বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটি সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের নবাগত স্কুল ম্যানেজিং কমিটি ১ম সভা অনুষ্ঠিত হয়। ২৪ জুন শনিবার বিকাল ২ঃ৩০ মিনিটে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমে স্কুল ম্যানেজিং কার্য্য নির্বাহী সদস্যদের নিয়ে এক জরুরী সভায় আয়োজন করা হয়েছে। এসময় স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি উঃ খেমাচারা ভিক্ষু। লঞ্চলনায় প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী স্কুল ম্যানেজিং কমিটি সদস্য মধ্যে চাইথোয়াইমং মারমা মোঃশামসুল আহমেদ কোয়াইথুই মারমা চাইথোয়াইমং মারমা, ম্যামাচিং মারমা অজিত কর সহ শিক্ষক মোঃ রফিক সুইচিংমা চৌধুরী.অফিসসহকারী পন্ডিত প্রমূখ। সভাপতি উঃ খেমাচারা ভিক্ষু জানান,স্কুল ম্যানেজিং কায্যনিবাহী সদস্যদের শুভেচ্ছা জানাচ্ছি। স্কুল আয়ের উৎস বাড়িয়ে ঠিক সময়ে ঁ,স্কুলের সকল উন্নয়নের কাঠামো ব্যয় ব্যবহার করা হবে ও মানসম্মত শি ক্ষা ধারাবাহিক বৃদ্ধি এগিয়ে উন্নয়ন দিকে যাবে। আগামী সুন্দর পরিবেশে বজায় রেখে ডিজিটাল বাংলাদেশ উন্নয়ন গড়ে উঠুক। উল্লেখ্য কমিটি নির্বাহী সদস্য সদস্যরা সভাতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম