এলজিইডি’র অপসারণ নোটিশের তোয়াক্কা করছে না দখলদাররা
এলজিইডি কার্যালয়ের অপসারণ নোটিশের কোন তোয়াক্কা করছে না দখলদাররা। খুলনার পাইকগাছা পৌর সদরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র শিবসা ব্রিজের এ্যাপ্রোস সড়কের দুই পাশের কোটি কোটি টাকা মূল্যের সরকারি জায়গা জবর দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন কতিপয় ব্যক্তিরা। গত প্রায় দেড় যুগ সরকারি এ সম্পদ বে-দখল রয়েছে। ইতোমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে দখলকারীদের এলজিইডি থেকে বারবার নোটিশ প্রদান করা হলেও বহাল তবিয়াতে রয়েছেন অবৈধ দখলকারীরা। সর্বশেষ গত ১২ জুলাই এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য নোটিশ প্রদান করা হয়। ১৯ জুলাই বুধবার নির্ধারিত সময় শেষ হলেও কোন ব্যক্তিকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি।
উল্লেখ্য, উপজেলা সদরের সাথে সোলাদানা ইউনিয়নের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রেই শিবসা নদীর উপর শিবসা ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি থেকে ২০০৫ সালের দিকে এ্যাপ্রোস সড়ক নির্মাণের জন্য বাতিখালী মৌজায় ভুমি অধিগ্রহণ করা হয়। সড়ক নির্মাণের পর সড়কের দুই পাশে ৩০/৪০ ফুট করে অধিগ্রহণকৃত সরকারি জায়গা রয়ে যায়। এ জায়গা পর্যায়ক্রমে এলাকার কতিপয় ব্যক্তিরা অবৈধ স্থাপনা গড়ে তোলে। অনেকেই বাড়ি ঘর তৈরী করে বসবাস করছেন। অনেকেই আবার দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এলজিইডি’র তথ্য অনুযায়ী সরকারি এ সম্পত্তির উপর একটি বেসরকারি মহিলা মাদ্রসাও রয়েছে। সরকারি এ সম্পদ উদ্ধারে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে আসছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি।
সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এই পর্যন্ত দখলকারীদের অবৈধ স্থাপনা অপসারণের জন্য ৪ বার নোটিশ প্রদান করা হয়েছে। প্রথম নোটিশ প্রদান করা হয় ৮/১২/২০২১ এরপর ১৪/০৬/২০২২, তারপর ১১/০৫/২০২৩, সর্বশেষ নোটিশ প্রদান করা হয় ১২/০৭/২০২৩ তারিখ। ১২ জুলাই যাদের নোটিশ প্রদান করা হয়েছে তারা হলেন, নয়ন কুমার দাশ, এ্যাডঃ মনিরুল ইসলাম, আজিজুর রহমান সানা, মাওঃ আব্দুল কাদের, ইনজিল গাজী, দাউদ মিস্ত্রী, বদরুল আলম, রেক্সোনা পারভীন, মেহেদী হাসান, রেমা আক্তার, আব্দুল্লাহ ও লুৎফর সানা। নোটিশে ১৯/০৭/২০২৩ তারিখের মধ্যে অধিগ্রহনকৃত জামির উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য বলা হয়। নির্ধারিত সময় শেষ হলেও কাউকে স্থাপনা অপসারণ করতে দেখা যায়নি।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, যারা আমাদের অধিগ্রহণকৃত জমির উপর অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন তাদেরকে আমরা ৪ বার নোটিশ প্রদান করেছি। সর্বশেষ নোটিশের নির্ধারিত সময়ও ইতোমধ্যে শেষ হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এলজিইডি’র এ কর্মকর্তা জানান।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, অধিগ্রহণকৃত জায়গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। এখানে সরাসরি আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নাই। এ জন্য এ ব্যাপারে এলজিইডি’র উর্দ্ধতন কর্তৃপক্ষকেই পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও উৎসাহী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ
শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক
চন্দনাইশে এতিম ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নাঙ্গলকোটে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক
ঠাকুরগাঁওয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাকেরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
কেশবপুর উপজেলা বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টুর জানাজায় সর্বস্তরের মানুষের ঢল
গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ: হানিওয়েল গার্মেন্টসে ৫৮ শ্রমিক বরখাস্ত, বন্ধ ঘোষণা কারখানা
‘গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, সবকিছু পুড়ে ছাই’
চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
Link Copied