ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটে মুরগির বিষ্ঠা ফেলাকে কেন্দ্র করে কলহ: হামলা ও লুটপাটের অভিযোগ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৫-৮-২০২৩ দুপুর ৪:৩৯
লালমনিরহাটের আদিতমারীতে মুরগির বিষ্ঠা ও খামার ঘরের পানি অন্যের জমিতে পড়াকে কেন্দ্র করে খামার মালিকের সাথে প্রতিপক্ষের সাথে কলহ  সৃষ্টি হয়। সৃষ্ট কলহের জেরে মুরগির খামার মালিকের উপর আকস্মিক হামলা করে আহত ও লুটপাটের ঘটনা ঘটায় গৌরাঙ্গ চন্দ্র দেবনাথসহ প্রতিপক্ষরা, এমন অভিযোগ তুলে গত (১আগষ্ঠ) আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে বিপ্লব চন্দ্র দেবনাথ নামের একজন উদ্যোক্তা।
 
শনিবার(৫ আগষ্ট) সকালে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, সারপুকুর ইউনিয়নে দেবনাথ পাড়ার বাসিন্দা বিষ্ণু দেবনাথের ছেলে উদ্যোক্তা বিপ্লব চন্দ্র দেবনাথের সাথে মুরগির বিষ্ঠা ফেলা ও খামার ঘরের পানি পড়া নিয়ে প্রতিবেশী গৌরাঙ্গ দেবনাথের কয়েকদিন থেকে কলহ চলছিলো।তারই জেরে গত ১ আগষ্ট সকালে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ হয়। এতে খামার মালিক বিপ্লব চন্দ্র দেবনাথসহ উভয় পক্ষের লোকজন আহত হয়। বিষয়টি নিয়ে উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে।
 
স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য ও বিপ্লব চন্দ্র দেবনাথের দেওয়া এজাহার সূত্রে জানা গেছে, বিপ্লবের বাড়ী থেকে ৪০০ গজ দূরে নিজস্ব জমিতে দীর্ঘ আট বছর বছর পূর্বে নির্মান করা দুটি মুরগির খামার রয়েছে। খামার নির্মানকালীন সময় আশপাশে বাড়ীঘর না থাকলে বর্তমানে একটি খামারের পাশে প্রতিপক্ষের বাড়ি ও খামারের অপর দিকে বাঁশঝাড় রয়েছে। প্রতিপক্ষ গৌরাঙ্গ দীর্ঘদিন খামারের বিষ্ঠা নিজ উদ্যোগেই তার জমিতে ফেলার অনুমতি দিয়েছিলেন।তবে সম্প্রতি নিষেধ করায় বিপ্লব তার নিজস্ব জমিতেই বিষ্ঠা ও ফেলার জায়গা করেছেন। বিপ্লব অন্যের জমিতে ফেলতে না চাইলেও হঠাৎ বৃষ্টির চাপে পানির সাথে গড়ে গৌরাঙ্গের জমিতে যাওয়ায় কথা-কাটাকাটি হয়। তারই জের ধরে ঘটনার দিন অর্থাৎ গত ১ আগষ্ট সকালে প্রতিপক্ষ একই এলাকার বাসিন্দা মৃত অনন্ত কুমারের গৌরাঙ্গ চন্দ্র(৫০), গৌরাঙ্গের চাচা বীরেন চন্দ্রসহ কয়েকজন খামার লাগোয়া তার জমিতে আসেন এবং গৌরাঙ্গকে ডেকে নেয়।সেখানে উভয়ের মাঝে প্রথমে কথা-কাটাকাটি ও পরে সংঘর্ষ বাঁধে।এতে উদ্দোক্তা বিপ্লব আহত হয়। বিপ্লবকে বাচাতে তার বাবা-মা এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়। থানায় দেওয়া লিখিত অভিযোগে বিপ্লব উল্লেখ করে জানান,হামলাকারীরা খামারও ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে ।এসময় প্রতিপক্ষের একজন সুযোগ বুঝে বিপ্লবের মায়ের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ।পরে আশপাশে থাকা স্থানীয়রা এগিয়ে এসে উভয়পক্ষের লোকজনকে শান্ত করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। 
 
এ বিষয়ে প্রতিপক্ষ বীরেন চন্দ্র দেবনাথে সাথে কথা হলে তিনি জানান, গৌরাঙ্গের সাথে বিপ্লবের কথা-কাটাকাটি ও মারামারি হয়েছে।যেখানে গৌরাঙ্গের মাথা ফেটে গেছে এবং তার মাথায় চিকিৎসক সেলাই দিয়েছে। উভয়ের মারামারিতে বিপ্লবও আহত হয়েছে তবে ছিনতাইয়ের ঘটনা মিথ্যে ও হামলার সময় উপস্থিত থাকলেও তার সম্পৃক্ততা ছিলো না বলে দাবি করেছেন তিনি। তবে অভিযোগকারী বিপ্লব জানান,তিনি একা ছিলেন আর হামলাকারীরা কয়েকজন ছিলো। হামলাকারীদের নিজেদের কারো মাধ্যমে গৌরাঙ্গের মাথা ফেটে থাকতে পারে।
 
স্থানীয় ইউপি সদস্য আজিজ মিয়া জানান, খামার মালিক বিপ্লব চন্দ্র দেবনাথ ও তার প্রতিপক্ষ গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ একে অপরের প্রতিবেশী। উভয়ের সাথে কথা হয়েছে তারা থানায় অভিযোগ দিয়েছে। বসে কথা বলার মাধ্যমে সমাধান না করা গেলে আইনানুগ ব্যবস্থা নিবে থানা পুলিশ।
 
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাম্মেল হক জানান,উভয়পক্ষই লিখিতভাবে অভিযোগ দিয়েছে এবং তা তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

হত্যাকান্ডের শিকার হওয়া নুরুল কবির বাঁচার জন্য আশংকা প্রকাশ করে থানায় অভিযোগও করেছিল

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের