রাজস্থলীতে নাইক্যছড়া পাড়া জরাজীর্ণ ঝুঁকি গার্ডার ব্রিজ উপর দিয়ে চলাচল করছে এলাকাবাসী
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৯ নং ওর্য়াডের অর্ন্তগত নাইক্যছড়া দূর্গম মারমা পাড়া গ্রামের ১০ জুলাই সকাল ১০ টায় সোমবার সরেজমিনে ঘুরে এসে দেখা যাচ্ছে, গ্রামের মাঝখানে জরাজীর্ণ ঝুঁকি গার্ডার ব্রিজ ভেঙে বেহাল দশা পড়েছে এলাকার স্থানীয় জনসাধারণ শত শত লোক ব্রিজটি উপর বিভিন্ন কাজে চলাচল করছে,। এর পর পাড়া ছোট ছোট স্কুল পড়ুয়া দৈনন্দিন প্রতিনিয়ত পাড়া ভেতর গার্ডার ব্রিজ উপর দিয়ে ঝুঁকির মধ্যে চলাচল করতে দেখা যায়। এলাকাবাসীর স্থানীয় পাড়া প্রধান কারবারী উষাচিং মারমা বলেন, এই গার্ডার ব্রিজ টি দীর্ঘ বিশ বছর আগে - ২০০১ হতে ২০০২ সাল অর্থ বছরে উন্নয়ন বোর্ড কর্তৃক গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। আনুমানিক ২০/৩০ লক্ষ ব্যয় পূর্বে নির্মাণ খরচ হতে পারে বলে জানা যায় । ব্রিজ টি প্রায় দৈর্ঘ্য ১২০ ফুট বা প্রস্থ মাত্র ৩ ফুট মত দেখা যায়। ৯নং ওর্য়াড মেম্বার থোয়াইসুইমং মারমা জানিয়েছেন, এই পাড়া গার্ডার ব্রিজটি দীর্ঘ বহু বছর বেহাল দশা জরাজীর্ণ দুপাশে রত সুলিং ভেঙে পড়েছে আমার ওয়ার্ডের জনসাধারণ লোক প্রতিদিন নিত্য কাজে চলাচল করছে। এই ব্রিজ নির্মাণের বা সংস্কার মেরামত তৈরি করতে এখনো কোন অধিদপ্তর হতে বরাদ্দকৃত অর্থ নিশিত হতে পারেনি। এখানে ব্রিজ উপর ছোট ছোট বাচ্চারা চলাচল সময় নিচে পড়ে আহত হয়েছে বলে জানা যায়। মাঝে মধ্যে জরুরী গভবর্তী মহিলার রোগীদেরকে বহন ছোট ছোট যানবাহন চলাচলে ব্যাঘাট সৃষ্টি হচ্ছে, এই মারমা পাড়া গ্রামের এতশত পঞ্চাশ হতে দুশত পরিবার প্রতিদিন এ ব্রিজ হতে চলাচল করে থাকে। পাড়া লোকরা সাধারণত জুম চাষ ও বিভিন্ন শাকসবজি বিক্রি উপর পরিবাররা কষ্টের মধ্যে জীবিকায় নির্বাহ করছে ও সংসার চালায়। এলাকাবাসী সচেতন নাম প্রকাশ অনিচ্ছুক বলেন, এ গার্ডার ব্রিজ অতি দ্রুত নির্মাণ বা মেরামত সংস্কার করার জন্য স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যান ইউএনও সহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতি আকুল আবেদন জানান।
এমএসএম / এমএসএম