ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সিএস নকশা জরীপ অনুযায়ী আন্তজেলা সীমানা নির্ধারণ করার দাবিতে মানববন্ধন


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ১২:২১
চাদঁপুর জেলার হাইমচর উপজেলার অন্তরভুক্ত নিলকমল ইউনিয়ন অঞ্চলে সিএস সীমানা অমান্য করে ভোগদখল  হামলা লুঠপাট জবরদখলের প্রতিযোগীতায় মেতে ওঠেছে ভুমিদস্যুরা। আর এসব চর বসবাস করা মানুষ রয়েছে আতংকে তাই সিএস রেকর্ড অনুসারে আদি চ্যানেলের আন্তজেলা সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার স্থাপন এবং বহিরাগত সকল দখলদারদের কাছ থেকে অবিলম্বে পুণরুদ্ধার করার জন্য মানববন্ধন করেছেন নিলকমল ইউনিয়নের স্থানীয় বাসিন্দার। (২-আগস্ট) বুধবার সকালে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।
 
এসময় ঐ এলাকার বাসিন্দারা বলেন, ৭০ বছর যাবত আমরা পরিবার পরিজন নিয়ে এখানে বাসকরতেছি কিন্তু এখন আমাদের যায়গা জমি জোর পূর্বক দখল করতেছে কিছু প্রবাবশালী মহল। তাই সিএস নকশা অনুযায়ী জমির সীমানা নির্ধারনের দাবিতে মানববন্ধনে নিলকমল ইউনিয়ন ৮নং ওয়ার্ডের বাহেরচর,চৌধুরী বাজার , মিয়ার বাজার , নতুন বাজার, সাহেবগঞ্জ টিপু নগর, আনন্দ বাজার এই কয়েকটি বাজার হাইমচর উপজেলার চাঁদপুর জেলার অন্তরভুক্ত ঐ চরাঅঞ্চলের বাসিন্দারা।
 
এ বিষয়ে গত বছরের ৪ঠা এপ্রিল ভূমি রেকর্ড ও জরীপ অধিদপ্তর কতৃক একটি ভার্চুয়াল সভা করা হয় ঐ সভা সুত্রে জানা যায়, চাদপুর হাইমচর, শরীয়তপুর গোসাইরহাট ও ভেদরগঞ্জ এবং বরিশালের হিজলা আন্তজেলা সীমানা নির্ধারনের জন্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার(রাজস্ব) জেলা প্রশাসক শরীয়তপুর, উপজেলা নির্বাহী অফিসার গোসাইরহাট এবং এবং হাইমচর উপজেলা চেয়ারম্যান সহ আরো অন্যান্যদের উপস্থিতে মাঠ পর্যায়ে জরীপ করেন এসময় তারা তাদের অভিমত ব্যাক্ত করেন ভার্চুয়ালী সভায় কার্যবিবরনীতে থেকে জানা যায়, সিএস এর ১৯৪০-১৯৪৫ সাল চরজলালাপুর দাইমী চর নারায়নপুর মৌজার আরএস জরীপে মালিকানা পেয়েছেন। শরীয়তপুর গোসাইরহাটের আরএস নকসশা অনুযায়ী আন্তজেলা সীমানা নির্ধারনের প্রস্তাব করেন এটা করলেই শরীয়তপুর গোসাইরইাট মূল সীমানা বের হবে।
 
মানববন্ধনে উপস্থিত নিলকমল ইউনিয়ন চেয়ারম্যান বলেন, চরাঞ্চলে বহুসংক্ষক পরিবার দির্গ। ৬০-৭০ বছর যাবত বসবাস করে আসছেন কিন্তু ইদানিং বহিরাগত কিছু ভূমিদস্যু এসে জোরপূর্ইক জবরদখল হামলা সহ আবাদী জমির ফসল লুটপাট করে বাধা দিতে আসলে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছনিয়ে যায় সর্বস্ব এনিয়ে এই এলাকায় আতংকের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারা অচীরেই এই এলাকা সিএস নকশা অনুযায়ী আন্তজেলা সীমানা নির্ধারন করলে  স্থায়ী সমাধান হবে।
 
এসময় নিলকমল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সবস্থরের সাধারন মানুষ সিএস নকশায় জমী সীমানা নির্ধারনের দাবীতে চৌধুরী বাজার,আনন্দ বাজার,সাহেব বাজার, নতুন বাজার, সহ কয়েকটি স্থানে মানববন্ধন করেন এসময় গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী আহসান সিদ্দিক লাভু শরীয়তপুর জেলা পরিষদের সাবেক সদস্য চৌধুরী গোলাম রাব্বানী শাকিল, নিলকমল ইউনিয়নের চেয়ারম্যান এবং ঐ ওয়ার্ডের মেম্বার সহ সকল শ্রেণী জপেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহন করেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার জয়কুমোর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঝুলছে তালা

তাড়াশে মাঠ কৃষকদের জন্য পুনর্জননশীল কৃষির উপর কনক্লেব কাম কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় মোবাইল মেকানিকের লাশ উদ্ধার

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

লাকসামে ইউএনও কাউছার হামিদের বদলী আদেশ প্রত্যাহার কারণে মানববন্ধন

সদর দক্ষিণের জনগণ আমার পাশে আছে, কোন ষড়যন্ত্রই কাজে আসবে না: হাজী আমিন উর রশিদ ইয়াসিন

‎সাঘাটায় সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়গঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন পৌর প্রশাসক মাসুদ রানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর আসিফ আব্দুল্লাহ ডাকসু নির্বাচনে ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী

টাঙ্গাইলে কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

নন্দন কলা কেন্দ্র, ঢাকা'র সম্মাননা পেলেন নৃত্যগুরু হাসিব পান্না

নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে সহোদর ২ ভাই খুন