উৎসব মুখর পরিবেশে শিয়ালখোওয়াহাট বনিক সমিতির ভোট গ্রহন চলছে
লালমনিরহাটের কালীগঞ্জ শিয়ালখোওয়াহাট বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল চারটা পর্যন্ত।
লালমনিরহাটের ঐতিহ্যবাহী বিশাল এই শিয়ালখোওয়াহাটের বনিক সমিতির ভোট এর আগে এতটা উৎসবমুখর পরিবেশে কখনো হয়নি।জনপ্রতিনিধি নির্বাচনের বাহিরে এসে বনিক সমিতির নেতা নির্বাচনে গণতন্ত্রের পূনরায় চর্চার সুযোগ পেয়ে উৎসাহ আর উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছে সমিতির প্রায় ৪ শতাধিক ভোটার।
ভোটার ও প্রার্থীরা বলছেন লালমনিরহাট জেলার মধ্যে তারা একটি ইতিহাস সৃষ্টি করছেন যা দেখে অন্যান্য বড় হাটগুলোর বনিক সমিতি অনুপ্রেরণা পাবে। ব্যবসায়ী নেতা নির্বাচনে ভোট দিতে আসা ভোটার শাহা আলী জানান,এর আগেও সমিতির নেতা নির্বাচন করেছিলাম।তবে এতটা সুন্দর পরিবেশে নয়।এবার স্থানীয় জনপ্রতিনিধি ও বাজারের ইজারাদারসহ সদ্য সাবেক বনিক সমিতির নেতাদের সহায়তায় সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। বাজার ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যারা কাজ করবে তাদের ভোট দিবেন বলেও জানান তিনি। বনিক সমিতির সদস্য ও প্রচার সম্পাদক প্রার্থী নুরুজ্জামান আহমেদ জামান বলেন, নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর। এর আগে এত সুন্দরভাবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ভোট কেউ করতে পারেনি।স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর দিকনির্দেশনায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও জানান এই প্রার্থী । সাধারণ সম্পাদক প্রার্থী নুর মোহাম্মদ মানিক বলেন, সকাল থেকে ভোটররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।নির্বাচনের এই সুন্দর পরিবেশের জন্য তিনি নির্বাচন সংশ্লিষ্টদের প্রশংসাও করেন।
শিয়ালখোওয়াহাট বাজারের ইজারদার মমিনুর রহমান বলেন, ব্যবসায়ীরা তাদের নেতা নির্বাচন করার জন্য এই পরিবেশটি একটি ইতিহাস হয়ে থাকবে। এই ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুর দিকনির্দেশনায় এই পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছে বনিক সমিতির নির্বাচন কমিশনার বলেও জানান তিনি।
শিয়ালখোওয়াহাট বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক আব্দুস সালাম বলেন, বাজার ও ব্যবসায়ীদের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে স্থানীয় সচেতন মহলের লোকজন সহয়তা করেছে। সকাল থেকে ভোট শান্তিপূর্ণ ভাবে চলছে। সার্বিক পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত কোনো প্রার্থী অভিযোগ দেয়নি।এবং সকলেই সন্তোষ প্রকাশও করেছেন পরিবেশ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে।
বনিক সমিতির এই নির্বাচনে সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ২জনসহ পাচটি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু
নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের
বারহাট্টায় প্রাথমিক বিদ্যালয়ের কমপ্লিট শাটডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক
রাণীশংকৈলে সার বিতরণে বিশৃঙ্খলা: কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষকরা
সীমাহীন দুর্নীতি-অনিয়মের দায়ে পাবনার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল সরদার বরখাস্ত
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করে শিক্ষকদের কর্মবিরতি ,অভিভাকগণ দিশেহারা
বিজয় দিবস উদযাপনে কোটালীপাড়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা
Link Copied