টানা বর্ষণে সাতকানিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

শ্রাবণের শেষ মুহূর্তে বর্ষার চিররঙিন রূপ যেন ফুটেছে আলোকিত হয়ে তবে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।গত ৩ আগস্ট থেকে লাগাতর বৃষ্টিতে উপজেলার বিল আর চরাঞ্চল পানিতে হাবুডুবু খাচ্ছে।
শুক্রবার থেকে টানা ভারী বর্ষণ আর উজান থেকে আসা পানিতে তলিয়ে যাচ্ছে চরঅঞ্চলের ক্ষেত ক্ষেতীর ফসলাধী।সাতকানিয়া উপজেলার ওপর বয়ে যাওয়ার ডলু নদীর পানি বিপদসংকুল হয়ে পড়েছে ওজানের পানি আসাতে। অন্যদিকে সাঙ্গু নদীতে নেমেছে পানির ঢল।সরেজমিন দেখা গেছে উপজেলার নিম্নাঞ্চলের আউশ ধান ও ক্ষেত জমির ফলফলাধি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।উপজেলার চরতি, আমিলাইষ, নলুয়া, খাগরিয়া, কালিয়াইশ, ধর্মপুর, পুরানগড় সাঙ্গু নদীর তীরবর্তী হওয়ায় কৃষক ফসলাধি নিয়ে আশঙ্কা প্রকাশ করছে।
আউশ ধান চাষ করা কৃষকরা জানান, লাগাতর ভারী বর্ষণ আর উজানের পানি আসায় নিচু জায়গা তলিয়ে গেছে। অন্যদিকে, আবহাওয়া অফিস বলছে আরো কয়েকদিন ভারী বর্ষণ হবে।প্রতিবেদন লেখা পর্যন্ত ও সারাদেশের ন্যায় চট্টগ্রামের সাতকানিয়ায় ভারী বর্ষণ হচ্ছে। রাতে পাওয়া তথ্য অনুয়ায়ী উপজেলার চরতি, নলুয়া, আমিলাইষ, খাগরিয়া সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল ও বিল অঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে ভারী বর্ষনের ফলে পাহাড়ের পাদদেশে থাকা মাদার্শা,এওচিয়া,ছদাহার ইউনিয়নের অধিকাংশ লোকের বাড়িগুলি বেশী ঝুঁকিতে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে এখনো পর্যন্ত উপজেলা প্রশাসন থেকে বরাবরের ন্যায় মাইকিং করা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত নয় অনেকে কিন্তু সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস সকালের সময়কে জানিয়েছেন ইতোমধ্যে সকল ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে জরুরী ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি অত্র এলাকাসমূহে মাইকিং করা হচ্ছে। তৎপর ইনশাআল্লাহ বড় কোন ক্ষতির মুখে পড়তে দিবনা কাউকে।
এদিকে ছদাহার চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী জানান,ছদাহার বহনা মুড়া,হরিন তোয়া,সাড়াসিয়া এলাকার পাহাড়গুলি সমতল ওরা ওখানেই বাড়ি করছে ধসে পড়ার সম্ভাবনা নেই।তবুও আমি সকাল থেকে খোঁজ খবর নিচ্ছি মাদার্শার ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী বক্তব্য নেয়ার জন্য কল করা হলে ফোনে সংযোগ দেয়া সম্ভব না বলায় বক্তব্য নেয়া হয়নি।
এমএসএম / এমএসএম

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন
Link Copied