোহাতে হয়েছে। বিষয়টি এমন অমানবিক পর্যায়ে চলে গিয়েছিল যে, দীর্ঘ ভ্রমণে ক্লান্ত-অবসন্ন লঙ্কান ক্রিকেটাররা হোটেলের রিসেপশন ও লবিতে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে মেঝেতে প্রায় চার-পাঁচ ঘণ্টা লাগেজে মাথা দিয়ে শুয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়ার পর আয়োজকদের ভালোই সমালোচনা হয়েছিল। এ কারণে লঙ্কানরা এক দিন অনুশীলনও করতে পারেনি।

তবে গতকাল মাঠে যেটা হয়েছে, প্রযুক্তির এ দাপটের সময়ে সেটা মোটেও কাম্য নয়। হারারে স্পোর্টস ক্লাব মাঠে রাজা-বার্ল জুটির দু’জনই হাফ সেঞ্চুরি করে পুরো ছন্দে যখন ব্যাট করছিলেন, তখনই আসে ওই সিদ্ধান্ত! এর প্রভাব জিম্বাবুয়ের বাকি ব্যাটারদের ওপরও পড়ে। যার ফলশ্রুতিতে ২৬৮ রানে গুটিয়ে যায় তারা। বাঁহাতি স্পিনার আকিল হোসেনের যে বলে রায়ান বার্ল এলবি হয়েছেন, সেটা লেগস্টাম্পের বেশ কয়েক ইঞ্চি বাইরে পিচ করা হয়েছিল। সবাইকে অবাক করে দিয়ে তাতেই আঙুল তুলে দেন আম্পায়ার। অথচ আকিলের আগের ওভারেই জোরালো একটি আবেদনে আম্পায়ার সাড়া দেননি। এমন ভুল হতেই পারে। সে ভুল সংশোধনের জন্যই তো ডিআরএস।

সে যাই হোক, গতকালের ৩৫ রানের জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে নেদারল্যান্ডস ও উইন্ডিজ। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে দ্বিতীয় ডাচরা। ‘বি’ গ্রুপে দুই ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে লঙ্কানরা, দুইয়ে স্কটিশরা। দুই ম্যাচ জিতেছে ওমানও। তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। এই গ্রুপে হতাশ করেছে আয়ারল্যান্ড। স্কটল্যান্ড ও ওমানের কাছে হেরেছে টেস্ট মর্যাদা পাওয়া দেশটি। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে যাবে। সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা