রাতের আঁধারে জমির অপরিপক্ক মেস্তা পাট কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিজের জমিতে রোপণকৃত মেস্তা পাট রাতের আঁধারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার আরশীনগর ইউনিয়নের চর মহিষ খালি মৃধা কান্দি গ্রামের ৩নং ওয়ার্ডে। এ বিষয়ে ভুক্তভোগী হাসান বিন মোস্তফা প্রতিকার চেয়ে সখিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থায়ী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর মহিষ খালি মৃধা কান্দি গ্রামের হাসান বিন মোস্তফা পিতার ক্রয়কৃত ৬৪ শতাংশ জমি যা ৩৫ বছর পূর্ব থেকে ভোগদখল ও চাষাবাদ করছেন। যার বিআরএস দাগ ৪৫২৮। রাজনৈতিক ও পারিবারিক কলহের জেরে দুর্বৃত্তরা ওই জমির প্রথমে রাতের আঁধারে আধাপাকা গম কেটে নিয়ে যায়, পুনরায় চাষ করে মেস্তা পাট বপন করলে গত ১৯ জুন আবার রাতে আঁধারে অপরিপক্ক পাট কেটে নিয়ে যায়। পাটের আনুমানিক বাজার মূল্য তার প্রায় এক লক্ষ বার হাজার টাকার অধিক।
এ ব্যাপারে হাসান বিন মোস্তফা বলেন, তার পৈতিক সূত্রে ৬৪ শতাংশ জমি যা ৩৫ বছর পূর্ব থেকে তার বাবা ভোগদখল ও চাষাবাদ করে আসছে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে এই জমি চাষ করে। রবি মৌসুমে গম ও খরিপ ১ মৌসুমে মেস্তা পাট বপন করি। পূর্বের মত আবারও গত ১৯ জুন সাজাহান মাদবর এর ছেলে মহিউদ্দিন মাদবর, মহন মাদরব। আহম্মদ উল্ল্যাহ মাদবরের ছেলে সাহিদ মাদবর, আবু বক্কর মাদবর, ইসমাইল মাদবর। অগ্যাতনামা ১৫-১৬ জন রাতের আঁধারে অপরিপক্ক পাট কেটে নিয়ে যান। পাটের আনুমানিক বাজার মূল্য তার প্রায় এক লক্ষ বার হাজার টাকার অধিক। তাছাড়া জোরপূর্বক জমি দখলের পায়তারা করছে এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে স্বাভাবিক ভাবে জীবনযাপন ব্যাহত করছে। আমি এই প্রতিহিংসার আগ্রাসী মনোভাব থেকে পরিত্রান চাই। আমার গম পাট উদ্ধারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি পানি সম্পদ উপমন্ত্রী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ব্যাপারে সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়