সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে উলামা-মাশায়েখ পরিষদ খুলনার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে উলামা মাশায়েখ পরিষদ খুলনা মহানগরীর উদ্যোগে নগরীর ফেরীঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। শনিবার সকালে খুলনা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উলামা মাশায়েখ পরিষদ খুলনার নেতৃবৃন্দ বলেন, কুরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুইডেনে কুরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হƒদয় পোড়ানো হয়েছে। এ ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হƒদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। নেতৃবৃন্দ আরও বলেন, সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। অচিরেই সুইডেনের সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং কুরআন পোড়ানোর সাথে জড়িতদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিষদের সভাপতি খুলনা মহানগরী সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা সাইফুল্লাহ মানসুর প্রমূখ।
নেতৃবৃন্দ আরও বলেন, কুরআন অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। কেন এমন ঘটনা বারবার ঘটছে তা বের করে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি আমরা। নেতৃবৃন্দ বলেন, সুইডেনের স্বঘোষিত নাস্তিক সালওয়ানকে পবিত্র কুরআনে আগুন দেওয়ার ধৃষ্টতার দরুন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সুইডেন সরকারকে কঠোর চাপ প্রয়োগ করতে হবে। সমাবেশে উলামা-মাশায়েখ নেতৃবৃন্দ বলেন, গত ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি