রাতের আঁধারে জমির অপরিপক্ক মেস্তা পাট কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিজের জমিতে রোপণকৃত মেস্তা পাট রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আরশীনগর ইউনিয়নের চর মহিষ খালি মৃধা কান্দি গ্রামের ৩নং ওয়ার্ডে। এ বিষয়ে ভুক্তভোগী হাসান বিন মোস্তফা প্রতিকার চেয়ে সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থায়ী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর মহিষ খালি মৃধা কান্দি গ্রামের হাসান বিন মোস্তফা পিতার ক্রয়কৃত ৬৪ শতাংশ জমি যা ৩৫ বছর পূর্ব থেকে ভোগদখল ও চাষাবাদ করছেন। যার বিআরএস দাগ ৪৫২৮। রাজনৈতিক ও পারিবারিক কলহের জেরে দুর্বৃত্তরা ওই জমির প্রথমে রাতের আঁধারে আধাপাকা গম কেটে নিয়ে যায়, পুনরায় চাষ করে মেস্তা পাট বপন করলে গত ১৯ জুন আবার রাতে আঁধারে অপরিপক্ক পাট কেটে নিয়ে যায়। পাটের আনুমানিক বাজার মূল্য তার প্রায় এক লক্ষ বার হাজার টাকার অধিক।
এ ব্যাপারে হাসান বিন মোস্তফা বলেন, তার পৈতিক সূত্রে ৬৪ শতাংশ জমি যা ৩৫ বছর পূর্ব থেকে তার বাবা ভোগদখল ও চাষাবাদ করে আসছে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে এই জমি চাষ করে। রবি মৌসুমে গম ও খরিপ ১ মৌসুমে মেস্তা পাট বপন করি। পূর্বের মত আবারও গত ১৯ জুন সাজাহান মাদবর এর ছেলে মহিউদ্দিন মাদবর, মহন মাদরব। আহম্মদ উল্ল্যাহ মাদবরের ছেলে সাহিদ মাদবর, আবু বক্কর মাদবর, ইসমাইল মাদবর। অগ্যাতনামা ১৫-১৬ জন রাতের আঁধারে অপরিপক্ক পাট কেটে নিয়ে যান। পাটের আনুমানিক বাজার মূল্য তার প্রায় এক লক্ষ বার হাজার টাকার অধিক। তাছাড়া জোরপূর্বক জমি দখলের পায়তারা করছে এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে স্বাভাবিক ভাবে জীবনযাপন ব্যাহত করছে। আমি এই প্রতিহিংসার আগ্রাসী মনোভাব থেকে পরিত্রান চাই। আমার গম পাট উদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি পানি সম্পদ উপমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা অনুষ্ঠান
দাউদকান্দিতে মৎস প্রকল্পে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চাঁদাদাবি ও হামলার অভিযোগ
কুমিল্লা-৬ হাজী ইয়াছিনের মনোনয়নের দাবীতে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ
পলাশবাড়ীতে মহিলা বিষয়ক কর্মকর্তা- চেয়ারম্যান দ্বন্দ্বে ভিডাব্লিউবি'র ২৬৬ উপকারভোগী চালবঞ্চিত
ঘোড়াঘাটে বেওয়ারিশ কুকুরের উপদ্রুপ বৃদ্ধি আতংকে পথচারী
চাঁদপুরের তিন উপজেলার পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
সাভারের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সিআরপি হাসপাতাল পরিদর্শন
কৃষকের কল্যাণেই গবেষণা হোক : স্বরাষ্ট্র উপদেষ্টা
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের একই পরিবারের ৫ জন নিহত
দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল
বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ
দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন