আদালতের মামলা উপেক্ষা করে উচ্ছেদের চেষ্টা,এসিল্যান্ডের উপর আদালতের নিষেধাজ্ঞা জারী

চট্টগ্রামের সাতকানিয়ায় বিজ্ঞ আদালতে বিচারাধীন একটি জায়গায় সাতকানিয়া উপজেলা ( ভূমি সহকারি কর্মকর্তা) আরাফাত সিদ্দিকীর অভিযান পরিচালনা না করতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারী করেন মাননীয় সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক মো:শরীফুল হক।
২৩শে আগষ্ট( বুধবার) দুপুর ১২টা ২০মিনিটে বিজ্ঞ সাতকানিয়া সিনিয়র সহকারী জজ মো:শরীফুল হক এই আদেশ দেন বলে নিশ্চিত করেন বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এডভোকেট শাহাদাত হোসাইন হিরু।
জানা যায়-উপজেলার পুরানগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত টুনুমিয়ার ছেলে শাহ আলমদের পৈতৃক বাপ-দাদার ভিটার আরএস এ মালিক তারা(শাহআলম গং)কিন্তু ২০২২সালে শাহ আলমরা জানতে পারেন কোন কারণ ছাড়ায় তাদের বাপ-দাদার ভিটে-মাটি সরকারি খাসখতিয়ানের অন্তর্ভুক্ত হয়।
তখন থেকেই তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়,কারণ তারা পেশায় দিনমজুর কোথাও এক ইন্চি জায়গা নেই মাথা গোঁজার জন্য, আর সরকারি খাস খতিয়ান থেকে ফেরত আনার জন্যও নেই পকেটে টাকা।
তাই তারা ইউনিয়ন পরিষদ থেকে দিনমজুর সার্টিফিকেট নিয়ে সাতকানিয়ায় লিগ্যাল এইডের মাধ্যমে মামলার কার্যক্রম শুরু করেন।
বিজ্ঞ সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারাধীন মামলার নাম্বার অপর ২৪০/২২ইং।
বিজ্ঞ সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের মামলার বাদী হলেন মৃত টুনু মিয়ার ছেলে মো:শাহআলম এবং বিবাদীরা হলেন চট্টগ্রাম জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব চট্টগ্রাম, এসিল্যান্ড সাতকানিয়া এবং ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা।
বিজ্ঞ সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে ভুক্তভোগী শাহ আলমের মামলা গ্রহণ করে আদালত সাতকানিয়া উপজেলা ভূমি সহকারি এবং বাজালিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারীকে এই মামলার জবাব দেয়ার জন্য গত ১২/৯/২০২২তারিখে নোটিশ জারী করেন।
আর সেই আদালতের নির্দেশ মোতাবেক আদালতের নোটিশ জারীকারক শাখা গত ১৫/৯/২০২২সাতকানিয়া উপজেলা ভুমি সরকারি কর্মকর্তা বরাবরে নোটিশ জারী করেন।
উপজেলা ভূমি অফিস সেই নোটিশ সীল-সাক্ষর দিয়ে গ্রহণ করে তবে আদালতের প্রেরিত নোটিশের দীর্ঘ ২বছর ধরে উপজেলা ভূমি অফিস তার লিখিত জবাব দেয়নি।
ফলে মামলা চলে আসছিল একতরফা সূত্রে,কিন্ত গত ২২শে আগষ্ট হুট করে আদালতে চলমান বিরোধীয় জায়গার স্থাপনা উচ্ছেদের জন্য এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী নির্দেশনা দিয়ে আসেন এবং জায়গার বর্তমান প্রেক্ষাপট উচ্ছেদের জন্য পরিদর্শন করেও আসেন।
এদিকে আদালতে সরকারী খাস খতিয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী মৃত টুনু মিয়ার ছেলে শাহ আলম বলেন, আমি এসিল্যান্ড স্যারকে ভুল বিএসের বিরুদ্ধে মামলা করেছি সেটা অবগত করেছি তবুও স্যার কিন্তু আমাকে বলেছে আদালতের অর্ডার থাকলে দেখান, মামলা করলে হবে না।
এবং আগামিকাল দুপুরের ভেতর অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছেন।
এদিকে ২৩শে আগস্ট (বুধবার)বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে মো:শাহ আলম এসিল্যান্ডের অভিযানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শুনানীঅন্তে তা মন্জুর করেন।
এদিকে আদালতের আদেশ প্রচারিত হওয়ার সাথে সাথে এসিল্যান্ডের চলমান উচ্ছেদ অভিযানে বিজ্ঞ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কপি প্রদর্শন করা হলে বিজ্ঞ আদালতকে সম্মান দেখিয়ে এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী সাথে সাথে কার্যক্রম বন্ধ করে দেন।
এদিকে মো:শাহ আলমের বিজ্ঞ আইনজীবী এডভোকেট শাহাদাত হোসাইন হিরু বলেন-বিজ্ঞ আদালত জবাব চেয়েছিলেন এসিল্যান্ড অফিস থেকে কিন্তু অফিস আদালতকে কোন ধরনের লিখিত কিংবা মৌখিক নোটিশের জবাব প্রদান করেননি।
তবুও বিজ্ঞ আদালতের কোন ধরনের অনুমতি ব্যতিরেকে নিজস্ব প্রশাসনিক ক্ষমতাবলে অদৃশ্যকারণে এসিল্যান্ড সাহেব (সাতকানিয়া) অভিযান পরিচালনা করলে ওই অভিযান শেষ না হতেই বিজ্ঞ আদালত এসিল্যান্ডসহ মোট ৪জনকে নিষেধাজ্ঞার আদেশ দ্বারা অভিযান থেকে বিরত থাকার আদেশ প্রদান করেন।
এডভোকেট শাহাদাত হোসাইন হিরু আরো বলেন-বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশ প্রচার করার পরেও অভিযান এবং আদালতের আদেশের এসিল্যান্ড অফিস নোটিশ গ্রহণ করার পরেও সন্তোষজনক জবাব না দিয়ে অভিযান পরিচালনা দুনোটায় মাননীয় আদালতের আদেশকে উপেক্ষা করার সামীল।
তিনি আরো বলেন,এসিল্যান্ড সাহেবের বুঝা উচিত ছিলো যে ভুক্তভোগীরা বিজ্ঞ আদালতের সাধারণ কোন বিচারপ্রার্থীও নয়,তারা এত অসহায় যে তারা সরকারি খরচে লিগ্যাল এইডের মাধ্যমে বিচারকার্য চালায়।
আজকে আমি বিজ্ঞ আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি বিচারাধীন মামলার নোটিশের জবাব না দিয়েই কিছু অসহায় মানুষকে মাথা গোঁজার ঠাঁই হতে উচ্ছেদের মাধ্যমে বিতাড়িত করতে চায়,তাই বিজ্ঞ আদালত যে যেই অবস্থায় আছে সে অবস্থায় থাকতে উভয় পক্ষকে আদেশ প্রদান করেন।
এদিকে অভিযান পরিচালনাকারী এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী বলেন,আমর সরকারি বিএস খাস জমি উদ্ধার করতে এসেছি,এখানে একটা সিভিল আদালতের আদেশ পাওয়ার পর পর আমরা আমাদের উচ্ছেদ অভিযানের কার্যক্রম স্থগিত করেছি।
তিনি উভয় পক্ষকে বিজ্ঞ আদালতের আদেশ পালন করার জন্য উপস্থিত সকলকে অনুরোধও করেন।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও
Link Copied