রাজস্থলীতে জাতীয় শোক দিবসে প্রধান অতিথিঃ দীপংকর তালুকদার এমপি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ২৯৯ আসন দীপংকর তালুকদার এমপি বলেছেন জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সকলে বুকে ধারণ করে পূনরায় আবার আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন এই দেশর উন্নয়ন অগ্রযাত্রাকে বাঁধা গ্রস্থ করতে বিএনপি, জামায়াত জোট স্বরযন্ত্র উঠে পড়ে লেগেছে। এ দেশে বড় বড় মেগা প্রকল্পের গুলো বাস্তবায়ন হোক সেটি এরা চায় না। দেশকে অরাজক অশান্তি সৃষ্টি করছে, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই রাজস্থলীবাসীও বাঙ্গালহালিয়া ইউনিয়নে বাসীর দাবিতে রাজস্থলী উপজেলায় এক সাথে দুই টি কলেজ জাতীয়করণ করার পাশাপাশি, উপজেলা ডিজিটাল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে দৃষ্টি নন্দন ভবন নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে মন্দির ও বৌদ্ধ বিহার নির্মান, গীর্জা সহ পাড়া বাসি ও কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করনের জন্য দুর্গম এলাকায় একাধিক রাস্তা নির্মাণ উন্নয়ন সহ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে সেমি পাঁকা ঘর নির্মাণ করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা । ২৪ শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘঠিকার সময় রাজস্থলী উপজেলার আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অংচাপ্রু মারমা, রফিকুল মাওলা, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা,দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, মউচিং মারমা (ময়না) উথাইমিন মারমা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা উথিনসিন মারমা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, জেলা যুবলীগের সহ সাংবাদিক মুনসুর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা প্রমুখ। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, অংসাইনু মারমা, লংবতি ত্রিপুরা,মিঠুল চন্দ্র দে, মাওলানা নুরুল হক,সহ, অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজস্থলী থেকে রাঙ্গামাটি ফেরার মাঝ পথে শফিপুর নামক এলাকার শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ( এসসিআই) বাংলাদেশ অফিসের বাস্তবায়নে শফিপুর জুনিয়র মাদ্রাসা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় এলাকাবাসীর ও নেতাদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত দীপংকর তালুকদার এমপি।
এমএসএম / এমএসএম