ঢাকা শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ওজনে কম থাকাই পাথর বোঝাই ট্রাক রেখে পালালো চালক ও তার সহযোগী


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৬-৭-২০২৩ রাত ৮:৫০
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পাথর বোঝাই একটি ট্রাক রেখে কৌশলে সটকে পড়েন ট্রাক চালক ও তার সহকারী।
 
১৫  (জুলাই) শনিবার বিকেল সাড়ে ৫টার সময় পাথর বোঝায় একটি ট্রাক যাহার নাম্বার রংপুর ট-১১-০০২৭ ট্রাক পাথর বোঝাই সহ যাহার ওজন ২১,৪৬০ কেজি, সদর উপজেলার দুর্গাপুর জুমার মসজিদের সামনে আসেন। সেখানে এলজিইডি কর্তৃক বাস্তবায়িত ড্রেনের কাজ চলমান রয়েছে কাজটি তদারকি করছেন রাজশাহীর ঠিকাদারী প্রতিষ্ঠান রুদ্র এন্টারপ্রাইজ। ঠিকাদার কোম্পানিকে পাথর সরবরাহ করছে সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর ব্যবসায়ী ও ট্রাক মালিক শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি।  
 
রুদ্র এন্টারপ্রাইজ এর ম্যানেজার মজিবুর রহমান এই প্রতিবেদককে জানান, পাথর বোঝায় ট্রাকটিকে সন্দেহ হলে প্রথমে পাথরের ওজন পরিমাপ করতে চাই কিন্তু চালক চ্যালেঞ্জ  ছুড়ে বলেন ওজন মাপে ঠিক আছে কম নেই তারপরও ম্যানেজারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ট্রাক চালক স্বীকার করেন যে, চালান অনুযায়ী ৫০০ কেজি ওজন কম আছে।   
পরে আবারও ম্যানেজার ওজন করার তাগিদ দিলে এক পর্যায়ে চালক ও তার সহযোগী দুর্গাপুর থেকে ট্রাকটি ওজনের নাম করে বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে রেখে কৌশলে শটকে পড়েন। 
এ ব্যাপারে রুদ্র এন্টারপ্রাইজ এর ম্যানেজার মজিবুর রহমান কাছে জানতে চাইলে তিনি জানান, শরিফুল ইসলামের কাছ থেকে আমরা দীর্ঘদিন পাথর নিয়ে আসছিলাম কিছুদিন থেকে আমাদের সন্দেহ হয় শরিফুল ইসলাম আমাদেরকে পাথর ওজনে কম দিচ্ছেন তাই আমরা গতকাল চ্যালেঞ্জ করি এবং ড্রাইভার ওজন কম থাকার কথা স্বীকার করেন কিন্তু আমি তারপরও ওজন করতে চাইলে তিনি আমাকে বিভিন্ন অজুহাত দেখে পালিয়ে যান। এখন পর্যন্ত ট্রাকটি বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে রয়েছে।
 
রুদ্র এন্টারপ্রাইজ মালিক মোকসেদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বিশ্বস্ততার সহিত দীর্ঘদিন যাবত রাজশাহীর শরিফুল ইসলামের কাছ থেকে পাথর নিয়ে আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজগুলো করে আসছি। কোনদিনই আমি এরকম মনে করিনি যে একজন ব্যবসায়ী হয়ে ওজনে কম দেবে। গতকালের ঘটনায় আমি বিস্মিত হয়েছি এইভাবে সে পাথর ওজনে কম দিয়ে আমার অনেক বড় ক্ষতি করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি আমার মত জেনে অন্য কেউ আর প্রতারিত না হয়। 
 
পালাতক ট্রাক চালক শহিদুল ইসলামের সাথে বারবার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
 
ঘটনার বিষয়ে ট্রাক মালিক ও পাথর ব্যবসায়ী শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ট্রাক চালক ও তার সহযোগী  সমস্যা করে গাড়ি রেখে পালিয়ে এসেছে। এটি দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানান।

এমএসএম / এমএসএম

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

‎গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়

কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, আতঙ্কে এলাকাবাসী

লোহার খাঁচায় বন্দি পায়েরা সেতু