ঢাকা সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

লালমনিরহাটে আলোরুপা মোড় মার্কেটে ভয়াবহ আগুন; কয়েক কোটি টাকার ক্ষতি


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৭-২০২৩ দুপুর ১১:৪
লালমনিরহাটের আলোরূপা মোড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫-৬ জন ব্যবসায়ীর দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। বৃহস্পতিবার(১৪ জুলাই)  রাত পৌনে ১০ টার দিকে লালমনিরহাটের আলোরুপা মোড়ের মার্কেটে ভয়াবহ এ আগুন লাগার ঘটনা ঘটে।
 
আগুন লাগার খবর পেয়ে লালমনিহাটের সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ব্যবসায়ীদের ততক্ষণে গোডাউন ও দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, রাত দশটার দিকে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।অনেকেই দোকান ও গোডাউন বন্ধ করে চলে গেছেন।হঠাৎই আলোরুপা মোড়ের আর্ট স্কোপ নামক দোকানের উপরে আগুন যা মুহুর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পরে। আগুনের ভয়াবহতা দেখে অনেকটা নিরুপায় হয়ে পরেন ব্যবসায়ীরা।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পার্শ্ববর্তী পুকুরের পানি দ্বারা টানা দু'ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
 
আলোরুপা মোড়ের আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী  খেলা ঘরের প্রোপাইটার সুশান্ত কুমারের ছেলে ধনঞ্জয় বলেন, আমাদের দোকান বন্ধ ছিলো।রাত ১০ টার পরপর এক বন্ধুর ফোনে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি। এসে দেখি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই। হঠাৎ এই আগুনে অধিক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী লালমনি জেনারেল স্টোরের মালিক বাদল কান্না জড়িত কন্ঠে বলেন, আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান এটি।আগুনে দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেলো।মুহুর্তে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেলো।একেবারে পথে বসে গেলাম। এসময় তিনি প্রশাসন ও সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। স্থানীয় ব্যবসায়ী ও হোমিওপ্যাথিক চিকিৎসক রাব্বি জানান এই আগুনে লালমনি জেনারেল স্টোর,খেলাঘর,স্টার ফার্নিচার, আর্ট স্কোপ,মামুন স্টোর ও দোকান লাগোয়া দুটি বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার খবরে তা নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিও এগিয়ে এসেছে।
 
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন বলেন, আগুন লাগার পরপরই খবর পেয়ে লালমনিরহাট ও আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন এক যোগে প্রায় দুই ঘন্টা কাজ করা হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে। আর অগ্নিকাণ্ডের সূত্র ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।
 
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ও পৌর মেয়র এসেছি। আগুন নেভাতে ফায়ারসার্ভিসের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মানুষেরা সহযোগীতা করেছে। চেয়ারম্যান বলেন, আমি তথা উপজেলা পরিষদ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশে আছে। এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

পাহাড়ের শিশুরা  শিক্ষার পাশাপাশি বিনোদনেও পিছিয়ে 

সংস্কৃতি মঞ্চ,নেত্রকোণা-এর উদ্যোগে গুণীজনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরে কন্যাশিশুকে হত্যার অভিযোগ: বাবা আটক

ছয়তলা ছাত্রাবাস পাচ্ছে এডওয়ার্ড কলেজ

জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, প্রতিবাদ করায় মারধর ও প্রাণনাশের হুমকি

সাভারে সন্ত্রাসী সোহানকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কক্সবাজারে শত কোটি টাকার প্রকল্পে 'সামান্য টিউবওয়েল' স্থাপনেও কউকের দুর্নীতি

নোয়াখালীতে ৬ মামলার আসামিকে পিটিয়ে হত্যা, ডাকাত আখ্যা দিয়ে মিষ্টি বিতরণ

বই-খাতা আর পেনন্সিল হাতে-টিনশেড ঘর কবে ফিরবে শিশুরা?

নেত্রকোণার মদনে ১০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা বরুড়ায় বেগম খালেদা জিয়ার বিদাহী আত্মার মাগফিরাত কামনায় শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত