রাজস্থলীতে পোয়াইতু মারমা পাড়া খালের বাশের সাঁকো ভেঙে জনর্দুভোগ এলাকাবাসী
রাজস্থলী গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়া ৪নং ওর্যাড এর অর্ন্তগত দূর্গম মারমা পাড়া খালের উপর নিজ উদ্যােগের সাঁকো বাশের নির্মাণ বৃষ্টি পাহাড়ি ঢলে ভেঙে চুড়মার হয়েছে । ৯ তারিখ সরেজমিনে ঁঘুরে এসে এ চিত্র দেখা গেছে। রাজস্থলী উপজেলা ১ নং গাইন্দ্যা ইউনিয়নের নদীর ওপার ৪ নং ওয়ার্ড, নদীর এপার ৭ নং ওয়ার্ড মেম্বার সুইনুমং মারমা বলেন, কয়েক দিন ধরে পাহাড়ি ঢল বৃষ্টি হওয়ার নদীর উপর দিয়ে তৈরি করা ঝুলন্ত বাশের সাঁকো স্রোতের ভেঙে তলিয়ে গেছে। একটানা এ সপ্তাহ ধরে বৃষ্টি পাত হয়েছে, ঐ পাহাড় থেকে নেমে আসা প্রবল ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ঢলে নদীর খালে জোয়ার স্রোত পানিতে ব্রিজটি দুমড়ে মুচড়ে ভেঙে দেখা গেছে। এ গ্রামের শত পরিবার নিম্নশ্রেণি আয়ের পরিবার বসবাস করছে। বর্তমানে নদীর দুই পাড়ে শত পরিবার মানুষজন চরম দুর্ভোগে পড়েছে। এখন বাশের সাঁকো ভেঙে যাওয়ার ফলে দুই গ্রামের এপার ওপার মানুষরা বর্ষার মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নদীর পানিতে ভিজিয়ে পার হতে হয়। যতই শীঘ্রই এলাকার উপজেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যান ইউএনও জেলা প্রশাসক এমপি স্থানীয় ইউপি চেয়ারম্যান সু দৃষ্টি গোচরে সরেজমিনে গিয়ে পরিদর্শণ করে ভবিষ্যৎ একটি দূর্গম এলাকার পোয়াইতু মারমা খালের উপর ব্রীজ নিমাণ করে দিলে এ জনদুর্ভোগ রক্ষা পাব বলে পাড়াবাসী জানিয়েছেন। প্রতিনিয়ত স্কুল পড়ুয়া ছোট ছোট বাচ্চারা এ খাল হতে ঝুকির মধ্যে পার করছে। পোয়াইতু পাড়া গ্রামবাসীদের নদীর পারাপারের এক মাত্র অবলম্বন এই পোয়াইতু পাড়া ব্রিজটি।
এমএসএম / এমএসএম