ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ জুলাই ১দিনে ১লক্ষ বৃক্ষরোপণের সিদ্ধান্ত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৩-৭-২০২৩ বিকাল ৬:১৯
 প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় টাঙ্গাইলে এক দিনে এক লাখ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১৫ জুলাই জেলা ও উপজেলা পর্যায়ে নিজ নিজ অফিস চত্বরে/আঙ্গিনায় ও সুবিধাজনক জায়গায় বৃক্ষ রোপণ করা হবে। ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান এ তথ্য জানান। 
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রহিম সুজন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন' সহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসন কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে বৃক্ষরোপণ উৎসব উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। 
বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনসারী ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। 
এছাড়াও জেলার সকল বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যাংক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি'সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, নার্সারী মালিক অংশ নিবেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভাগীয় বন কর্মকর্তা চার হাজার গাছের চারা, টাঙ্গাইল পৌরসভার মেয়র ১০ হাজার গাছের চারা, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড পনের হাজার গাছের চারা, জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তর হতে সাত হাজার ৬০০ গাছের চারা, সকল ব্যাংক হতে তিন হাজার গাছের চারা, জেলা প্রতিনিধি এনজিও (সকল) ১০ হাজার গাছের চারা প্রদান করেছেন। এছাড়া মহাসড়কের পরিকল্পনা অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের পাশে সপ্তাহব্যাপি পাঁচ হাজার বৃক্ষরোপণ করা হবে। 
জেলার সকল উপজেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে বৃক্ষরোপণ উৎসব পালনের লক্ষে টাঙ্গাইল সদর উপজেলায় সাত হাজার ৯০০ গাছের চারা, মির্জাপুরে নয় হাজার ১৫০ গাছের চারা, নাগরপুরে সাত হাজার ৪১০ গাছের চারা, কালিহাতিতে আট হাজার ৫৪০ গাছের চারা, ঘাটাইলে নয় হাজার ১৫০ গাছের চারা, বাসাইলে চার হাজার ২৭০ গাছের চারা, দেলদুয়ারে চার হাজার ৮৮০ টি গাছের চারা, সখিপুরে ছয় হাজার ৭১০ গাছের চারা, ভূঞাপুরে চার হাজার ২৭০ গাছের চারা, গোপালপুরে চার হাজার ৮৮০ গাছের চারা, মধুপুরে সাত হাজার ৩২০ গাছের চারা ও ধনবাড়ীতে চার হাজার ৮৮০ গাছের চারা সংগ্রহ করে রোপণ করা হবে। সব মিলিয়ে এক লাখ ৩৪ হাজার ৬০০ এর বেশি গাছের চারা রোপণ করা হবে। 
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে - জেলা সহ প্রতিটি উপজেলায় একইদিনে এই উদ্যোগ দেয়া হয়েছে। এই দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে - আসুন যার যার অবস্থান থেকে নিজ নিজ আঙ্গিনায়, অন্তত একটি করে বৃক্ষরোপন করি। 

এমএসএম / এমএসএম

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল