ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

অনেক খুঁজেও নিজ দেশের ম্যাচ দেখতে পারেননি অসি অধিনায়ক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ২:৩৭

শেষ মুহূর্তে চোট না পেলে দলের সঙ্গে তিনিও আসতেন বাংলাদেশে, নেতৃত্ব দিতেন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু হাঁটুর ইনজুরিতে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

দেশে ফিরে ফিঞ্চের আশা ছিল, অন্তত টিভিতে দেখতে পারবেন নিজ দেশের খেলা। কিন্তু সেটিও সম্ভব হয়নি। কেননা অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল চলতি সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি। যার ফলে অস্ট্রেলিয়ায় বসে টিভিতে ম্যাচগুলো দেখার সুযোগ নেই।

তবু ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, ইউটিউবের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বসে দেখা যাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। কিন্তু ম্যাচ শুরুর পর দেখা গেছে, এ খবরও সত্য নয়। অস্ট্রেলিয়ায় বসে ইউটিউবে দেখা যায়নি বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ।

তাই ম্যাচ চলাকালীন সময়েই খেলা দেখতে না পারা আক্ষেপের কথা জানিয়েছেন ফিঞ্চ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে.

ফিঞ্চের এ টুইটের নিচে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ও পুরুষ দলের পেসার মিচেল স্টার্কের স্ত্রী এলিসা হিলি। তিনি লিখেছেন, ‘আমিও খুঁজে পাচ্ছি না। হাহাহা।’

অবশ্য মঙ্গলবারের ম্যাচটি দেখতে না পারলেও খেলা শেষে ফলাফল নিশ্চয়ই জেনেছেন ফিঞ্চ-হিলিরা। নিজ দলের পরাজয় সরাসরি টিভিতে দেখতে নিশ্চয়ই ভালো লাগতো না তাদের।

এমএসএম / এমএসএম

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!