ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

এলজিইডির বদৌলতে বদলে যাচ্ছে সাতকানিয়া


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৭-৭-২০২৩ বিকাল ৫:৪৪
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতকানিয়ার বদৌলতে বদলে যাচ্ছে সাতকানিয়া। উপজেলা পরিষদের প্রথম ভবন, মুক্তিযোদ্ধাদের ঠাঁই ঘর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গ্রামের অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সরকারি প্রাথমিক বিদ্যালয় সবই হয়েছে সরকারি এই সংস্থার বদৌলতে। সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ারের নেতৃত্বে দিনরাত এক করে কাজ করছেন এলজিইডির কর্মকর্তারা। অফিসিয়াল কাজে কখনো ঢাকা, কখনো চট্টগ্রাম ছুঁটে আবার অফিস করছেন এলজিইডি সাতকানিয়ার এই অভিভাবক। তার এই সুদূরপ্রসারি কাজে সহযোগিতা করছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা নেজামুদ্দীন নদভী ও চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
 
এলজিইডির তথ্যমতে, বিগত বছরে সাতকানিয়া উপজেলায় আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৬৩৯৫৭২৭৭.৫০ টাকা ব্যয়ে ৮.৯৩ কিলোমিটার এবং বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ১২৯৪২৫৩৪৮.৬৫ টাকা ব্যয়ে ১৬.৫৯৮ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ১০৯৮৮০৪৭.১৫ টাকা ব্যয়ে ২.০০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এছাড়া ৮২৩১৬১৫০.২২ টাকা ব্যয়ে ৩টি (৭২মিটার, ৩০মিটার এবং ২২ মিটার) ব্রীজ নির্মাণ, ৬২৪৭৯৮১৫.০০ টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ, ১৮৯০৬৭৯৩.১৬ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং ৭৯৯৮৩১২৯.৮৯ টাকা ব্যয়ে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে। এসকল উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তথা এলজিইডি। তাছাড়া আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ৮১৯৯0416.47 টাকা ব্যয়ে ৬.৭২ কিলোমিটার এবং বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় ১৭৩২৭৭২৭.৪২ টাকা ব্যয়ে ১১.৯০১ কিলোমিটার এবং ঘূর্নিঝড় আম্লান এবং বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীণ সড়ক অবকাঠামো পূনর্বাসন প্রকল্পের আওতায় ৬১৭৬৮৪৮২.১৪ টাকা ব্যয়ে ৭.৫০ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় ৪৪২৪৫১৩৬.৮৩ টাকা ব্যয়ে ৬.৬৫২ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় ৩০৪১৫৫২৪৩.৮৩ টাকা ব্যয়ে ৯টি ব্রীজ নির্মাণ, ৫২৪৮১৫৭.৮৬৪ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ১৭১০৩৬৬১১.১৬ টাকা ব্যয়ে ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান রয়েছে। উন্নয়নের চলমান কার্যক্রমের পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার 'আমার গ্রাম আমার শহর' বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সংযোগবিহীন গ্রামসমূহকে মূল জনপদের সাথে সংযোগ স্থাপন, আইডাব্লিউআরএম (IWRM) প্রকল্পের আওতায় শুইচ গেট নির্মাণ, খাল খনন, ইরিগেশন ড্রেন নির্মাণ এবং রাবার ড্যাম স্থাপন, “সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)” শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, “বৃহত্তর চট্টগ্রাম গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪” এর আওতায় সড়ক উন্নয়ন/মেরামত এবং ব্রীজ/কালভার্ট নির্মাণ, 'জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প' এর আওতায় হাট-বাজার উন্নয়ন, “চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা সড়ক সমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ এর কাজ প্রক্রিয়াধীন। 
 
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন জানান, সরকারের “রুপকল্প-২০৪১” বাস্তবায়নে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। বর্তমান সরকারের অবকাঠামো উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ নিঃসন্দেহে প্রশংসনীয়। বর্তমান সরকারের অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে প্রধান প্রকৌশলী জনাব সেখ মোহাম্মদ মহসিন মহোদয়ের নের্তৃত্বে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
 
তিনি আরও জানান চট্টগ্রাম-১৫ এর সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৪ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: নজরুল ইসলাম চৌধুরী নিয়মিত উন্নয়ন কাজের খোঁজ নেন এবং বিভিন্ন সময়ে কাজের সাইট পরিদর্শন করে উন্নয়ন কাজ পর্যবেক্ষণ করেন। তিনি ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও

ঝিনাইদহে ভাঙা রাস্তা মেরামতে বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাসের বিশেষ উদ্যোগ