ঢাকা সোমবার, ৪ আগস্ট, ২০২৫

দামুড়হুদার আটকবরে স্থানীয় শহীদ দিবসের আলোচনা সভায় "এমপি ছেলুন জোয়ার্দ্দার"


 চুয়াডাঙ্গা প্রতিনিধি photo চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৮-২০২৩ রাত ১০:৪৮

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাটুদা আটকবরে স্থানীয় শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায়  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল,  আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 
প্রথমেই চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা। এছাড়া কালো পতাকা উত্তোলন করেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। 
পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আট শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।প্রথমেই  জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আট শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ,  জেলা শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, জেলা মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। পুষ্পমাল্য অর্পন শেষে শহীদদের আত্মার মাগফেতার কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতপর জেলা আওয়ামী লীগের আয়োজনে আট শহীদ মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা সদরুল আলম। কোরআন তেলোয়াত শেষে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী  লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যারা বাংলাদেশ চাইনি সেই স্বাধীনতা বিরোধী শক্তি কিন্ত থেমে নেই। তারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওই স্বাধীনতা বিরোধী শক্তি এই আগস্ট মাসকেই বেছে নেয়। ষড়যন্ত্রকারীরা আগস্ট মাসেই আওয়ামী লীগের উপর সবচেয়ে বেশি আঘাত হেনেছে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিল। সেদিন আমরা ষড়যন্ত্রকারীদের কাছে পরাজিত হয়েছিলাম। তাই আমাদের সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে  ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। সাংগঠনিক ভিত যদি শক্ত না থাকে তাহলে কিন্ত ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা সম্ভব নয়। তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আমরা তাকে থরে রাখতে পারিনি। মাত্র সাড়ে তিন বছরের মাথায় আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। তার সেই স্বপ্ন বাস্তবায়নে  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন।  তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 
ডিজিটাল বাংলাদেশের গন্ডি পেরিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। তার হাতকে শক্তিশালী করে আবারও তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। 
আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক সাবেক পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু, সাবেক দফতর  অ্যাড. আবু তালেব, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান রাজ (সিআইপি), বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, বীর মুক্তিযোদ্ধা আলী আজগার ফটিক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, জেলা  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কমিটির সভাপতি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম ও ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল হামিদ রেজা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দৈনিক সকালের পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর  হাকিম,  দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, দামুড়হুদা মডেল থানার  নবাগত অফিসার ইনচার্জ  (ওসি) আলমগীর কবির, ডি.আই ওয়ান ফখরুল আলম খান জীহাদ, জেলা জজকোর্টের পিপ অ্যাড. বেলাল হোসেন,  আওয়ামী লীগ নেতা অ্যাড. তালিম হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক হাজি রিপন মন্ডল, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাটুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সহসভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক রেজাউল করীম, দামুড়হুদা থানা প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার হোসেন বকুল, সাধারন সম্পাদক শেখ হাতেম আলী, সহসম্পাদক রতন বিশ্বাস,  আওয়ামী লীগ নেতা হাজি রমজান আলী, আব্দুস সালাম, শওকত আলী, শিক্ষক সহিদুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নুরুন নাহার কাকলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন রিনা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি শাহাবুল, যুবলীগ নেতা আব্দুল কাদের, ছাত্রলীগ নেতা তারিক, শিপন তরফদার, লেমন খান, লিজনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আট শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও 
বীর মুক্তিযোদ্ধাগণ। আলোচনা শেষে দোয়া  করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শওকত আলী। 
উল্লেখ্য ১৯৭১ সালের ৫ আগস্ট  মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে আবুল কাশেম, হাসানুজ্জামান, রবিউল ইসলাম, তারেক, আফাজ উদ্দিন, কেয়ামদ্দিন, রওশন ও খোকন এই আট বীর মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন। 

এমএসএম / এমএসএম

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে

মান্দায় সওজের জমি দখল করে রেস্টুরেন্ট নির্মানের অভিযোগ

লোহাগড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মেহেরপুরে " জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাগণের ভূমিকা " শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলনে হাইব্রিড নেতাদের মুখোশ উন্মোচন

আদমদীঘিতে আওয়ামীলীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নেন্টু গ্রেফতার