ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সৌরভের চোখে ভারতের বিশ্বকাপ স্কোয়াড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ১০:৫৫

প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, ৫ সেপ্টেম্বরের ঠিক আগে জানানো হবে ভারতের বিশ্বকাপ স্কোয়াড। তবে, আগারকারের ঘোষণার আগেই হয়ত নিজেদের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড পেয়ে গিয়েছে ভারত। দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন নিজের পছন্দের দল। খেলোয়াড়ি জীবনে সৌরভের অধীনে থাকা আগারকার তাতে খুব বেশি পরিবর্তন আনবেন না, এমনই ধারণা অনেকের।

সৌরভ গাঙ্গুলি ভারতের সফলতম অধিনায়কের একজন। ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ একসময় তুলে এনেছিলেন যুবরাজ সিং, আশিষ নেহরা, জহির খান, অজিত আগারকারদের মত তরুণ খেলোয়াড়দের। তবে, নিজের পছন্দের বিশ্বকাপ স্কোয়াডে তরুণদের তুলনায় অভিজ্ঞদেরই বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। 

দল নিয়ে খুব একটা পরীক্ষাও চালাতে হয়নি সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতিকে। এশিয়া কাপের জন্যে ঘোষিত ভারত দল থেকে তিন জনকে বাদ দিয়েছেন তিনি। সৌরভের মতে, বাকিরা বিশ্বকাপে খেলার জন্যে যোগ্য। তিন জন স্ট্যান্ড বাই ক্রিকেটারকেও রেখেছেন ‘দাদা'। ১৫ জনের কেউ চোট পেলে তাদেরকে দলে নেওয়া যেতে পারে।

সৌরভের দল পরিকল্পনা থেকে বাদ পড়েছেন তিলক ভার্মা, প্রাসিধ কৃষ্ণা এবং স্যাঞ্জু স্যামসন। প্রথম জন এখনও তরুণ। মাত্রই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। সেটাও টি-টোয়েন্টি ফরম্যাটে। বাকি দুজন সুযোগ পেলেও এখনও নিজেকে প্রমাণ করতে পারেননি। 

অবশ্য তিলক, প্রসিধ কৃষ্ণা এবং ইউজবেন্দ্র চাহালকে নিয়ে গঠন করেছেন স্ট্যান্ডবাই। বিশ্বকাপ চলাকালে কোনও ব্যাটার চোট পেলে তার জায়গায় আনা হবে তিলককে। তেমনই কোনও পেস বোলার চোট পেলে দলে ঢুকবেন প্রসিধ। স্পিনারদের কেউ চোট পেলে সুযোগ পাবেন চাহাল।

রোহিত শর্মা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, শুভমান গিল, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ় এবং কুলদীপ যাদব।

উল্লেখ্য, গত সোমবার এশিয়া কাপের দল ঘোষণা করে ভারতের ক্রিকেট বোর্ড। এর আগে নয়াদিল্লিতে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি বৈঠকে বসে। সেখানে পাঁচ নির্বাচক ছাড়াও উপস্থিত ছিলেন দলের কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। চোট পাওয়া ক্রিকেটারদের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করা হয় সেই বৈঠকে। পরে সাংবাদিক সম্মেলনা দল ঘোষণা করেন নির্বাচক অজিত আগারকার।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় দিনে পুরোটাই বাংলাদেশের দাপট

‘দলের ওপর বোঝা হতে চাই না’ কীসের ইঙ্গিত দিলেন মেসি

সাড়ে ৩ বছর পর টেস্টে জয়ের সেঞ্চুরি

সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ

ভিসা জটিলতায় এশিয়া কাপের বিমান মিস ৩ ক্রিকেটারের

তিক্ত বিদায়ের পরও কেন বার্সেলোনায় ফিরতে চায় মেসি-অ্যান্তোনেল্লা দম্পতি

ইয়ামালকে নিয়ে আবারও দুঃসংবাদ, বার্সেলোনা-স্পেনের নতুন রেষারেষি

আবারও রেফারির সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা