চট্টগ্রামে বৃষ্টি ভোগান্তিতে দর্শকরা
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পশ্চিম গ্যালারীর নির্ধারিত টিকেট মূল্য দুইশো টাকা। সর্বনিম্ন মূল্যের এই গ্যালারীতে ভোগান্তিও যেন সর্বোচ্চ। তীব্র রোদ চিরবন্ধু পূর্ব-পশ্চিম দুই গ্যালারীর দর্শকদের জন্য কিন্তু বৃষ্টি যেন অসহনীয়।
বুধবার (৫ জুলাই) বাংলাদেশ - আফগানিস্তানের প্রথম ওডিয়াইয়ে সাগরিকার আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। ম্যাচের পুরো সময়ে রোদ - বৃষ্টির দোলাচল ছিলো নিয়মিতই। প্রথম ইনিংসেই বাংলাদেশের ব্যাটিংকালে বৃষ্টির বাগরায় দুইবার মাঠ থেকে ওঠে আসতে হয় খেলোয়াড়দেরকে। দর্শকে অনেকটাই পূর্ণ ছিলো সর্বনিম্ন মূল্যের পশ্চিম গ্যালারী। কিন্তু প্রতিবার বৃষ্টি আসতেই ছিন্নভিন্ন হয়ে দৌড় শুরু করে দর্শকরা,অনেকেই হয়ে পড়েন কাক ভেজা। দ্বিতীয় সর্বনিম্ন মূল্যের পূর্ব গ্যালারি দ্বিতল বিশিষ্ট হওয়ায় দর্শকরা বৃষ্টি থেকে কিছুটা রক্ষা পেলেও পশ্চিম গ্যালারীর দর্শকরা ভিজেছেন প্রতিবার।
মাঠে গ্যালারি ছাউনি না থাকার কারণে এই ভোগান্তি বলেন ভোক্তাভুগিরা। কলেজ পড়ুয়া বিশাল বলেন, এটাতো ভোগান্তি, বিসিবির উচিৎ বিষয়টা দেখা।
বহদ্দারহাট থেকে আসা তৌফিক বলেন, বন্ধুরা মিলে খেলা দেখতে এসেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে খেলা দেখার আনন্দের চেয়ে ভোগান্তি বেশি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান মুঠোফোনে বলেন,
এটা জাতীয় ক্রীড়া পরিষদের দ্বায়িত্ব এবং লম্বা প্রক্রিয়া। জাতীয় ক্রীড়া পরিষদের বাজেটে পাশ হয়ে একনেক থেকে পাশ হয়ে আসতে হয়। তবে বিসিবি চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতি নিয়ে সংস্কারের কাজ করতে পারে।এর আগে ২০১১ সালে বিসিবি নিজস্ব অর্থায়নে বসার সিটগুলোর সংস্কার করেছিল। স্টেডিয়ামের অবকাঠামোর উন্নয়নে জেলা ক্রীড়া পরিষদকে অনেক আগে থেকেই অনেকবার চিঠি দেওয়া হয়েছে। তবে তারা বলেছে ফান্ডিংয়ের সমস্যার , এখন বলছে প্ল্যানিং করে ওখানে যাবে।
বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড বিসিবি। তারা চাইলেই পারেন স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখতে। এবং নিজেদের দ্বায়িত্ববোধ থেকেই সেটা করবেন বলে আশা ব্যক্ত করেন অনেক ভুক্তভুগী।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট
‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি
সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি
সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ
ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের
তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি
ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি
আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি