ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ইলিশের মৌসুমেও মিলছে না পর্যাপ্ত ইলিশ, ক্রয় ক্ষমতার বাইরে সাধারন মানুষের


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ৮-৮-২০২৩ দুপুর ২:১৪

বর্ষার মৌসুম শ্রাবণেও মিলছে না ইলিশ, দাম চড়া,জ্যৈষ্ঠ মাস থেকেই ইলিশের মৌসুম শুরু। কিন্তু এবার ভরা শ্রাবণেও পিরোজপুর জেলার নদীগুলোতে ইলিশ ধরা পড়ছে না। বিভিন্ন মাধ্যমে অল্প পরিমাণে ইলিশ জেলায় ঢুকলেও তার দাম চড়া। যা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি। ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ইলিশ।পিরোজপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক কেজি বা তারও বেশি ওজনের ইলিশের দাম আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা। ৭০০,৮০০০, গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা,ঝাটকা ৭০০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পিরোজপুরের বেকুটিয়া সেতুর টোল প্লাজার কাছের বাজারের ইলিশ ব্যবসায়ী কালাম সেখ বলেন, অনেক দিন ইলিশ ধরা বন্ধ ছিল। এখন অভিযান খুলেছে কিন্তু আবহাওয়া খারাপ থাকায় জেলেরা সাগরে জাল ফেলতে পারে না। তাই বাজারে ইলিশের সরবরাহ অনেক কম। এছাড়া পিরোজপুরের নদীগুলোতে এখনো তেমন জালে ইলিশ ধরা পড়তে শুরু করেনি। এ কারণে বাজারে ইলিশের দাম বাড়তি। গত বছর এ সময় যে দামে ইলিশ বিক্রি করেছিলাম, এখন তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করতে হচ্ছে ।প্রতিবছর পিরোজপুরের মাছ বাজারে এ সময় প্রচুর পরিমাণ ইলিশ সরবরাহ ছিল। ফলে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সরগরম থাকত বাজারটি। এবার সেই চিত্র নেই। ইলিশের সরবরাহ একেবারেই কম। দামও বেশ চড়া।সাহিদ সিকদার নামের এক ক্রেতা বলেন, ৬৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ১ হাজার ৫৫০ টাকা দিয়ে কিনেছি। বাজারে ইলিশের আমদানি খুবই সামান্য।আলমগীর  নামের আরেক ক্রেতা বলেন, বাজারে ছোট ও মাঝারি সাইজের কিছু পরিমাণ ইলিশ এসেছে। ছোট ইলিশ দেখলে পছন্দ হয়, যা পছন্দ হয় তার দাম প্রতিকেজি ১ হাজার ৮০০ টাকা। এজন্য ইলিশ কিনতে না পেরে সাগরের অন্য মাছ কিনে বাড়ি যাচ্ছি।নুরুল নামের এক ক্রেতার সাথে কথা হলে তিনি বলেন আমার ৭ বছর বয়সী ছেলে ইলিশ মাছ খেতে চেয়েছে কিন্তু মাছের যে দাম তা আমার মতো দৈনিক দিনমজুরের পক্ষে কেনা অসম্ভব,তাই ইচ্ছে থাকা সত্ত্বেও মাছ কিনতে পারিনি।পিরোজপুর  বাজারের আড়তদার ফারুক বলেন, মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় ইলিশের সরবরাহ একেবারেই বন্ধ ছিল। কিছুদিন আগে নিষেধাজ্ঞা উঠলেও এখন ভারী বৃষ্টি হচ্ছে। ফলে জেলেরা ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরতে সাহস করছেন না।এদিকে শ্রাবণের শেষে এসেও নদীতে ইলিশের দেখা না পেয়ে হতাশ জেলেরা।বলেশ্বর তীরবর্তী টগড়া এলাকার জেলে আজগর হোসেন বলেন, ‘নদীতে কয়েক ঘণ্টা জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না।একই কথা বললেন পাশের ইন্দুরকানি এলাকার জেলে আলমগীর হোসেনও। জেলে সুলতান হোসেন বলেন,কচাঁ,সন্ধ্যা,কালিগঙ্গা,বলেশ্বর,তুষখালি, নদীতে ইলিশের দেখা নেই।জেলেরা নদী থেকে শূন্যহাতে ফিরছেন। কারণ নদীতে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা আছে। তাই জীবনের ঝুঁকি নিয়ে জেলেরা বেশিক্ষণ থাকতে পারছেন না,তাছাড়া আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সংকেত দেখানো হয়েছে।জেলে তৌহিদ বলেন, ‘নদীতে এখন ইলিশের দেখা পাওয়া ভাগ্যের বিষয়। কেন না ইলিশ তার জীবনচক্রের কারণে গভীর সমুদ্রে চলে গেছে। প্রজনন বা ডিম ছাড়ার সময় হলে মিষ্টি পানিতে বেশি আসে। এখন নদীতে ইলিশ নেই বললেই চলে।পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা  সকালের সময়কে বলেন, পিরোজপুরের নদীগুলোতে এখনো ইলিশ তেমন ধরা পড়ছে না। কারণ ইলিশ ধরা পড়তে বর্ষা লাগে। এর আগে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরে তেমন বৃষ্টিপাত ছিল না। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এখন কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাবে বলেও আশা করছি।তার দাবি, ইলিশ রক্ষায় সরকার ঘোষিত বিভিন্ন পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন করায় প্রতিবছর ইলিশের উৎপাদন বাড়ছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আশুলিয়ায় অস্বাভাবিক হারে বেড়েছে ভিক্ষাবৃত্তি

‎কুতুব‌দিয়ায় মা-‌ছে‌লেসহ তিনজন অগ্নীদগ্ধ ৩

রাণীনগরে আমন ধনের বাম্পার ফলন ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা

মধুখালি উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ - ২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধ ও আলোচনা সভা

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি ৩১টি গাছ কেটে নেওয়ার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

রাঙ্গামাটিতে তিন দিনের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুমিল্লায় বিআরটিএর মোবাইল কোর্ট অভিযান

ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ নির্বাচিত হলেন শেরপুরের ডিসি তরফদার মাহমুদুর রহমান

তানোরে সার পাচারকালে ৬০ বস্তা সার জব্দ

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে, মোহনগঞ্জে মাদকের আস্তানা উৎখাতে মশাল মিছিল ও বিক্ষোভ

আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও উৎসাহী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ