সংসদ নির্বাচন নিয়ে ঢাকা-২ আসনে আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের নিয়ে বিশেষ প্রতিনিধি সভা
ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-২ আসনের আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ই জুলাই কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা ২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. খোকন, এ গফুর, শেখ বাদল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেনসহ ঢাকা ২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা, কামরাঙ্গীচর,সাভারের তেতুল ঝড়া, আমিন বাজার ও ভাকুর্তার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি সভায় তৃনমূলের নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা ২ আসনের তৃণমূলের নেতা কর্মীরা শাহীন আহমেদকে যে কোনো সময় কাছে পায় এবং তিনি তৃণমূল নেতাকর্মীদের আগলে রেখে সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। আমরা তৃনমূলের সব বিষয়ে শাহীন আহমেদ কাছে যেতে পারি। আমাদের নেতৃ শেখ হাসিনা বলেছেন- ‘তৃণমূল যার নৌকা তার’ আমরা সেই নেতাকেই চাই ঢাকা তৃণমূল নেতা শাহীন আহমেদকে। তাই আমরা নেত্রীর কাছে আমাদের জোরদাবি জানাই, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা ২ আসনের নৌকার মনোনয়ন যেন শাহীন আহমেদকে দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, আপনারা সবাই জানেন, তৃণমূলের নেতাকর্মীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি গত ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচন করতে চেয়েছিলাম। তখন আমাদের মাননীয় নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে বলেছিলেন শাহীন তুমি এবার নির্বাচন করো না, আমি তোমার বিষয়টা আগামীবার দেখবো। আমি মাননীয় নেত্রীর কথা অনুযায়ী তখন নির্বাচন করিনি। আবারো দ্বাদশ নির্বাচন এসেছে, এবার নেত্রী আমাকে ঢাকা-২ আসনের নৌকা দেবেন এবং আমি মাননীয় নেত্রীকে নৌকার জয় এনে দেব ইনশা আল্লাহ।
ঢাকা-২ আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে বিশেষ প্রতিনিধি সভার সভাপতি রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ সদস্য মো. মিন্টু মিয়া, কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভ‚মি বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ দুলু, ঢাকা জেলা কৃষক লীগের সহ-সভাপতি শারমিন ইসলাম লিপি কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রতন, কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদ মিন্টু, সাভার থানা আওয়ামী লীগের সদস্য আ. রহমান, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাউদ্দিন লিটন, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. তাহের আলী, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আ. বারেক, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামানসহ ঢাক-২ নির্বাচনী এলাকার প্রায় ৫ হাজার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।
এমএসএম / এমএসএম
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া