টাঙ্গাইলে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১দিনে ১লক্ষ বৃক্ষরোপণ উৎসব উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ১ দিনে ১ লক্ষ গাছের চারা রোপন উৎসব উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি। ১৫ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফউজ্জামান স্মৃতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী ও ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যাংক, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি'সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও নার্সারী মালিকগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান চার হাজার গাছের চারা, টাঙ্গাইল পৌর মেয়র ১০ হাজার গাছের চারা, বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড ১৫ হাজার গাছের চারা, জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তর হতে সাত হাজার ৬০০ গাছের চারা, সকল ব্যাংক হতে তিন হাজার গাছের চারা, বিভিন্ন এনজিও হতে ১০ হাজার গাছের চারা প্রদান করেন। এছাড়া মহাসড়কের পরিকল্পনা অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের পাশে সপ্তাহব্যাপি পাঁচ হাজার বৃক্ষ রোপনের ঠিক হইছে আবার কর্মসূচি শুরু করেন।
টাঙ্গাইল জেলার সকল উপজেলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে বৃক্ষরোপণ উৎসবে টাঙ্গাইল সদর উপজেলায় সাত হাজার ৯০০ গাছের চারা, মির্জাপুরে নয় হাজার ১৫০ গাছের চারা, নাগরপুরে সাত হাজার ৪১০ গাছের চারা, কালিহাতিতে আট হাজার ৫৪০ গাছের চারা, ঘাটাইলে নয় হাজার ১৫০ গাছের চারা, বাসাইলে চার হাজার ২৭০ গাছের চারা, দেলদুয়ারে চার হাজার ৮৮০ টি গাছের চারা, সখিপুরে ছয় হাজার ৭১০ গাছের চারা, ভূঞাপুরে চার হাজার ২৭০ গাছের চারা, গোপালপুরে চার হাজার ৮৮০ গাছের চারা, মধুপুরে সাত হাজার ৩২০ গাছের চারা ও ধনবাড়ীতে চার হাজার ৮৮০ গাছের চারা সংগ্রহ করে রোপণ করা হয়। সব মিলিয়ে এক লাখ ৩৪ হাজার ৬০০ এর বেশি গাছের চারা রোপণ করা হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে - জেলা সহ প্রতিটি উপজেলায় একইদিনে এই উদ্যোগ দেয়া হয়েছে। এই দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে - আসুন যার যার অবস্থান থেকে নিজ নিজ আঙ্গিনায়, অন্তত একটি করে বৃক্ষরোপন করি। ১৫ জুলাই জেলা ও উপজেলা পর্যায়ে নিজ নিজ অফিস চত্বরে/আঙ্গিনায় ও সুবিধাজনক জায়গায় বৃক্ষ রোপণ করা হয়।
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
Link Copied