খাগড়াছড়িতে “মানচিত্র” নাটক মঞ্চায়িত
খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি, শিল্প সংস্কৃতির আলো ছড়িয়ে দেবার লক্ষ্যে ও সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি খাগড়াছড়ির ব্যবস্থাপনায় নাট্যকার আনিস চৌধুরী রচিত ও আতিকুর রহমান সুজনের নির্দেশনায় মঞ্চায়িত হয়েছে চিরায়ত বাংলা নাটক “মানচিত্র”।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের মিলায়তনে এ মানচিত্র” মঞ্চনাটক প্রদর্শিত হয়।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলোৎপল খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কৃজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি; খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আরিফুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নাট্যপ্রেমীরা উপস্থিত থেকে মঞ্চনাটক উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, একটা জাতির অস্তিত্ব ধ্বংস করতে হলে আগে তাদের সংস্কৃতি ও ভাষাকে ধ্বংস করা হয়। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের সংস্কৃতিকে ধ্বংস হতে দেয়নি, ভাষাকে ধ্বংস হতে দেয়নি। বাঙালিদের সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রেখেছেন মুক্তিযুদ্ধের বিনিময়ে। সংস্কৃতি সমাজের অসাম্প্রদায়িক চেতনাকে জাগ্রত করে তোলে। সংস্কৃতি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান অংশ বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সংস্কৃতি হলো মূল্যবোধ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, নীতিমালা, প্রক্রিয়া এবং আচরণিক প্রথার অস্পষ্ট সমষ্টি, যা এক দল মানুষ ভাগ করে নেয় এবং সেই সমষ্টি দলের প্রত্যেক সদস্যের আচরণকে এবং তার নিকট অন্য সদস্যের আচরণের সংজ্ঞায়নকে প্রভাবিত করে থাকে।
খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাজিয়া বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪ জেলায় চিরায়ত বাংলা নাটকের শিরোনামে এই নাটক কার্যক্রম হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা খাগড়াছড়িতে এই মানচিত্র নাটকটি সফলভাবে মঞ্চায়ন করতে পেরেছি।
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়া বলেন, দীর্ঘ দেড় মাস চেষ্টায় নবীন ও প্রবীণ শিল্পীদের মাধ্যমে এই নাটকটি খুব সুন্দর ও সাবলীলভাবে মঞ্চায়িত হয়েছে। ভবিষ্যতে এই নাটকটি ঢাকায়ও মঞ্চায়ন করা হবে বলে জানান তিনি।
নাট্য নির্দেশক আতিকুর রহমান সুজন প্রতিবেদককে জানান, “মানচিত্র” চিরায়ত বাংলা নাটকটি দীর্ঘ প্রায় দেড় মাস কঠোর পরিশ্রমের ফলেই আমরা আজই প্রথমবারের মতো খাগড়াছড়িতে মঞ্চস্থ করেছি। এই নাটকে নতুন এবং পুরাতন অনেক মেধাবী ছেলে-মেয়েরা অভিনয় করেছেন। নাটকটি দ্বিতীয় ধাপে রাজধানী ঢাকা শিল্পকলা একাডেমিতেও মঞ্চায়ন হবে বলে জানান।
এমএসএম / এমএসএম
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার
সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান
কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার
বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা
টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড