ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

৪ শতাধিক বন্যা দূর্গতদের পাশে দাড়ালো ১৫ বিজিবি; বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৬-৭-২০২৩ দুপুর ৪:১৩
সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মোগলহাট সিমান্তে ধরলা নদী তীরবর্তী চর ফলিমারীর ৪ শতাধিক বন্যা দূর্গতদের মাঝে বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ করেছে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ান।
 
রবিবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চর ফলিমারীতে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ নিজ হাতে এসব বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করেন।
 
চর ফলিমারর বাসিন্দা ও ইউপি সদস্য জোনাব আলী বিজিবির প্রশংসা করে বলেন,এই সময়ে বন্যা দূর্গতদের পাশে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি খুবই প্রয়োজন ছিলো।কারণ হিসেবে তিনি জানান ,গতদুদিন ধরে এই এলাকার অধিকাংশ বাড়িতে পানি থাকায় রান্না করতে চরম অসুবিধা হয়েছে এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পাশেই থাকা বিজিবির প্রদেয় পানি ও খাবার পাওয়া ষাটোর্ধ আসমত আলী বলেন, বন্যার সময় এই চর প্রায় বিছিন্ন হয়ে পরে।সিমান্তবর্তী চরাঞ্চল হওয়ায় কেউ সহজে খবর নিতে আসে না।কিন্তু বিজিবি বন্যার সময়েও প্রতিদিনই এসেছে এবং খোঁজ খবর নিয়েছে। আজ রান্না করা খাবার বিতরণ করলেন।তিনি বিজিবির সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। আসমতের এমন কথয় সায় দিয়ে মন্তব্য করেন ঐ এলাকার বাসিন্দা সাহার বানু,আছর উদ্দিন, সামিমা নেগমসহ অনেকেই। 
 
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ বিশুদ্ধ পানি ও রান্না করা খাবার বিতরণ শেষে বলেন, লালমনিরহাট বিজিবি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে বিভিন্ন সাহায্য প্রদান করে আসছে।এরই ধারাবাহিকতায় আজ ১৫ বিজিবির অধীনস্থ মোগলহাট বিওপির দ্বায়িত্বপূর্ণ এলাকা চর ফলিমারির ৪শত বন্যা কবলিতদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হলো। এই ধরনের মানবিক সহায়তা প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
 
এসময় অন্যান্যদের মধ্যে ১৫ বিজির মেজর আছিফুল ইসলাম সিদ্দিকী(পদাতিক),মোগলহাট বিওপির ক্যাম্প কমান্ডার সওদাগর মিঞা প্রমূখ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য: গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যার। বন্যা কবলিত এসব এলাকার মধ্যে চর ফলিমারি সীমান্তে অবস্থিত আর সীমান্তবর্তী এলাকা হওয়ায় বন্যার সময় প্রায় বিছিন্ন হয়ে পড়ে এ এলাকা।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক