ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন নাঃ সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশে কোন সাম্প্রদায়িক অসন্তুষ্টি নেই তবুও একটি পক্ষ আছে সবসময় ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। ধর্ম মানুষকে এই শিক্ষা দেয়না, তাই আর মানুষকে বিভ্রান্ত করবেন না।শনিবার (৮ জুলাই) আদিতমারী উপজেলায় বাংলাদেশ গীতা পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও লালমনিরহাট জেলা শাখার অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম সবসময় সহিষ্ণু শিক্ষা দেয়। প্রধানমন্ত্রীর বাংলাদেশে সকল ধর্মের লোকজন ধর্মীয় সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। তবুও একটি চক্র বারবার ধর্মীয় উষ্কানিতে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। এখন সকলেই সজাগ তাই আর ধর্ম নিয়ে বিভ্রান্তি চলবেনা।
আগামী নির্বাচনে বৈদেশিক কোন রাষ্ট্র যাতে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে খেয়াল রাখতে বলেছেন তিনি। আমেরিকা বিভিন্নভাবে আমাদেরকে চাপে ফেলতে চায়। যে দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা করেছিলো তবুও আমরা যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। এবারও সুষ্ঠু নেতৃত্বের ভোটে জনগণ আওয়ামীলীগ কে বেচে নিবে। কোন ষড়যন্ত্রই এতে টিকবেনা।
গীতা পরিষদ নিয়ে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি রেখেই সকল আয়োজনে আমার সাদুবাদ আছে। আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে আমরা সকলে মিলেমিশে চলতে পারি। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী বিজন কান্তি ধর, সাধারণ সম্পাদক, গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রী বিজয় চন্দ্র দাশ, সভাপতি, গীতা পরিষদ, কেন্দ্রীয় কমিটি। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রী প্রদীপ আচার্য্য, সভাপতি মন্ডলীর সদস্য, চট্টগ্রাম। এতে স্বাগত বক্তব্য রাখেন শ্রী জগন্নাথ ঘোষ, সিনিয়র সহসভাপতি, গীতা পরিষদ, লালমনিরহাট জেলা শাখা।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন গুনীজনদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়াও ছোট স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
গীতা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিদ্যানন্দ মোহন্তের সঞ্চালনায় ও গীতা পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, আদিতমারী পূজা উদযাপন পরিষদের সভাপতি এস নীলকমল রায়, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। আয়োজনে লালমনিরহাট জেলার গীতা পরিষদ, পূজা উদযাপন পরিষদ সহ হিন্দু ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু
নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের
বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক
রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা
সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা
বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা
Link Copied