মানুষ এখন বন্যার ঘোলা জল খায় না, মিনারেল ওয়াটার খায়ঃ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, মানুষ এখন বন্যার ঘোলা জল কেউ খায় না, মিনারেল ওয়াটার খায়। বন্যার কথা শুনে পরশু (বুধবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। পরিদর্শন করে ব্যবস্থা নিতে বলেছেন। এর আলোকে সরকার ও জনপ্রতিনিধিরা পদক্ষেপ নিয়েছে এবং জনগণের পাশে রয়েছেন। তিনি আজ (শুক্রবার) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন-যাতে দুই হাত খুলে বন্যার্তদের সাহায্য করি। এজন্য বঙ্গবন্ধু কন্যা ও সরকার জনগণের পাশে রয়েছেন বলে তিনি আমার মাধ্যমে আপনাদের জানিয়েছেন। অতি দ্রুত এ দুরাবস্থা আমরা কাটিয়ে উঠবো। পুনর্বাসিত হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সেক্স বন্যার্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে। শেখ হাসিনার অঙ্গীকার, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের এক যোগে কাজ করতে হবে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।
জনগনের অভিযোগ নতুন রেলপথ নির্মাণের বন্যা ভয়াবহ রুপ নিয়েছে। এজন্য নতুন করে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যে কেউ বললেই নতুনভাবে সব কিছু করা যায় না। যদি রেলপথ নির্মাণ কাজে নিয়োজিত টেকনিক্যাল পারসনরা প্রয়োজন মনে করে সিদ্ধান্ত নিবেন।
বন্যায় বিধ্বস্থ ঘরের মালিকদের কি রকম সহায়তা দেওয়া হবে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, যাদের ঘর পানির সাথে মিশে গেছে তাদের নতুন করে টিনসেট দিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও তার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা
নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী ও স্থানীয় কেঁওচিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ওচমান আলী। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত
বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের মতবিনিময় সভা
শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ