আক্রান্ত কয়েক শতাধিক গবাদিপশু
‘জনবল সংকটের কারণে মাঠ পর্যায়ে তদারকিতে সমস্যা লাম্পি স্কিনে রোগে মৃত্যু ১৫

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সর্বত্র ল্যাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। আক্রান্ত হয়ে পড়েছে কয়েক শতাধিক গবাদিপশু। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, গত সাতদিনে এ রোগে আক্রান্ত হয়ে অন্তত ১১ টি গরু মারা গেছে। গরুর এরোগ নিয়ে কৃষক ও খামারিরা চিন্তিত হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত গরুর মালিকদের অভিযোগ, তাদের দু:সময়ে মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ অফিসের কাউকে পাচ্ছেন না তারা। ল্যাম্পি স্কিন ডিজিজ নামে এই ভাইরাস মশা-মাছি থেকে ছড়িয়ে পড়ায় সর্বত্র এরোগ বিস্তার করছে বলে জানিয়েছে প্রাণীসম্পদ বিভাগ।
ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ সূত্রে জানা যায়, লাম্পি স্কিন গবাদিপশুর ভাইরাস জনিত রোগ। এ রোগে আক্রান্ত গরুর শরীরে প্রথমে জ্বর দেখা দেয় এবং খাবারের রুচি কমে যায়। জ্বর বেশি হলে নাক-মুখ দিয়ে লালা বের হয়, পা ফুলে যায়। অনেক সময় আক্রান্ত গরুর বুকের নিচে দুই পায়ের মাঝে পানি জমে। গরুর শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় গুটি গুটি ক্ষত হয় এবং কোন কোন ক্ষেত্রে পচন ধরে। এ রোগে আক্রান্ত পশুর সুস্থ হতে মাস খানেক সময় লাগে। বড় গরু লাম্পি স্কিন রোগে তুলনামূলক কম ঝুঁকিতে থাকলেও বাছুর গরু আক্রান্ত হলে দিন দিন দুর্বল হয়ে পড়ে। তবে অপেক্ষাকৃত দুর্বল, রোগা ও বাছুরের মৃত্যুঝুঁকি বেশি থাকে। আক্রান্ত পশুকে ঘন ঘন স্যালাইন পানি, কাঁচা ঘাস বেশি খাওয়াতে হবে। সম্প্রতি এই রোগের কোনো প্রতিষেধক আবিস্কার হয়েছে, যাহা প্রয়োগ করতে পারলে সুফল পাওয়া যেতে পারে।
সরোজমিন উপজেলার উদাখালী ও উড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু দেখা গেছে। প্রায় প্রতিটি বাড়িতে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু রয়েছে। বেশ কয়েকজনের গরু এ রোগে আক্রান্ত হয়ে মারাও গেছে। আক্রান্ত এসব গরুর খোঁজ খবর নিতে প্রাণী সম্পদ অফিস থেকে কেউ মাঠ পর্যায়ে আসেননি বলে জানান অনেকে।
পূর্ব ছালুয়া গ্রামের খাজা মিয়া, ছোটন মিয়া ও নজরুল ইসলাম দক্ষিণ বুড়াইল গ্রামের মধু মিয়ার একটি করে গরু মারা গেছে। তারা বলেন, আক্রান্ত হওয়ার সাতদিনের মধ্যেই গরু মারা গেছে। প্রাণী সম্পদ অফিসে গিয়ে বলার পরেও কেউ গরু দেখতে আসেননি। বাধ্যহয়ে পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করেছি কিন্তু শেষ পর্যন্ত গরু বাঁচাতে পারিনি। ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম বলেন, ‘লাম্পি স্কিনে আক্রান্ত হয়ে আমার ৮০ হাজার টাকা মূল্যবান একটি গরু সোমবার দুপুরে মারা গেছে। পল্লী চিকিৎসকের মাধ্যমে অনেক টাকা ব্যয় করে চিকিৎসা করেও গরুটিকে বাঁচাতে পারলাম না।’ প্রায় একই ধরনের কথা বলেন, উদাখালী গ্রামের ক্ষুদ্র খামারি আনোয়ার হোসেন ও তোতা মিয়া। তাদের শাহীওয়াল জাতের একটি করে এরে (পুরুষ) বাছুর মারা গেছে। উড়িয়া ইউনিয়নের সেলিম মিয়া বলেন, ‘লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে দুটি গরু কয়েক দিন ধরে অসুস্থ। শরীরের চামড়ার বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেছে। শরীরে জ্বর বেশি হওয়ায় ঠিকমতো খাবার খাচ্ছে না। তিনি বলেন, আশেপাশের অনেকের গরু এরোগে আক্রান্ত হয়েছে।’
প্রকাশে অনিচ্ছুক এক পল্লী চিকিৎসক বলেন, ‘ঈদের পরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি গরু মারা গেছে। পল্লী চিকিৎসকদের মধ্যেও অনেকে ভুল চিকিৎসা করার কারণে আক্রান্ত গরু মারা যাচ্ছে। তবে লোকজনকে এরোগের বিস্তার সম্পর্কে সতর্ক করা হলে প্রাদুর্ভাব কবে আসবে বলে তিনি মনে করেন।’
ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল বলেন, ‘চর বেষ্টিত ফজলুপুর ইউনিয়নের সর্বত্র লাম্পি স্কিন ডিজিজ রোগ দেখা দিয়েছে। কৃষকদের এ রোগের চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় আক্রান্ত অনেক গরুই মারা যাচ্ছে। তিনি বলেন, গরুর গায়ে গুটি গুটি ক্ষত হয়। সাতদিনের মধ্যেই গরুর চামড়ায় পচন ধরে দুর্বল হয়ে পড়ে। এক সময় গরু উঠে দাড়াতে পারে না।’
ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, ‘জনবল সংকটের কারণে মাঠ পর্যায়ে তদারকি করতে একটু সমস্যা হচ্ছে। তবে যারা অফিসে আসেন, তাদের পশুর চিকিৎসার কোন অবহেলা করা হয় না। তাছাড়া লাম্পি স্কিন রোগ সম্পর্কে সতর্ক করতে খামারি ও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।, তিনি বলেন, ‘লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস জনিত রোগ হওয়ায় খামারিদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। এরমধ্যে গোয়াল ঘর ও আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন ও আক্রান্ত গরুকে মশারির ভিতর রাখতে হবে। সম্প্রতি এরোগের ভ্যাকসিন আবিস্কৃত হয়েছে, যাহা প্রয়োগ করলে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে। তবে এরোগে গরু মারা যাওয়ার সঠিক পরিসংখ্যান জানা নাই বলে জানান তিনি। প্রাণীসম্পদ অফিসের তথ্য মতে, ফুলছড়ি উপজেলায় ১ লক্ষ ২৫ হাজার ৬৫৫টি গবাদিপশু রয়েছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন

জয়ের ঘ্রাণ পাচ্ছেন শেখ সাদী ?

যমুনা ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজারস’ মিটিং অনুষ্ঠিত

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
