ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নাইক্ষ্যংছড়ি-রামু থেকে সাগর পথে মানবপাচার, এক গ্রাম থেকেই ১৯ জন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-৮-২০২৩ দুপুর ৩:৫০

সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলা ও রামু উপজেলার দুর্গম জনপদ থেকে ফাঁদে ফেলে মানবপাচার করছে দালাল চক্র। দু’উপজেলার পাহাড়ি ও অনগ্রসর গ্রামগুলোতে হানা দিচ্ছে এসব পাচারকারী চক্র। আর এ অপতৎপরতায় অনেক গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মাঝে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তারগু মৌজা হেডম্যান মংনু মার্মা বলেন, সম্প্রতি নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাগরপথে মানব পাচার বেড়েছে। তার এলাকায় এ পর্যন্ত কতজন পাচার হয়েছে তার কাছে সঠিক তথ্য না থাকলেও পাচারকারীদের কাছ থেকে তার এলাকার ২ জন পালিয়ে আসার তথ্য আছে। তাদের একজন পাইনছড়ি গ্রামের ছৈয়দ হোসেনের ছেলে কালাইয়া (২০)। সে অনেক তদবিরে পর ৭০ হাজার টাকা দিয়ে টেকনাফ সাগর থেকে বাড়ি ফিরে এসেছে। তিনি আরো জানান, মানবপাচার ও অপহরণ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা গত সপ্তাহে হওয়া উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় উদ্বেগও প্রকাশ করছেন অনেকে।

ঘুমধুমের একাধিক সূত্র জানান, গত ১৪ আগস্ট মানবপাচারকারীদের খপ্পরে পড়ে ২৬ জন লোক মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক হন। তাদের মধ্যে ২ জন ঘুমধুমের কচুবুনিয়ায়।

রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যা চরের বাসিন্দা ফরিদুল আলম, বদি আলম ও জাফর আলম বলেন, তাদের ৩ সন্তানসহ গ্রামের ১১ যুবক ও কিশোরকে মানবপাচারকারী চক্র ফাঁদে ফেলে গত ২৮ দিন আগে নিয়ে যায় । যাদের সহায়তা করে স্থানীয় কয়েকজন দালাল। যারা তাদের সন্তানকে রোহিঙ্গা দালালদের এবং টেকনাফের দালালদের মাধ্যমে টেকনাফ নিয়ে যায়। পরে বোটে করে সাগর পথে মালয়েশিয়া। এভাবে সাগর পথে যাওয়ার সময় মিয়ানমারের জলদস্যুদের খপ্পরে পড়ে তারা । যে বোটে ৭২ জন মানুষ ছিলো। এখন তাদের হদিস মিলছে না ২ দিন। এর আগেও ১১ জন পাচার করে দালাল চক্র। অর্থাৎ ১ গ্রাম থেকেই ১৯ জন যুবক পাচার হয়।
তারা নিজেদের গ্রামকে পুরুষ শূন্য দাবি করে বলেন, এ তাদের গ্রামে যুবক পুরুষের হাহাকার চলছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আদর্শগ্রামের বাসিন্দা গোলাম কিবরিয়া আক্ষেপ করে বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অনেক রোহিঙ্গা তাদের গ্রামে আসে স্বজনদের কাছে। তারা মানবপাচারকারী। গত ৪ আগস্ট এ ধরনের ১ দল রোহিঙ্গা এখানে এসে কয়েকদিন অবস্থান করে ফিরে গিয়ে কৌশলে যুবকদের নিয়ে যাচ্ছে। এ ধরনের ২ জনকে নিয়ে যায় তারা। যাদের নাম হলো মোবারক জিয়া ও নেজামুদ্দিন। তাদের ২ জনের জন্যে তাদের পিতা-মাতা খুবই দুচিন্তায়।

এভাবে মিয়ানমার সীমান্তের এ ২ উপজেলার দুর্গম ও পাহাড়ি জনপদে হানা দিচ্ছে সাগর পথের মানব পাচারকারীরা। যারা স্থানীয় কিছু দালালকে ব্যবহার করে এ অপতৎপরতা চালাচ্ছে।

সুশীল সমাজের একাধিক প্রতিনিধি জানান, নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলা ভৌগলিকভাবে একই গন্ডিতে। উভয় উপজেলার মানুষ দু’ এলাকায় বিচরণ করে নির্বিগ্নে। আর এ দু’ উপজেলায় পাহাড়ি ভূমি বেশি। যেখানে রোহিঙ্গাদের কিছু আত্মীয়-স্বজন রয়েছে। মূলত তারাই সাগরপথে মানবপাচারের হোতা।

মানবপাচার বিষয়ে জানতে চাইলে ককসবাজার জেলার রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন বলেন, আসলে মানব পাচার খুবই গর্হিত কাজ। অবৈধ পথে বিদেশ যাওয়া মানে জীবন নিয়ে খেলা করা। সুতরাং একাজ কেউ করলে তাকে বয়কট করা উচিৎ। আর রামু থানা এলাকায় এ ধরনের কাজ করার প্রমাণ পেলে তার ছাড় নেই।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা বলেন, মানব পাচার বা অবৈধ পথে বিদেশ গমন সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। তিনি সর্ব মহলকে এ অবৈধ পন্থা অবলম্বনকারীদেকে বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন। আর সম্প্রতি মানবপাচার বেড়ে যাওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণেরও কথা জানান তিনি।

এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ