মানুষ এখন বন্যার ঘোলা জল খায় না, মিনারেল ওয়াটার খায়ঃ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেছেন, মানুষ এখন বন্যার ঘোলা জল কেউ খায় না, মিনারেল ওয়াটার খায়। বন্যার কথা শুনে পরশু (বুধবার) মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। পরিদর্শন করে ব্যবস্থা নিতে বলেছেন। এর আলোকে সরকার ও জনপ্রতিনিধিরা পদক্ষেপ নিয়েছে এবং জনগণের পাশে রয়েছেন। তিনি আজ (শুক্রবার) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন-যাতে দুই হাত খুলে বন্যার্তদের সাহায্য করি। এজন্য বঙ্গবন্ধু কন্যা ও সরকার জনগণের পাশে রয়েছেন বলে তিনি আমার মাধ্যমে আপনাদের জানিয়েছেন। অতি দ্রুত এ দুরাবস্থা আমরা কাটিয়ে উঠবো। পুনর্বাসিত হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সেক্স বন্যার্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে। শেখ হাসিনার অঙ্গীকার, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের এক যোগে কাজ করতে হবে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।
জনগনের অভিযোগ নতুন রেলপথ নির্মাণের বন্যা ভয়াবহ রুপ নিয়েছে। এজন্য নতুন করে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যে কেউ বললেই নতুনভাবে সব কিছু করা যায় না। যদি রেলপথ নির্মাণ কাজে নিয়োজিত টেকনিক্যাল পারসনরা প্রয়োজন মনে করে সিদ্ধান্ত নিবেন।
বন্যায় বিধ্বস্থ ঘরের মালিকদের কি রকম সহায়তা দেওয়া হবে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, যাদের ঘর পানির সাথে মিশে গেছে তাদের নতুন করে টিনসেট দিয়ে ঘর নির্মাণ করে দেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও তার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ বি এম তাজুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা
নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী ও স্থানীয় কেঁওচিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ওচমান আলী। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
