লালমনিরহাটে আলোরুপা মোড় মার্কেটে ভয়াবহ আগুন; কয়েক কোটি টাকার ক্ষতি
লালমনিরহাটের আলোরূপা মোড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫-৬ জন ব্যবসায়ীর দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। বৃহস্পতিবার(১৪ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে লালমনিরহাটের আলোরুপা মোড়ের মার্কেটে ভয়াবহ এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন লাগার খবর পেয়ে লালমনিহাটের সদর ও আদিতমারী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে টানা দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ব্যবসায়ীদের ততক্ষণে গোডাউন ও দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, রাত দশটার দিকে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।অনেকেই দোকান ও গোডাউন বন্ধ করে চলে গেছেন।হঠাৎই আলোরুপা মোড়ের আর্ট স্কোপ নামক দোকানের উপরে আগুন যা মুহুর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পরে। আগুনের ভয়াবহতা দেখে অনেকটা নিরুপায় হয়ে পরেন ব্যবসায়ীরা।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পার্শ্ববর্তী পুকুরের পানি দ্বারা টানা দু'ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
আলোরুপা মোড়ের আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খেলা ঘরের প্রোপাইটার সুশান্ত কুমারের ছেলে ধনঞ্জয় বলেন, আমাদের দোকান বন্ধ ছিলো।রাত ১০ টার পরপর এক বন্ধুর ফোনে আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছি। এসে দেখি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই। হঠাৎ এই আগুনে অধিক ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী লালমনি জেনারেল স্টোরের মালিক বাদল কান্না জড়িত কন্ঠে বলেন, আমার একমাত্র ব্যবসা প্রতিষ্ঠান এটি।আগুনে দোকান ও গোডাউন পুড়ে ছাই হয়ে গেলো।মুহুর্তে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গেলো।একেবারে পথে বসে গেলাম। এসময় তিনি প্রশাসন ও সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। স্থানীয় ব্যবসায়ী ও হোমিওপ্যাথিক চিকিৎসক রাব্বি জানান এই আগুনে লালমনি জেনারেল স্টোর,খেলাঘর,স্টার ফার্নিচার, আর্ট স্কোপ,মামুন স্টোর ও দোকান লাগোয়া দুটি বাড়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন লাগার খবরে তা নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধিও এগিয়ে এসেছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ ওয়াদুদ হোসেন বলেন, আগুন লাগার পরপরই খবর পেয়ে লালমনিরহাট ও আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন এক যোগে প্রায় দুই ঘন্টা কাজ করা হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিভে গেছে। আর অগ্নিকাণ্ডের সূত্র ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ও পৌর মেয়র এসেছি। আগুন নেভাতে ফায়ারসার্ভিসের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মানুষেরা সহযোগীতা করেছে। চেয়ারম্যান বলেন, আমি তথা উপজেলা পরিষদ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশে আছে। এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু
নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের
বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক
রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা
সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা
বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা
Link Copied