সাভারে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৪

সাভারের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় এঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে মারিমারি এবং সংঘর্ষ হয়। এক পর্যায়ে অজল হকের নির্দেশে ভাড়াতে লোকজনদিয়ে শমশের মেম্বারের লোকজনের উপর হামলা চালালে গুরুতর আহত হয়, আহতরা হলেন, ১) এনায়েত, ২) আনোয়ার সহ ৪ জন। বাকি আরো ৫/৬ জন আহত হলে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে।
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মো: সুলতান (৫০), মো উম্মত (৫৫), আব্দুর রহমান (৪৫), মো: আকবর আলী, মো: কালু (৩৮), ৬। আখের আলী (৬৫), মামুন (৩৭), সুমন (৩৫), মো: সোহরাব (৩৮), পিতা-আউলাদ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন (৪০) সহ আরও ১৫ থেকে ২০ জন আচমকা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভুক্তভোগীদের উপরে।
সেই সময় গুরুতর আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, বনগ্রাম এলাকার অজল হক এর সাথে দীর্ঘদিন ধরে এক’শ ৪৭ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো বনগাঁও ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য শমশের এর সাথে।
এ নিয়ে সোমবার দিন বিকেলে সাভারের আলম নগর সেটেলমেন্ট অফিসে উভয় পক্ষের শুনানি হয়। এসময় শুনানী শেষে মেম্বার শমশের লোকজন সেটেলমেন্ট অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় সেখানে অজল হকের নির্দেশে তাদের উপর হামলা করে একদল ভাড়াটে সন্ত্রাসী।
এ ঘটনায় সমশের আলী বাদী হয়ে উপজেলার বনগ্রামের সুলতান ওরফে ভূমীদস্যু সুলতান কামাক্ষা সহ ২০ জনের বিরুদ্ধে সাভার থানায় একটি এজাহার দাখিল করেছেন।
ভুক্তভোগী সামশের আলী বলেন, সোমবার দিন বিকেলে সাভারের আলম নগর সেটেলমেন্ট অফিসে উভয় পক্ষের শুনানি হয়, শুনানী শেষে আমাদের লোকজন সেটেলমেন্ট অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় সেখানে অজল হকের নির্দেশে আমাদের উপর হামলা করে একদল ভাড়াটে সন্ত্রাসী। এসময় সেখানে নিজের আত্তরক্ষার জন্য আমার লাইসেন্স প্রাপ্ত দুটি অস্ত্র দিয়ে সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়া হয়।
সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
