কেরুজ আড়িয়া ফার্মে কীটনাশক চুরি
কেরুর আড়িয়া ফার্মে কীটনাশক (ফুরাডান) চুরির ঘটনা ঘটেছে। অভিযুক্ত চোরকে আইনের আওতায় না নিয়ে কাজ থেকে অব্যাহতি দেওয়ায় ইনচার্জ ওমর ফারুকের বিরুদ্ধে নানা প্রশ্নের দানা বেঁধেছে। জানাগেছে, ১১ জুলাই মঙ্গলবার সকাল ৮ টার দিকে কেরুর আড়িয়া ফার্মের এইচ ব্লকের দণ্ডায়মান আখে( কীটনাশক) ফুরাডান দিচ্ছেলেন ফার্মে কর্মরত পাহারাদার আড়িয়া গ্রামের মৃত্যু নজর আলীর ছেলে আলিম সহ কয়েকজন । এসময় আলিম কীটনাশক ছিটাতে ছিটাতে কিছু ফুরাডান চুরি করে সরিয়ে ফেলে মেট লাল্টু ও আলতাবকে বলে ফুরাডান ফুরিয়ে গেছে। পুনরায় ফুরাডান চাওয়ায় মেট লাল্টুর মনে সন্দেহের দানা বাধে। এসময় মেট লাল্টু আলতাব মেটকে বলে যে, কেবল আলিমকে ফুরাবন দিলাম সে কিছু জমিতে ফুরাডান ছিটাতে না ছিটাতে কিভাবে ফুরাডান শেষ হয়ে গেলো। এই ভেবে আখের মধ্যে খুজতে থাকে খুজতে খুজতে দেখে এক জায়গায় পলিথিনে করে বেশ কিছু ফুরাডান চুরি করে লুকিয়ে রেখেছে। বিষয়টি তৎক্ষনাৎ ফার্ম ইনচার্জ ওমর ফারুকের জানালে তিনি ঘটনাস্থলে যেয়ে ঘটনার সত্যতা পায় এবং পাহারাদার আলিমকে কাজ থেকে অব্যাহতি দেয় এবং পুনরায় কাজে না আসার জন্য বলে। এঘটনায় ইনচার্জ ওমর ফারুক চোরের আলামত নষ্ট করে ফেলাই এবং চোরের বিচার না করে তৎক্ষনাৎ আলিমকে কাজ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে স্থানীয় কয়েকজন ফুসে উঠে। তারা জানান ইনচার্জ ওমর ফারুক কয়েকজন পাহাদারের সাথে বেশ সক্ষতা গড়ে তুলেছে সম্প্রতি তিনি মোকাদ্দেস নামে এক পাহারাদারের দুই ভ্যান গাছের ডাল এমনি এমনি দিয়ে দিয়েছে। এদের সাথে সক্ষতা গড়ে তোলার নেপথ্যে কি আছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে থলের বিড়াল। এসময় নাম প্রকাশ না করার সর্তে কয়েকজন জানান বর্তমান ইনচার্জ ওমর ফারুক বেশ কিছু দিন আগে ভোয়া বিল করে ২৫ হাজার টাকা তুলে আত্মসাৎ করার চেষ্টা করলে এই নিয়ে বেশ গ্যানজাম হয়েছিলো সেটা অনেকের জানা। এবিষয়ে ইনচার্জ ওমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি জানান আমার লেবাররা আখে কিটনাশক ছিটাচ্ছিলো এসময় আলিম নামে এক লেবার ২ কেজি মতো কিটনাশক চুরি করেছিলো এটা আমাকে মেট লাল্টু ও আলতাব জানালে আমি এসে প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় আলিমকে কাজ থেকে অব্যাহতি দিয়েছি এবং পুনরায় কাজে না আসার জন্য বলে দিয়েছি। এবিষয়ে ফার্ম ম্যানাজার সুমন কুমার সাহা'র কাছে প্রশাসনিক ভাবে আলিমকে শাস্তির আওতায় আনা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান আলিমের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর দেখি কি করা যায়। এবিষয়ে জিএম প্রশাসন মোঃ ইউসুফ আলীর কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি জানান এবিষয়ে আমাকে কিছু জানানো হইনি। এবিষয়ে আলিমের কাছে ফোন দিলে তিনি জানান চুরির বিষয়ে আমি কিছুই জানি না আমি ডিউটি শেষ করে বাড়ি চলে এসেছি। তবে শুনলাম ফুরাডান চুরি হয়েছে কে করেছে আমি জানি না।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা
ভেজাল গুড়ে সয়লাব, বাঘায় অভিযানে ৫ কারখানায় জরিমানা
চট্টগ্রামে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত এসআই মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী
ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১