ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে উলামা-মাশায়েখ পরিষদ খুলনার বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ১:৩

সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে নগরীর ফেরীঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। শনিবার সকালে খুলনা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উলামা মাশায়েখ পরিষদ খুলনার নেতৃবৃন্দ বলেন, কুরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হƒদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হƒদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। নেতৃবৃন্দ আরও বলেন, সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং কুরআন পোড়ানোর সাথে জড়িতদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিষদের সভাপতি খুলনা মহানগরী সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সাইফুল্লাহ মানসুর প্রমূখ।

নেতৃবৃন্দ আরও বলেন, কুরআন অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি আমরা। নেতৃবৃন্দ বলেন, সুইডেনের স্বঘোষিত নাস্তিক সালওয়ানকে পবিত্র কুরআনে আগুন দেওয়ার ধৃষ্টতার দরুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে কঠোর চাপ প্রয়োগ করতে হবে। সমাবেশে উলামা-মাশায়েখ নেতৃবৃন্দ বলেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়।

 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন