বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ খেলার মঞ্চে জিন্দাবাদ বললেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ
খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অতিথি মঞ্চে সমাপনি বক্তব্যে জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্যের ইতি টানেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ। গত ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।এ ঘটনায় উপজেলা জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
জানা যায়, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তর আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৭জুলাই বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।খেলা শেষে অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে অতিথি মঞ্চে দাড়িয়ে জনসম্মুখে অতিথিবৃন্ধদের উপস্হিতিতে জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ। ঘটনাটি মুহূর্তের মধ্যে মানুষের মুখে মুখে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়।চায়ের দোকান সহ উপজেলা জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। বর্তমানে ঘটনাটি টক অব দি পাইকগাছায় পরিনত হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সুশিল সমাজ। ঐ সময় অতিথি মঞ্চে উপস্হিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ভারপ্রাপ্ত মেয়র এসএম তৈয়েবুর রহমান, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর রহমান, শেখ ফারুক হোসেন, আছাদুজ্জামান, দেবাশীর্ষ দাশ, ঝংকার ঢালী ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহ-কারি শিক্ষকবৃন্ধরা। এ ব্যাপারে আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘটনার সত্যতা স্বীকার করেন বলেন,আমার ভূল হয়েছে। আর আমার অসাবধানতা বশঃত এটা হয়েছে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী জানান,প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঐদিন খেলা শেষে তার সমাপনি বক্তব্যে জনসম্মুখে জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলেছে। এটা সত্য।উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা মঞ্চে উপস্হিত থাকা স্বত্বেও বলেন, এ বিষয়টি আমার জানা নেই।উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন,ঘটনাটি সত্য। জনসম্মুখে তার বক্তব্যে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলেছে। একটা দায়িত্বশীল পদে থেকে তার এ ধরনের বক্তব্য কোন ভাবেই কাম্য নয়। এ ব্যাপারে সুধীজনরা জানান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে থেকে আলমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ তার বক্তব্য জাতীয় শ্লোগান জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কে অবমাননা করেছে।আমরা এর তীব্র নিন্দা জানাই। একইসাথে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান
তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ
আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও উৎসাহী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ
শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক
চন্দনাইশে এতিম ও দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
নাঙ্গলকোটে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক
ঠাকুরগাঁওয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাকেরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
কেশবপুর উপজেলা বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টুর জানাজায় সর্বস্তরের মানুষের ঢল
গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক বিক্ষোভ: হানিওয়েল গার্মেন্টসে ৫৮ শ্রমিক বরখাস্ত, বন্ধ ঘোষণা কারখানা
‘গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, সবকিছু পুড়ে ছাই’
চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশমুখে অবরোধ
Link Copied