ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষন করে পালিয়ে গেলেন যুবক


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৪-৭-২০২৩ বিকাল ৭:৫২

সাতকানিয়ায় এক কিশোরীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে বের করে পার্শ্ববর্তী পাহাড়ে  এক রাত  রেখে ধর্ষন করে পালিয়ে যায় যুবক।শুক্রবার (১৪ই জুলাই) সন্ধ্যায় দৈনিক  সকালের সময়কে এই তথ্য নিশ্চিত করেন ধর্ষিতা কিশোরীর পিতা।

গেল ৩ই জুলাই সন্ধ্যার সময় সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ২নং আশ্রায়ন প্রকল্পের শফিক মেকানিকের স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে ফুঁসলিয়ে নিয়ে যায় একই এলাকার সালাহ উদদীন নামে এক যুবক। 

কিশোরীর পিতা মেকানি শফিক আহমদ সকালের সময়কে বলেন-আমার প্রতিবেশী সালাহ উদদীন নামে এক যুবক গত রমজানের ঈদের পর থেকে আমার মেয়েকে বিয়ে করার প্রস্তাব পাঠাই তবে ছেলে পিতামাতার অগোচরে।পিতামাতার অগোচরে হওয়ায় আমি প্রস্তাব প্রত্যাখান করলে ছেলেটি আমার মেয়ের সাথে এক পর্যায়ে সখ্যতা গড়ে তোলেন পরবর্তীতে উভয়েই তারা ফোনে যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

কিন্তু ৩রা জুলাই বিয়ে করবে বলে মেয়েটাকে তোলে নেয় সালাহ উদদীন পরে সন্ধ্যায় বের হয়ে মেয়েটিকে সে নষ্ট করে এর পরের দিন সকালে ফেলে চলে যায়।

এদিকে স্থানীয়রা সকালের সময়কে বলেন-ঘটনাটি সত্য তবে ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক আছে সেই সুবাদে মেয়েটাকে নিয়ে গিয়ে পশ্চিমের পাহাড়ে ধর্ষন করে ছেলেটি বর্তমানে পলাতক।এদিকে মেয়েটির পিতা শফিক মেকানিক সকালের সময়কে আরো বলেন আমি ঘটনার পরে স্থানীয় ইউপি সদস্যা তসলিমা আক্তার মুন্নীর কাছে গেলে মুন্নী মেম্বার আমাদের সাতকানিয়া থানায় নিয়ে অভিযোগ করি।পরে মুন্নী মেম্বার চলে আসতে বল্লে আমরা চলে আসি এখন শুনতেছি থানায় নাকি অভিযোগ করা হয়নি।এদিকে ধর্ষণ সংক্রান্ত একটি অভিযোগ সাতকানিয়া থানার এসআই আবু বক্করের হাতে হাতে দেয় বলে সকালের সময়কে নিশ্চিত করেন ইউপি সদস্যা তসলিমা আক্তার মুন্নী।

এদিকে অভিযোগের বিষয়ে সাতকানিয়া থানার এসআই আবু বক্কর বলেন-হ্যাঁ এরকম একটি অভিযোগের কপি আমার হাতে দেয় ইউপি মেম্বার মু্ন্নী পরে তারা উভয়ে বসে শেষ করবে বলেছেন তাই আমরা এই বিষয়ে আর আগায়নি।এদিকে তসলিমা আক্তার মুন্নী বলেন- বিয়ের প্রলোভনের ধর্ষনের ঘটনাটা শতভাগ সত্য তবে মেয়েটির পরিবার মামলা করতে ইচ্ছুক নয়। 

এমএসএম / এমএসএম

দুর্নীতিতে স্বৈরাচার সরকারকেও হার মানিয়েছেন বরগুনার টিসিএফ শহিদুল

বারহাট্টায় বিএনপি'র মনোনীত প্রার্থী আনোয়ারুল হকের শোভাযাত্রা ও সমাবেশ

দুই সাংবাদিকের বিরুদ্ধে আ.লীগ নেত্রীর দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

মাগুরা-২ আসনে ধানের শীষের কান্ডারী এ্যাডঃ নিতাই রায় চৌধুরী

পাঁচবিবিতে নবাগত ইউএনও সেলিম আহমেদের যোগদান

দীর্ঘদিন অবহেলার পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

রাণীশংকৈলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী আবুল কালামের নির্বাচনি গণসংযোগ শুরু

জুলাই বিপ্লবের মুখ্য বিষয় ছিল বৈষম্যের বিরোধ, পূর্বধলায় গণসমাবেশে মামুনুল হক

বেড়া'য় অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড।

রায়পুর ভূমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা মিলছেনা সেবা

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা