সাতকানিয়ায় বঙ্গবন্ধুর শোক সভায় আমিনুল ইসলাম আমিন
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বঙ্গবন্ধু সারা জীবন দুঃখী মানুষের জন্য রাজনীতি করে গেছেন। মানুষের পাশে থেকে দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটিয়েছেন। তিনি নিজের জীবন দিয়ে বাঙালির ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। তাই খুনিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করতে পারলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি। তাই বঙ্গবন্ধু অমর, তার মৃত্যু নাই। তিনি আজ (শুক্রবার) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
প্রধান অতিথি আমিনুল ইসলাম আরও বলেন, আজকের বঙ্গবন্ধু কন্যা ঠিক পিতার মতই গরীব-দুঃখী মানুষের রাজনীতি করছেন বলেই খাদ্য ঘাটতির বাংলাদেশ খাদ্যে উদ্বৃত্ত, শিক্ষার হার ও মাথাপিছু আয় বৃদ্ধি, ভূমিহীন মানুষ পেয়েছে মাথা গুঁজার ঠাই। তাই শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে সম্মান পায়। শোক দিবসে শপথ হবে, বঙ্গবন্ধুর নির্দেশিত পথেই দেশ এগিয়ে যাবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মোতালেব সিআইপির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আবু রেজা নদভী বলেন, তারেক জিয়া বেয়াদব, আর তার পিতা ছিল বঙ্গবন্ধুর চাকর। উনি (তারেক) বঙ্গবন্ধুকে কোনদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন না, শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, আওয়ামীলীগ নেতা এড.জহির উদ্দিন, নুরুল আবছার চৌধুরী,
মোস্তাক আহমদ আঙ্গুর, আবুল কালাম আজাদ, মাষ্টার ফরিদুল আলম, এড. আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, এড. প্রদীপ কুমার, মো.শাহজাহান ও চেয়ারম্যান ওচমান আলী,তাপস দত্ত ও একেএম আসাদ, সাইফুল আলম সুমন, আবু ছালেহ শান,এস এম আজিজ, । সভা শেষে আয়োজন করা হয় কাঙালি ভোজের।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত