মিরসরাইয়ে প্রবাসীর স্ত্রী নির্যাতন, অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিরসরাইয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গৃহবধুকে নির্যাতন, তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগি জান্নাতুল ফেরদৌস তার পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৫ জুন) সকালে উপজেলার একটি রেস্তরায় উক্ত সংবাদ সংম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন তার বড় ভাই শাহাদাৎ হোসেন, বাবা নুরুল আপছার ও তার দুই শিশু কন্যা। জান্নাতুল ফেরদৌস লিখিত অভিযোগ পাঠ করে বলেন, আমার স্বামী মাহতাব উদ্দিন একজন প্রবাসী। সে প্রবাসে থাকার সুবাধে তার বড় দুই ভাই, ভাসুরের ছেলে এবং জায়েরা মিলে পারিবারিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে গালিগালাজ, বাড়ী থেকে উচ্চেদ এবং মারধরের হুমকি দিতো। গত ৪ঠা জুন রাত অনুমান সাড়ে ১১ টার সময় পারিবারিক বিষয় নিয়ে আমাকে গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে তারা ঘরে প্রবেশ করে আমাকে মারধর করে হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। তাদের মারধরের আঘাতে আমি রক্তাক্ত যখম হই। আমার শরীরের বিভিন্নস্থানে কেটে যায় ও নীলা ফুলা যখম হয়। পরে বাড়ীর মানুষ এবং প্রতিবেশীদের সহযোগিতায় আমি স্থানীয় ইউপি সদস্যকে অবগত করে আমার বাবা-মায়ের সাথে চিকিৎসার জন্য হাসপাতালে যাই। পরে আমি বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। সম্প্রতি তারা এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করাচ্ছে। আমি ও আমার বাবা এবং ভাইয়ের নামে মিথ্যা মামলা দায়ের করে আমাদেরকে হয়রানি করছে। আমি আপনাদের লেখনির মাধ্যমে আইনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি। এ বিষয়ে অভিযুক্ত তাইফ উদ্দিন বলেন, আমি বা আমার পরিবারের কেউ এই ঘটনার সাথে জড়িত নই। বরং সে ঘটনার সময় আমাদের ঘরের পেছনে এসে পারিবারিক কতোপকোথন মোবাইলে রেকর্ড করার সময় ধরা পড়ার ভয়ে পালিযে যাওয়ার সময় আহত হয়। উল্টো আমাদের নামে মিথ্যা কথা ছড়াচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
