ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের সেই বিচারক এজলাস থেকে বিরত, আইন মন্ত্রণালয়ের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৭-২০২৩ বিকাল ৬:০

চট্টগ্রামে আইনজীবিকে হেনস্তা অভিযোগ  অভিযুক্ত  সেই  বিচারক এজলাসে বসা থেকে বিরত থাকবেন।   অপ্রীতিকর ঘটনা এড়াতে জরুরি যৌথ  সভা শেষে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ। পরবর্তী  ৩ দিনের মধ্যে  আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়কে বিষয়টি যথাযথ ভাবে অবহিত করে আগামী ১২ জুলাই  (বুধবার) আবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সাথে বসে  পরবর্তী করনীয় নির্ধারনে  সিদ্ধান্ত জানাবেন বলে জানান  মহানগর দায়রা জজ ডঃ জেবুনেচ্ছা বেগম।  

বিচারক ও আইনজীবী উভয় পক্ষের মর্যাদা  রক্ষার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা আইনজীবী সমিতি সাধারন সম্পাদক এডভোকেট বজলুল রশিদ মিন্টু।  তিনি  বলেন, গত ৬ জুলাই  এজলাসে  এক আইনজীবীকে হেনস্তা ও আইনজীবী সম্পর্কে কটুক্তির অভিযোগে  বিচারকের বিরুদ্ধে  ক্ষোভে ফুঁসে উঠা আইনজীবীদের ক্ষোভ প্রশমণে  আজ ৯ জুলাই  (রবিবার) সকালে  জরুরী যৌথ সভা ডেকে বৈঠকে বসেছেন  চট্টগ্রাম মহানগর দায়রা জজ,  জেলা ও মহানগরের দায়িত্বে থাকা  সরকারী আইন কর্মকর্তা সহ,  জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। 

বৈঠক শেষে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী বলেন,  মহানগর দায়রা জজের সাথে উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ে  অতন্ত্য ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি গভীর  মনোযোগ দিয়ে বিষয়টি শুনে  আলোচিত চট্টগ্রাম ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে  বিচারক শামসুল আরেফিন কে আগামী ৩ দিন এজলাসে বসা থেকে বিরত রাখা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।  ৩ দিনের মধ্যে পরবর্তী করনীয় নির্ধারনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে বিষয়টি যথাযথ ভাবে অবহিত করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

হেনস্তার শিকার আইনজীবীর লিখিত অভিযোগ সূত্রে জানাযায় গত বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে মামলা সংক্রান্ত  প্রয়োজনীয় কাজে সিভিল পোশাকে চট্টগ্রাম ৭ম অতিরিক্ত মহানগর  দায়রা জজ আদালতে  যান এডভোকেট  এ. কে. এম শাহরিয়ার রেজা। এসময় আদালতের কার্যক্রম  চলমান থাকায় তিনি এক পাশে বসে অপেক্ষা করতে থাকেন। এসময় তার মোবাইলে ফোন আসলে তিনি তা রিসিভ করলে এজলাসে বসা বিচারক শামসুল আরেফিন তাকে সামনে ডেকে শ্বাসাতে থাকেন।

এ সময় তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ফোন রিসিভ করায় দূ:খ প্রকাশ করলে  বিচারক আইনজীবিদের নিয়ে কটুক্তি মূলক কথা বার্তা বলতে থাকেন এবং আইনজীবিকে  লক-আপে আটক করার আদেশ দেন। এসময় উপস্থিত সরকারি আইন কর্মকর্তা বিচারককে  ক্ষমা প্রদর্শন করার অনুরোধ করলেও  বিচারক নিজের ক্ষমতা প্রদর্শনে পুলিশকে জোরালো আদেশ দেন আইনজীবী হয়েছে কি হয়েছে লক -আপে দেন। বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবি সমিতির পেইজের মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ আইনজীবীরা ক্ষোভে ফুঁসে ওঠে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্হিতি এড়াতে ৮ জুলাই  শনিবার  বন্ধের দিনে জেলা আইনজীবী সমিতি জরুরী সভা আহবান করে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বজলুল রশিদ মিন্টু।

সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডঃ জেবুনেচ্ছা কে বিষয়টি অবহিত করেন, তিনি আজ ৯ জুলাই (রবিবার) বিষয়টি যথাযথ নিষ্পত্তি জন্য জরুরি যৌথ সভা আহবান করে এবং সভার সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি নিষ্পত্তি  না হওয়া পর্যন্ত ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ জনাব শামসুল আরেফিন কে এজলাসে বসা থেকে বিরত রাখা সিদ্বান্ত গৃহীত হয়। 

যৌথ সভায় উপস্থিত চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ সকালের সময় কে বলেন, চট্টগ্রামে আইনজীবীদের সাথে বিচারকদের  সম্পর্ক সবসময় ভালো,  একটি বিচ্ছিন্ন হয়েছে যা  অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত,  আইনজীবিকে না চিনে এজলাসে ফোনে কথা বলায়  আটক করার আদেশ দেন বলে দাবী করে সংশিষ্ট বিচারক।  

এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সকালের সময় কে বলেন  বিচারক ও আইনজীবী উভয় আদালতের অংশ, তুচ্ছ বিষয় নিয়ে  নিজেদের মধ্যে দুরত্ব তৈরী কাম্য নয়,  উভয় পক্ষ কে নিজেদের মর্যাদা রক্ষায়   সর্তক ও সহনশীল আচরণ করতে  বার ও বেঞ্চ সু-সম্পর্কের স্বার্থে বিষয়টির সন্মান জনক সুরাহা করার জন্য আহবান জানান তিনি। 
 

এমএসএম / এমএসএম

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ"রফিকুল ইসলাম খান

রায়গঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে সম্পত্তি লিজের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মা-ইলিশ রক্ষায় সুনাম কুড়াচ্ছেন রায়পুর মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার: দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

ধামরাইয়ে ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবারের আহ্বায়ক কমিটি গঠন

আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি

পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মামুদনগর দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় সিলিং ফ্যান, কোরআন শরীফ ও ঘড়ি বিতরণ

শিবচরের পদ্মা নদীতে অভিযান, ইলিশ শিকারের দায়ে ২৪ জেলে আটক

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত কৃষক

লোকগানের নিভৃত চর্চার আতুর ঘর মায়ের তরী

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার