ঢাকা মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চান আফিফ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ১২:৪০

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই অজিদের নির্বিষ করে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে জিতে প্রথমবারের মতো সিরিজটি নিজেদের করে নিতে চান স্বাগতিক দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসাইন ধ্রুব।

বুধবার (৪ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর আফিফ বলেন, ‘আমাদের প্রতি ম্যাচ নিয়েই চিন্তা থাকে। এখন চিন্তা করছি সামনের ম্যাচ নিয়ে। ওই ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচগুলোও জেতার।’

৬৭ রানে ৫ উইকেট হারানো দলের বিপদে ব্যাট করতে নেমে ২২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। এই উইকেটকিপার ব্যাটসম্যানের প্রশংসা করতেও ভুললেন না আফিফ, ‘সোহান ভাই দারুণ ব্যাটিং করেছে। তার সঙ্গে ব্যাটিংয়ের সময় পরিকল্পনা ছিল- উইকেট না দিয়ে কীভাবে রান করা যায়। সেই চেষ্টাই করছিলাম। তার সাইড থেকে ভালো সমর্থন পাওয়ায় আমার ওপর তেমন চাপ পড়েনি।’

আফিফের বিশ্বাস ছিল, উইকেটে টিকে থাকতে পারলে ম্যাচ জেতাতে পারবেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, ‘নামার সময় রিয়াদ ভাইয়ের কাছ থেকে একটা বার্তা ছিল, যেন দুই-তিন ওভার স্বাভাবিক ক্রিকেট খেলি। আমার পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত টিকে থাকা, ম্যাচটা শেষ করে আসা। ব্যাটিংয়ে নেমে আমি উইকেট বোঝার চেষ্টা করেছি। বিশ্বাস ছিল- রান যতই লাগুক, উইকেটে শেষ পর্যন্ত টিকতে পারলে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারব।’

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের জয়ের পর বুধবার বাংলাদেশ জিতেছে ৫ উইকেটের বড় ব্যবধানে। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আফিফ। যদিও অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। 

তবে ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়েন এই তরুণ। ৩১ বলে নজড়কাড়া ৫টি চার এবং দুর্দান্ত ১টি ছয়ের মারে খেলেন ৩৭ রানের ইনিংস। যাতে ৮ বল হাতে রেখেই জয়ের আনন্দে মাতে টাইগাররা। সিরিজে এগিয়ে যায় ২-০ ব্যবধানে। শুক্রবার (৬ আগস্ট) একই মাঠে একই সময়ে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।

প্রীতি / প্রীতি

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন

বছরের শেষ দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ক্রীড়া সাংবাদিকদের নতুন অফিস উদ্বোধন করলেন তাবিথ-বুলবুল

‘চোকার্স’ তকমা কি এবার দক্ষিণ আফ্রিকার মেয়েদেরও?

অবশেষে যেভাবে বিসিবি পরিচালক হচ্ছেন রুবাবা দৌলা

ক্রিকেটারদের হোটেলে রেখে উধাও টুর্নামেন্ট আয়োজকরা, সবার পারিশ্রমিক বকেয়া

টানা তিন হারের পরও যেভাবে শিরোপা জয়, যা বললেন ভারতীয় অধিনায়ক

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের ‘প্রথম’ মুকুট

টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন শান্ত, নিশ্চিত করল বিসিবি

বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!