খুলনা শহরে Petromax LPG ব্যবসায় প্রতিষ্ঠানের দোরগোড়ায় পন্য সরাসরি পৌছে দিচ্ছে
দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির বাজারে বড় বিনিয়োগ করেছে নেদারল্যান্ডস তথা ডাচ কোম্পানি পেট্রোম্যাক্স এনার্জি। এদেশীয় কোম্পানি পেট্রোম্যাক্স এলপিজি কিনে বাংলাদেশে এলপিজির বাজারে পা রেখেছে ১২৫ বছরের পুরোনো ডাচ কোম্পানিটি। ব্যবসার অগ্রগতির ধারা বাহিকতায়, খুলনা শহরে পেট্রোম্যাক্স এলপিজি ব্যবসায় প্রতিষ্ঠানের দোরগোড়ায় সরাসরি পৌছে দিতে নতুন কার্যক্রম গ্রহণ করেছে। বুধবার খুলনার একটি অভিজাত রেস্তোরায় এই উদ্যোগ শির্ষক ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত করেছে পেট্রোম্যাক্স এলপিজি। এই আলোচনা সভায় পেট্রোম্যাক্স এলপিজি উর্ধতন কর্মকর্তারা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি পেট্রোম্যাক্স এলপিজি, ডাইরেক্ট ডেলিভারির মাধ্যমে খুলনার এলপিজি ব্যবসায়ী বন্ধুগণের নিকট নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে কোম্পানি থেকে সরাসরি ব্যবসায়ী প্রতিষ্ঠানের দোরগোড়ায় পেট্রোম্যাক্স এলপিজি পণ্য পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে ব্যবসায়ীদের সাথে বুধবার বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পেট্রোম্যাক্স এলপিজির সেলস এন্ড মার্কেটিং এর এক্সিকিউটিভ ডিরেক্টর মুজিবুর রহমান ও হেড অব ব্র্যান্ড এন্ড মার্কেটিং ড্যানি ম্যাকমোহন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস ইন্টালিজেন্স মো. নাইম সিদ্দীকি ও রিজিওনাল সেলস ম্যানেজার মো.জিয়াউর রহমান।
এচএইসভি এর অন্তর্ভুক্ত কোম্পানি হিসেবে পেট্রোম্যাক্স এলপিজি একই মূল্যবোধ দ্বারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা মান ও বিশ্বমানের গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন বর্তমানে পেট্রোম্যাক্স এলপিজি এর মূল লক্ষ্য বলে কোম্পানিটির কর্মকর্তারা জানান। পেট্রোম্যাক্স এলপিজি বর্তমানে বাংলাদেশের একমাত্র এলপিজি কোম্পানি যার সরাসরি এলপিজি উৎপাদনকারী সংস্থার সাথে সরবরাহ চুক্তি রয়েছে এবং নিশ্চিত করছে নিরবচ্ছিন্ন সরবরাহ বলে তারা ব্যবসায়ীদেরকে জানান।
উল্লেখ্য, এলপিজি খাতে বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় ব্র্যান্ড এচএইসভি এনার্জি বাংলাদেশে পেট্রোম্যাক্স এলপিজি ব্র্যান্ড নামে বাজারজাত শুরু করে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে। নেদারল্যান্ডস ভিত্তিক এচএইসভি এনার্জি খাতে ১২৫ বছরের অভিজ্ঞতা এবং বিশ্বের চারটি মহাদেশের ২৫ টি দেশে এলপিজি সরবরাহ ব্যবসার মাধ্যমে বাসা-বাড়ি, বাণিজ্যিক ও শিল্পখাত মিলিয়ে ৩ কোটির বেশি গ্রাহককে সেবা দিয়ে যাচ্ছে। এচএইসভি এনার্জি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করলেও স্থানীয় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ও সর্বোচ্চ মানের গ্রাহক সেবা দেওয়ার মাধ্যমেই গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষস্থানে পৌঁছেছে।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন এর দিনব্যাপী প্রশাসনিক কার্যক্রম
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি