স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে দ্বিতীয় স্ত্রী সবুজা বেগমকে নির্যাতন ও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার দায়ে স্বামী মোঃ নুর আলমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।
রবিবার (৯ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় দেন।
একই মামলায় আরও চারজনকে খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন সাজাপ্রাপ্ত আসামি নুর আলমের প্রথম স্ত্রী রোপিতা বেগম, শ্যালক মিন্টু ওরফে মিঠু,মোঃ বেলাল ওরফে বেল্লাল, শাশুড়ী মোছাঃ বেগম।
দণ্ড পাওয়া হাজতী আসামী মোঃ নুর আলম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার চর সিন্দুর্না এলাকার মৃত একাব্বর আলীর পুত্র।
বাদী ও আদালত সূত্রে জানা যায়, আসামি নুর আলম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওডালা শ্রীরামপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করত। সেখানে সবুজা বেগম ও তার পরিবারের সাথে পরিচয় হয় । নুর আলম পূর্ব স্ত্রী ও সন্তান কথা গোপন রেখে সবুজা বেগমকে বিয়ে সেখানেই সংসার শুরু করে। করোনাকালে নুর আলম সবুজা বেগমকে নিয়ে তার গ্রাম চর সিন্দুর্ণা সাকিনের বাড়ি ফিরে আসলে বাঁধে বিপত্তি। পরে নুরআলম সবুজার মা ও মামলার বাদী ছকিনা বেগমকে জানায় যে সে প্রথম স্ত্রীকে নিয়ে সংসার করবে। এর পূর্বে স্বামীর করা নির্যাতনের কথা সবুজা তার মাকে মোবাইল ফোনে জানাতো। গত ২০২০ সালের ২১ মে সকালে জনৈক ব্যক্তির মাধ্যমে ছকিনা জানতে পারে যে তার মে সবুজা বেগম মারা গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে মেয়ের শরিরের বিভিন্ন স্থানে জখম দেখতে পেয়ে থানায় অভিযোগ দেয়। যা তদন্তের দায়িত্ব পালন করে হাতিবান্ধা থানার ততকালীন এসআই এস আই আবু বক্কর সিদ্দিক। তদন্তে বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে ১৬১ ধারায় রেকর্ড করেন। এবং আসামি নুর আলম ও মোছাঃ বেগমকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামি নুর আলম হত্যার কথা স্বীকার করে যা স্বীকারোক্তি মুলক জবানবন্দি রেকর্ড করানোর জন্য আসামিকে আদালতে উপস্থাপন করেন। এবং এ মামলার তদন্ত শেষে গত ২৫ জানুয়ারি ২০২১ তারিখে আদালতে অভিযোগ দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে নুর আলমের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো একবছরের সশ্রম কারাদণ্ড দেয়। আর বাকি ৪ আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত খালাস প্রদান করে।
এ বিষয়ে লালমনিরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আকমল হোসেন আহমেদ বলেন, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত নুরআলমকে এই সাজা দেন।এবং অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি আসামিদের খালাস দিয়েছেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লা বরুড়ায় বেগম খালেদা জিয়ার বিদাহী আত্মার মাগফিরাত কামনায় শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে ৩৬ প্রহর ব্যাপী হরিনাম সংর্কীতণ অনুষ্ঠিত
কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার আতঙ্কের নাম ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য
পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় মনোনীত প্রার্থী এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছায় বাসস চেয়ারম্যান উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
অতিরিক্ত দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার বিপাকে পড়ে মাটির চুলা ব্যবহার
নির্বাচনে কঠোর অবস্থানে পুলিশ : ডিআইজি ঢাকা রেঞ্জ
কুমিল্লা সীমান্তে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা
‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম
কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান